ETV Bharat / state

দর্জি ডেকে মাস্ক বানাচ্ছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার - কোরোনা আপডেট

পর্যাপ্ত মাস্ক নেই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাই দর্জি ডেকে মাস্ক বানাচ্ছেন সদর হাসপাতালের সুপার ।

COVID-19
crisis of mask
author img

By

Published : Mar 23, 2020, 7:34 PM IST

জলপাইগুড়ি, 23 মার্চ : কোরোনা আতঙ্ক বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যেই ভারতে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের ৷ রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 6 । এরই মধ্যে পর্যাপ্ত মাস্ক নেই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাই দর্জি ডেকে মাস্ক বানাচ্ছেন সদর হাসপাতালের সুপার । আপাতত একটি সবুজ কাপড়ের তৈরি মাস্ক দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী, এমনকী চিকিৎসকদেরও ।

কলকাতা থেকে এখনও পর্যাপ্ত মাস্ক এসে পৌঁছায়নি জেলায় । সবুজ কাপড় দিয়ে তৈরি মাস্ক ভরসা স্বাস্থ্য দপ্তরের । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 5 জন আইসোলেশনে আছেন । অথচ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পর্যাপ্ত মাস্ক নেই । ফলে দর্জি ডেকে 2000 মাস্ক বানানোর নির্দেশ দিয়েছেন সদর হাসপাতাল সুপার ।

জেলা সদর হাসপাতালের সুপার চিকিৎসক গয়ারাম নস্কর বলেন, "আমরা দর্জি ডেকে নিয়ে মাস্ক বানাচ্ছি । আপাতত 2000 মাস্ক বানানোর অর্ডার দেওয়া হয়েছে । আমরা সবুজ কাপড় দিয়ে সেলাই করা দু'টি করে মাস্ক দিচ্ছি স্বাস্থ্য কর্মীদের । একটি মাস্ক কাজে পরে আসবে, একটি মাস্ক বাড়িতে ধুতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক জানান, "আমাদের এখনও মাস্ক এসে পৌঁছায়নি ।"

জলপাইগুড়ি, 23 মার্চ : কোরোনা আতঙ্ক বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যেই ভারতে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের ৷ রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 6 । এরই মধ্যে পর্যাপ্ত মাস্ক নেই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে । তাই দর্জি ডেকে মাস্ক বানাচ্ছেন সদর হাসপাতালের সুপার । আপাতত একটি সবুজ কাপড়ের তৈরি মাস্ক দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী, এমনকী চিকিৎসকদেরও ।

কলকাতা থেকে এখনও পর্যাপ্ত মাস্ক এসে পৌঁছায়নি জেলায় । সবুজ কাপড় দিয়ে তৈরি মাস্ক ভরসা স্বাস্থ্য দপ্তরের । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 5 জন আইসোলেশনে আছেন । অথচ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পর্যাপ্ত মাস্ক নেই । ফলে দর্জি ডেকে 2000 মাস্ক বানানোর নির্দেশ দিয়েছেন সদর হাসপাতাল সুপার ।

জেলা সদর হাসপাতালের সুপার চিকিৎসক গয়ারাম নস্কর বলেন, "আমরা দর্জি ডেকে নিয়ে মাস্ক বানাচ্ছি । আপাতত 2000 মাস্ক বানানোর অর্ডার দেওয়া হয়েছে । আমরা সবুজ কাপড় দিয়ে সেলাই করা দু'টি করে মাস্ক দিচ্ছি স্বাস্থ্য কর্মীদের । একটি মাস্ক কাজে পরে আসবে, একটি মাস্ক বাড়িতে ধুতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক জানান, "আমাদের এখনও মাস্ক এসে পৌঁছায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.