জলপাইগুড়ি, 23 মার্চ : কোরোনা আতঙ্ক বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যেই ভারতে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের ৷ রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 6 । এরই মধ্যে পর্যাপ্ত মাস্ক নেই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাই দর্জি ডেকে মাস্ক বানাচ্ছেন সদর হাসপাতালের সুপার । আপাতত একটি সবুজ কাপড়ের তৈরি মাস্ক দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী, এমনকী চিকিৎসকদেরও ।
কলকাতা থেকে এখনও পর্যাপ্ত মাস্ক এসে পৌঁছায়নি জেলায় । সবুজ কাপড় দিয়ে তৈরি মাস্ক ভরসা স্বাস্থ্য দপ্তরের । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 5 জন আইসোলেশনে আছেন । অথচ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পর্যাপ্ত মাস্ক নেই । ফলে দর্জি ডেকে 2000 মাস্ক বানানোর নির্দেশ দিয়েছেন সদর হাসপাতাল সুপার ।
জেলা সদর হাসপাতালের সুপার চিকিৎসক গয়ারাম নস্কর বলেন, "আমরা দর্জি ডেকে নিয়ে মাস্ক বানাচ্ছি । আপাতত 2000 মাস্ক বানানোর অর্ডার দেওয়া হয়েছে । আমরা সবুজ কাপড় দিয়ে সেলাই করা দু'টি করে মাস্ক দিচ্ছি স্বাস্থ্য কর্মীদের । একটি মাস্ক কাজে পরে আসবে, একটি মাস্ক বাড়িতে ধুতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক জানান, "আমাদের এখনও মাস্ক এসে পৌঁছায়নি ।"