ETV Bharat / state

নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের অভিযোগে মিছিল 3 BJP সাংসদের

বুধবার জলপাইগুড়িতে BJP কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় । মিছিলের সামনের সারিতে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যরা ৷

BJP protest rally
BJP protest rally
author img

By

Published : Oct 14, 2020, 4:37 PM IST

জলপাইগুড়ি, 14 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে পথে নামলেন তিন BJP সাংসদ । 8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জর প্রতিবাদে জলপাইগুড়িতে এক মিছিলের আয়োজন করা হয় ৷ এই মিছিলে যোগ দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় , বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ।

বুধবার জলপাইগুড়িতে BJP কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় । মিছিলের সামনের সারিতে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা , জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় , দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যরা ৷ প্রতিবাদ মিছিল থেকে ইমামদের ভাতা দেওয়ার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন সুকান্ত মজুমদার । তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার মদের টাকায় ইমামদের ভাতা দিচ্ছে আর তা নিচ্ছে ইমাম ও মোয়াজ্জেমরা । মুখ্যমন্ত্রী কোনও ধর্মকেই মানেন না । তাই যখন তখন পুজোর উদ্বোধন করছেন । চক্ষুদান করছেন ।

জয়ন্ত রায় বলেন, “আমাদের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এর প্রতিবাদ জানাই । আমাকেও আক্রমণের চেষ্টা করা হয় ৷ আমি কোনওরকমে বেঁচে যাই । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ৷” জন বারলা বলেন, "আমাদের যুবকদের মারা হয়েছে । এই কারণে আজ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছি ।”

জলপাইগুড়ি, 14 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে পথে নামলেন তিন BJP সাংসদ । 8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জর প্রতিবাদে জলপাইগুড়িতে এক মিছিলের আয়োজন করা হয় ৷ এই মিছিলে যোগ দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় , বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ।

বুধবার জলপাইগুড়িতে BJP কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় । মিছিলের সামনের সারিতে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা , জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় , দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যরা ৷ প্রতিবাদ মিছিল থেকে ইমামদের ভাতা দেওয়ার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন সুকান্ত মজুমদার । তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার মদের টাকায় ইমামদের ভাতা দিচ্ছে আর তা নিচ্ছে ইমাম ও মোয়াজ্জেমরা । মুখ্যমন্ত্রী কোনও ধর্মকেই মানেন না । তাই যখন তখন পুজোর উদ্বোধন করছেন । চক্ষুদান করছেন ।

জয়ন্ত রায় বলেন, “আমাদের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এর প্রতিবাদ জানাই । আমাকেও আক্রমণের চেষ্টা করা হয় ৷ আমি কোনওরকমে বেঁচে যাই । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ৷” জন বারলা বলেন, "আমাদের যুবকদের মারা হয়েছে । এই কারণে আজ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.