জলপাইগুড়ি, 30 ডিসেম্বর : দু'মাস আগে একাধিক চুরির ঘটনায় যাওয়া দশ লাখ টাকার সোনা উদ্ধার করল কোতয়ালি থানার পুলিশ (Theft in Jalpaiguri) । জানা গিয়েছে, দু'মাস আগে বেশ কয়েকটি চুরির ঘটনায় জলপাইগুড়ির সারদাপল্লীর বাসিন্দা দীনেশ বাড়ুই ও মোহিত নগর বৈরাগীপাড়ার বাসিন্দা চঞ্চল রায় ওরফে মিঠুনকে 28 ডিসেম্বর গ্রেফতার করে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ ।
তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুটা সোনা উদ্ধার হয় ৷ এরপর ধৃত দীনেশ ও চঞ্চলকে নিয়ে গতকাল চুরির ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ । সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুইজনের খোঁজ পায় পুলিশ ।
এরপর জলপাইগুড়ির হাসপাতালপাড়ার বাসিন্দা রবি পাল ও সুকান্ত নগরের বাসিন্দা দীপক মণ্ডলকে গ্রেফতার করে । তাদের জেরা করে দশ লাখ টাকার 204 গ্রাম সোনা উদ্ধার হয় (theft news in jalpaiguri) ৷ জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও জিনিস উদ্ধারের চেষ্টা চলছে ৷
আরও পড়ুন : Stolen Items Recovered : চুরি যাওয়া ৫ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার জলপাইগুড়িতে, গ্রেফতার 4