ETV Bharat / state

রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার 11 কোটির হাতির দাঁত, গ্রেফতার 2 - রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হাতির দাঁত

Ivory Recovered: নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে 11 কোটি টাকা মূল্যের হাতির দাঁত উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ৷ গ্রেফতার অসমের দুই বাসিন্দা ৷

Etv Bharat
উদ্ধার হওয়া হাতির দাঁত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 11:01 AM IST

Updated : Dec 12, 2023, 6:08 AM IST

হাতির দাঁত উদ্ধার নিয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবীর বক্তব্য

দার্জিলিং, 11 ডিসেম্বর: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ তথা ডিআরআইয়ের অভিযানে উদ্ধার প্রায় 11 কোটি টাকার হাতির দাঁত । এই ঘটনায় গ্রেফতার অসমের দুই বাসিন্দা । নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে ডিআরআই । ধৃতদের নাম সোলেমান খান ও রতন গোয়ালা । তারা দু'জনেই অসমের নওগাঁর হোজাইয়ের বাসিন্দা ।

জানা গিয়েছে, রবিবার ওই দুই পাচারকারী গুয়াহাটি থেকে রাজধানী এক্সপ্রেস করে হাতির দাঁতগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । সূত্র মারফত খবর পেয়ে রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় ডিআরআই । তাতে দুই সন্দেহভাজনকে আটক করা হয় ।এরপর তাদের শিলিগুড়ির অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালালে তিনটি হাতির দাঁত উদ্ধার হয় । যার ওজন প্রায় সাত কেজির উপরে ।

সেগুলি হাতির দাঁত কিনা নিশ্চিত হতে ডাকা হয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের । তাঁরা এসে নিশ্চিত করেন যে সেগুলি এশিয়াটিক এলিফ্যান্ট প্রজাতির হাতির দাঁত । যেগুলির আন্তজার্তিক কালোবাজারে মূল্য প্রতি কেজি প্রায় দেড় কোটি টাকা । এরপরই ওই দুই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন । সোমবার ফের ধৃতদের আদালতে তোলা হবে । ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ।

এই বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "মূলত ওই দাঁতগুলি বারাণসীতে পাচারের পরিকল্পনা ছিল । পরে সেখান থেকে নেপালে পাঠানোর ছক ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ডিআরআই ।" এর আগে মূলত শিলিগুড়িকে করিডোর করে মাদক থেকে শুরু করে সোনা পাচারের ঘটনা আকছার হত । কিন্তু গত কয়েকবছরে একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে বন্যপ্রাণ সামগ্রী পাচারের ঘটনাও । চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হল বন্যপ্রাণ সামগ্রী ।

আরও পড়ুন :

1 চম্পাসারিতে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার 2টি হাতির দাঁত, গ্রেফতার 3

2 বীরপাড়ায় হাতির দাঁত-সহ গ্রেফতার ভুটানের এক নাগরিক

3 জলপাইগুড়িতে 15 লাখ টাকার হাতির দাঁত-সহ গ্রেফতার এক

হাতির দাঁত উদ্ধার নিয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবীর বক্তব্য

দার্জিলিং, 11 ডিসেম্বর: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ তথা ডিআরআইয়ের অভিযানে উদ্ধার প্রায় 11 কোটি টাকার হাতির দাঁত । এই ঘটনায় গ্রেফতার অসমের দুই বাসিন্দা । নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে ডিআরআই । ধৃতদের নাম সোলেমান খান ও রতন গোয়ালা । তারা দু'জনেই অসমের নওগাঁর হোজাইয়ের বাসিন্দা ।

জানা গিয়েছে, রবিবার ওই দুই পাচারকারী গুয়াহাটি থেকে রাজধানী এক্সপ্রেস করে হাতির দাঁতগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । সূত্র মারফত খবর পেয়ে রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় ডিআরআই । তাতে দুই সন্দেহভাজনকে আটক করা হয় ।এরপর তাদের শিলিগুড়ির অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালালে তিনটি হাতির দাঁত উদ্ধার হয় । যার ওজন প্রায় সাত কেজির উপরে ।

সেগুলি হাতির দাঁত কিনা নিশ্চিত হতে ডাকা হয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের । তাঁরা এসে নিশ্চিত করেন যে সেগুলি এশিয়াটিক এলিফ্যান্ট প্রজাতির হাতির দাঁত । যেগুলির আন্তজার্তিক কালোবাজারে মূল্য প্রতি কেজি প্রায় দেড় কোটি টাকা । এরপরই ওই দুই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন । সোমবার ফের ধৃতদের আদালতে তোলা হবে । ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ।

এই বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "মূলত ওই দাঁতগুলি বারাণসীতে পাচারের পরিকল্পনা ছিল । পরে সেখান থেকে নেপালে পাঠানোর ছক ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ডিআরআই ।" এর আগে মূলত শিলিগুড়িকে করিডোর করে মাদক থেকে শুরু করে সোনা পাচারের ঘটনা আকছার হত । কিন্তু গত কয়েকবছরে একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে বন্যপ্রাণ সামগ্রী পাচারের ঘটনাও । চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হল বন্যপ্রাণ সামগ্রী ।

আরও পড়ুন :

1 চম্পাসারিতে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার 2টি হাতির দাঁত, গ্রেফতার 3

2 বীরপাড়ায় হাতির দাঁত-সহ গ্রেফতার ভুটানের এক নাগরিক

3 জলপাইগুড়িতে 15 লাখ টাকার হাতির দাঁত-সহ গ্রেফতার এক

Last Updated : Dec 12, 2023, 6:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.