জলপাইগুড়ি, 16 মার্চ : পুলিশের পরিচয়পত্র দেখিয়ে তল্লাশির নামে এক মহিলার থেকে হার ও চুড়ি ছিনতাইয়ের অভিযোগ ৷ জলপাইগুড়ি শহরে 24 ঘণ্টার মধ্যে এমন দু’টি ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা ব্যবস্থা (Chain Snatching and ATM Loot in Jalpaiguri) ৷ এমনকি এটিএম লুঠের চেষ্টাও হয়েছে জলপাইগুড়ি শহরে ৷ ডিবিসি রোডে প্রহরীবিহীন এটিএম ভেঙে লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ যদিও টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা ৷ এমন একের পর এক অপরাধের পর পর নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড়ের কাছে দুই ব্যক্তি শুক্লা চন্দ নামে এক মহিলা পথ আটকায় ৷ অভিযোগ তাঁরা শুক্লা চন্দকে পুলিশ বলে পরিচয় দেন ৷ এমনকি নিজেদের পরিচয়পত্রও দেখান ৷ শুক্লা চন্দকে তাঁরা বলেন, শহরে ছিনতাই বেড়ে চলেছে তাই গলার হার খুলে ব্যাগের ভেতরে খুলে রাখতে ৷ পুলিশ পরিচয় দেওয়ায় মহিলা চুড়ি ও হার খুলতেই সেগুলি তাঁর থেকে ছিনতাই করে বাইকে উঠে পালায় দুই দুষ্কৃতী ৷ ওই মহিলা বাইক টেনে ধরতে গেলে, তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷
আরও পড়ুন : Money Snatching at Nabadwip : ছুরি মেরে ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাই, চিহ্নিত 1 দুষ্কৃতী
অন্যদিকে, মঙ্গলবার রাতে নয়ন দাস নামে এক সরকারি কর্মচারির কাছ থেকে সোনার চেন ও আংটি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ তিনি জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন ৷ অন্যদিকে, গতকাল রাতে জলপাইগুড়ির ডিবিসি মোড়ে একটি রক্ষীবিহীন এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতী দল ৷ আজ সকালে স্থানীয়রা এটিএম ভাঙা দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে যায় ৷ ব্যাংকের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যায় ৷ আপাতত এটিএম’টি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, মেশিন ভাঙলেও টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা ৷ একের পর এক ছিনতাই ও লুঠের ঘটনায় জলপাইগুড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ৷ যা নিয়ে জলপাইগুড়ির ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানান, তদন্ত চলছে ৷ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ৷