জলপাইগুড়ি, 7 জুলাই: বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলে সাসপেন্ড হলেন পদ্ম শিবিরের চার নেতা । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলা বিজেপি'র অন্দরে ৷ যে চার বিজেপি নেতাকে সাপপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, অলোক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার ও তপন মহন্ত (four Jalpaiguri BJP Leaders suspended) । যদিও সাসপেন্ড করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
অলোক চক্রবর্তী বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সহ সভাপতি ছিলেন, গৌতম সরকার ধূপগুড়ির প্রাক্তন পশ্চিম মন্ডল সভাপতি ,তপন মহন্ত বর্তমানে ধূপগুড়ি টাউন মন্ডলের সহ-সভাপতি ছিলেন । অন্যদিকে, অনুপ পাল আগের জেলা কমিটির সম্পাদক ছিলেন । জানা গিয়েছে, বিজেপির জেলা কমিটির প্যাডে জেলার সাধারণ সম্পাদক দধীরাম রায় ও চন্দন বর্মনের সই করা চিঠিতে সাসপেন্ড করার এই বার্তা দেওয়া হয়েছে । তবে চিঠিতে কোনও রেফারেন্স নম্বর নেই । স্বাক্ষরগুলিও ডিজিটাল প্রিন্টেড ।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই নেতারা । জেলা সভাপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এনেছিলেন তাঁরা ৷ এমনকি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছেও অভিযোগ করেছিলেন তাঁরা । সম্প্রতি সোস্যাল মিডিয়াতে জেলা সভাপতির বিরুদ্ধে নানা কথাও পোস্ট করেন তাঁরা । দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজের জন্যই এই চার নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে ৷
এই প্রসঙ্গে সাসপেন্ড হওয়া বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন,"জেলার বিজেপি কর্মীরা জেলা সভাপতিকে আগেই সাসপেন্ড করেছেন । নতুন করে কয়েকজন মিলে জেলা কমিটির প্যাডে লিখে প্রেসকে জানিয়ে সাসপেন্ড করেছে আমাকে, এটা অনৈতিক । রাজ্য নেতৃত্বকে জানানো হবে বিষয়টি । রাজ্যের সঙ্গে কথা হচ্ছে । সংগঠনের কাজ করছি, কর্মীদের হয়ে আন্দোলন করব । বিজেপিতে আছি । বিজেপিতেই থাকব । সাসপেন্ড করার দলীয় সিদ্ধান্ত এটা নয় । এটা রাজ্য কমিটির সিদ্ধান্ত নয় । জেলার কয়েকটা লোক আমাকে সাসপেন্ড করল মাত্র । আগামিদিনে সমর্থকরাও জবাব দেবে ।
আরও পড়ুন : ক্যানিংয়ে 3 তৃণমূল নেতা খুনে আতঙ্কিত গ্রামবাসীরা
সাসপেন্ড হওয়া আরেক বিজেপি নেতা অনুপ পাল বলেন, "আমাকে শোকজ করা হয়েছিল দলের বিরুদ্ধে কথা বলার জন্য । আমি জবাবও দিয়েছিলাম । কিন্তু বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ির বিজেপির প্রার্থীকে হারানোর জন্য জেলা সভাপতি প্ররোচিত করেছিলেন অনেককেই ৷ কিন্তু বিজেপি প্রার্থীকে আমরা জিতিয়েছিলাম । নিজের দোষ ঢাকতেই এই সাসপেন্ডের পথ বাছতে হল তাঁকে । জেলা সভাপতি বাপী গোস্বামীকে কেন সাসপেন্ড করল না । তাঁর প্যাডে কেন সাসপেন্ড করার চিঠি দেওয়া হল না । তিনি কি ভয় পেলেন ? আগেও বিজেপি ছিলাম । আগামিদিনেও বিজেপি করব । আমি ১৯৮৯ সাল থেকেই বিজেপি করি । বিজেপির দুই বারের পঞ্চায়েত সদস্য ছিলাম ।"