ETV Bharat / state

Bangladeshi Infiltrators Arrested: সীমান্তে 2 মাসে গ্রেফতার 45 বাংলাদেশি অনুপ্রবেশকারী - জলপাইগুড়ির খবর

সীমান্তে (India Bangladesh Border) 2 মাসে 45 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার (Bangladeshi Infiltrators Arrested) করেছে বিএসএফ (BSF)৷ তাঁদের মধ্যে কেউ এসেছিলেন কাজের খোঁজে, কেউ বা বিয়ে করে এ দেশে থাকতে চেয়েছিলেন (Jalpaiguri News)৷

Bangladeshi Infiltrators arrested ETV Bharat
বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার
author img

By

Published : Jan 4, 2023, 6:22 PM IST

জলপাইগুড়ি, 4 জানুয়ারি: গত 2 মাসে ভারতে অবৈধভাবে প্রবেশ করে গ্রেফতার হয়েছেন 45 জন বাংলাদেশি (Bangladeshi Infiltrators Arrested)। কেউ কাজের খোঁজে, কেউ বিয়ে করে পাকাপাকি ভাবে থাকতে এসেছিলেন । কেউ বা ওপারে কোনও অপরাধ করে ভারতে পালিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান বিএসএফ-এর হাতে (India Bangladesh Border)৷ 2022 সালের শুধু নভেম্বর ও ডিসেম্বর মাসেই ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের 45 জন নাগরিক । নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর রায়গঞ্জ সেক্টর, কিষানগঞ্জ সেক্টর, জলপাইগুড়ি সেক্টর ও শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের অধীনে 45 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে (Jalpaiguri News)।

বিএসএফ সুত্রে জানানো হয়েছে, বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা এলাকা দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন (Bangladeshi Infiltrators)। বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের অধীন কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছেন । অন্যদিকে, শিলিগুড়ির রাধাবাড়ি সেক্টরের জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মানিকগঞ্জ এলাকায় কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতে ঢুকতে গিয়ে গত দু মাসে গ্রেফতার হয়েছেন 15 জন বাংলাদেশি । যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের বেশিরভাগই ভারতে কাজের খোঁজে এসেছিলেন । আবার ধৃতদের একাংশ পাচারের সঙ্গে যুক্ত । এঁদের কাছে থেকে বাংলাদেশের টাকা-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে । এঁদের মধ্যে কেউ ভারত বিরোধী কার্যকলাপ করার কাজে এ দেশে এসেছিল কি না, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা ও রাজ্য পুলিশ ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত 12/11/22 তারিখে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বিএসএফ । ভারতে এসে বিয়ে করে পাকাপাকিভাবে বসবাস করতে চেয়েছিলেন তাঁরা । কিন্তু বিএসএফ-এর রাধাবাড়ি শিলিগুড়ি সেক্টরের অন্তর্গত 15 নং ব্যাটেলিয়ানের বেরুবাড়ি বিওপির জওয়ানরা দুই বাংলাদেশের নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে । ধৃতদের মধ্যে রুবেল হক (30) বাংলাদেশের পঞ্চগড় জেলার ধরমের ঘাট আমতলার বাসিন্দা এবং কোনারায় পাখি (19) ঠাকুরগাঁও জেলার গোরেয়া এলাকার বাসিন্দা । ধৃত ভারতীয় নাগরিকের নাম কৃষ্ণ রায় (20) ৷ তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার সাতকুড়া এলাকায় । তিনি এই বাংলাদেশের নাগরিকদের অবৈধ ভাবে ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ, গ্রেফতার 5 বাংলাদেশি

গত 20/11/22 তারিখ ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা । বিএসএফ-এর হাতে ধৃতদের মধ্যে মহম্মদ মোফাজ্জল (30) বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ির বাসিন্দা । ধৃত পাখি আখতার (22) মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বাসিন্দা । ইমাম হুসেন (28) পটুয়াখালি জেলার পাখিয়া এলাকার বাসিন্দা । আর ধৃত মহম্মদ জুলহাস (34) বাংলাদেশের সরিয়াতপুরের জেলার গোসাইপুর হাটের বাসিন্দা ।

বিএসএফ-এর রাধাবাড়ি সেক্টর সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে থেকে একটি ই-রিক্সা-সহ চারটি মোবাইল উদ্ধার হয়েছে । এই পরিবারটিও ভারতে এসেছিল কাজের সন্ধানে ।

1/12/22 তারিখে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়ানের জওয়ানের হাতে 5 জন বাংলাদেশি গ্রেফতার হয় । ধৃতরা হলেন রুবেল খান (20), সাদেক আলি (23), সাদ্দাম হুসেন (22), নইম আলি (22), মহম্মদ মোক্তার (22) । ধৃতরা সীমান্তের খোলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল । ধৃতরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের বাসিন্দা । তাঁদের কাছে থেকে উদ্ধার হয় বাংলাদেশের মুদ্রায় 3300 টাকা ও ভারতের 1100 টাকা । উদ্ধার হয়েছে 6টি মোবাইল ফোন । ধৃতরা সবাই ভারতে কাজের সন্ধানে প্রবেশ করেছিলেন ।

গত 2/1/23 তারিখ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দু'জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতরা হলেন মহম্মদ আজিম (32) ও মহম্মদ এরসাদ (35)। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ এলাকায় সাঁওতাল পাড়া এলাকা দিয়ে এই দু'জন বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর 15 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তাঁদের গ্রেফতার করেন। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বেলপুকুরি গ্রামের বাসিন্দা । ধৃতরা জেরায় জানিয়েছেন যে, তাঁরা কাজের সন্ধানেই ভারতে আসতে চেয়েছিলেন । কিন্তু বিএসএফ-এর হাতে ধরা পড়ে যান ।

জলপাইগুড়ি, 4 জানুয়ারি: গত 2 মাসে ভারতে অবৈধভাবে প্রবেশ করে গ্রেফতার হয়েছেন 45 জন বাংলাদেশি (Bangladeshi Infiltrators Arrested)। কেউ কাজের খোঁজে, কেউ বিয়ে করে পাকাপাকি ভাবে থাকতে এসেছিলেন । কেউ বা ওপারে কোনও অপরাধ করে ভারতে পালিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান বিএসএফ-এর হাতে (India Bangladesh Border)৷ 2022 সালের শুধু নভেম্বর ও ডিসেম্বর মাসেই ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের 45 জন নাগরিক । নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর রায়গঞ্জ সেক্টর, কিষানগঞ্জ সেক্টর, জলপাইগুড়ি সেক্টর ও শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের অধীনে 45 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে (Jalpaiguri News)।

বিএসএফ সুত্রে জানানো হয়েছে, বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা এলাকা দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন (Bangladeshi Infiltrators)। বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের অধীন কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি গ্রেফতার হয়েছেন । অন্যদিকে, শিলিগুড়ির রাধাবাড়ি সেক্টরের জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মানিকগঞ্জ এলাকায় কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতে ঢুকতে গিয়ে গত দু মাসে গ্রেফতার হয়েছেন 15 জন বাংলাদেশি । যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের বেশিরভাগই ভারতে কাজের খোঁজে এসেছিলেন । আবার ধৃতদের একাংশ পাচারের সঙ্গে যুক্ত । এঁদের কাছে থেকে বাংলাদেশের টাকা-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে । এঁদের মধ্যে কেউ ভারত বিরোধী কার্যকলাপ করার কাজে এ দেশে এসেছিল কি না, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা ও রাজ্য পুলিশ ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত 12/11/22 তারিখে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বিএসএফ । ভারতে এসে বিয়ে করে পাকাপাকিভাবে বসবাস করতে চেয়েছিলেন তাঁরা । কিন্তু বিএসএফ-এর রাধাবাড়ি শিলিগুড়ি সেক্টরের অন্তর্গত 15 নং ব্যাটেলিয়ানের বেরুবাড়ি বিওপির জওয়ানরা দুই বাংলাদেশের নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে । ধৃতদের মধ্যে রুবেল হক (30) বাংলাদেশের পঞ্চগড় জেলার ধরমের ঘাট আমতলার বাসিন্দা এবং কোনারায় পাখি (19) ঠাকুরগাঁও জেলার গোরেয়া এলাকার বাসিন্দা । ধৃত ভারতীয় নাগরিকের নাম কৃষ্ণ রায় (20) ৷ তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার সাতকুড়া এলাকায় । তিনি এই বাংলাদেশের নাগরিকদের অবৈধ ভাবে ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ, গ্রেফতার 5 বাংলাদেশি

গত 20/11/22 তারিখ ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা । বিএসএফ-এর হাতে ধৃতদের মধ্যে মহম্মদ মোফাজ্জল (30) বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ির বাসিন্দা । ধৃত পাখি আখতার (22) মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বাসিন্দা । ইমাম হুসেন (28) পটুয়াখালি জেলার পাখিয়া এলাকার বাসিন্দা । আর ধৃত মহম্মদ জুলহাস (34) বাংলাদেশের সরিয়াতপুরের জেলার গোসাইপুর হাটের বাসিন্দা ।

বিএসএফ-এর রাধাবাড়ি সেক্টর সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে থেকে একটি ই-রিক্সা-সহ চারটি মোবাইল উদ্ধার হয়েছে । এই পরিবারটিও ভারতে এসেছিল কাজের সন্ধানে ।

1/12/22 তারিখে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়ানের জওয়ানের হাতে 5 জন বাংলাদেশি গ্রেফতার হয় । ধৃতরা হলেন রুবেল খান (20), সাদেক আলি (23), সাদ্দাম হুসেন (22), নইম আলি (22), মহম্মদ মোক্তার (22) । ধৃতরা সীমান্তের খোলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল । ধৃতরা সবাই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের বাসিন্দা । তাঁদের কাছে থেকে উদ্ধার হয় বাংলাদেশের মুদ্রায় 3300 টাকা ও ভারতের 1100 টাকা । উদ্ধার হয়েছে 6টি মোবাইল ফোন । ধৃতরা সবাই ভারতে কাজের সন্ধানে প্রবেশ করেছিলেন ।

গত 2/1/23 তারিখ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দু'জন বাংলাদেশিকে গ্রেফতার করে বিএসএফ । ধৃতরা হলেন মহম্মদ আজিম (32) ও মহম্মদ এরসাদ (35)। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা । জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ এলাকায় সাঁওতাল পাড়া এলাকা দিয়ে এই দু'জন বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর 15 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তাঁদের গ্রেফতার করেন। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বেলপুকুরি গ্রামের বাসিন্দা । ধৃতরা জেরায় জানিয়েছেন যে, তাঁরা কাজের সন্ধানেই ভারতে আসতে চেয়েছিলেন । কিন্তু বিএসএফ-এর হাতে ধরা পড়ে যান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.