জলপাইগুড়ি, 25 মে : বেহাল সেতু ! নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ শুরু হয়নি (CPM protested over damaged bridge work not started in Jalpaiguri)। দীর্ঘদিন থেকেই জেলা পরিষদের এই সেতুটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে । 2021 সালে কাজের সূচনা হলেও সেতু নির্মাণ এখনও নানা কারনে শুরু হয়নি ।
জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর গৌরী হাটের করলা ব্রিজের নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাল সিপিএম কর্মীরা (CPM protest in Jalpaiguri)। দীর্ঘ প্রায় চার বছর যাবৎ গুরুত্বপূর্ণ এই ব্রিজটি বেহাল অবস্থায় রয়েছে । বিগত প্রায় তিন বছর যাবৎ ব্রিজটিকে দুর্বল সেতুর তকমা দেওয়া হয়েছে ৷ ব্রিজটিতে যান চলাচল করা যাবে না বলে জলপাইগুড়ি জেলা পরিষদ, সদর বিডিও অফিস এবং সদর ট্রাফিক অফিসের পক্ষ থেকে বোর্ড ঝোলানো হয়েছে ।
ওপারের বিস্তীর্ণ পাতকাটা ও বারপেটিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের জলপাইগুড়ি শহরে আসতে হয় এই ব্রিজের উপর দিয়েই । তেমনই এপারের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত ও জলপাইগুড়ি শহরের মানুষেরও ওপারে যেতে ভরসা এই ব্রিজ । কিন্তু বিকল্প না থাকায় বিপদ জেনেও ভগ্ন ব্রিজের উপর দিয়েই চলাচল করছে সাইকেল, বাইক, চার চাকার ছোট গাড়ি, যাত্রীবোঝাই টোটো থেকে চা পাতা ভর্তি ট্রেকার । সাপ্তাহিক হাটের দিনে মালপত্র নিয়ে এই ভগ্ন ব্রিজের উপর দিয়েই যাতায়াত করছেন ব্যবসায়ীরা । ব্রিজটি মাঝ বরাবর নিচের দিকে প্রায় দুই ফুট বসে গিয়েছে । দুই পাশের রেলিং পুরোপুরি ভেঙে গিয়েছে । পিলারগুলি ভেঙে লোহার রড বেরিয়ে পড়েছে । যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকায় মানুষ ।
2021 সালের জুন মাসে ঘটা করে নতুন ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে জলপাইগুড়ি জেলা পরিষদ । ব্রিজ নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয় 6 কোটি 20 লক্ষ টাকা । কয়েক মাসের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে বলে বোর্ড ঝোলানো হয় । কিন্তু বাস্তবে বছর গড়াতে চললেও ব্রিজের কাজ শুরুই হয়নি । কী কারণে সেতুর কাজ শুরু হচ্ছে না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ।
আরও পড়ুন : Leopard Attack in Tea Garden : চা বাগানে জোড়া চিতাবাঘের হামলা, আহত এক মহিলা শ্রমিক
বাধ্য হয়েই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে নতুন ব্রিজের কাজ শুরু করার দাবিতে পুনরায় আন্দোলন শুরু করেছেন বলে জানিয়েছেন সিপিএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তপন গঙ্গোপাধ্যায় । এদিন গৌরীহাট সংলগ্ন ভগ্নপ্রায় করলা ব্রিজের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা । এ সপ্তাহেই বিষয়টি নিয়ে জেলা পরিষদের সভাধিপতিকে ডেপুটেশন দেবে সিপিএম, জানিয়েছেন নেতা শুভাশিস সরকার ।