ETV Bharat / state

Panchayat Elections 2023: শান্তিপূর্ণ ভোটের দাবিতে পুলিশ সুপারের দারস্থ বিজেপি

শান্তিপূর্ণ ভোটের দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপারের দারস্থ হল বিজেপি ৷ এ দিন তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখায় মহিলা গেরুয়া শিবিরের সমর্থকেরা ৷

peaceful panchayat polls
পঞ্চায়েত ভোট
author img

By

Published : Jul 6, 2023, 10:27 PM IST

শান্তিপূর্ণ ভোটের দাবিতে পুলিশ সুপারের দারস্থ বিজেপি

জলপাইগুড়ি, 6 জুলাই: শান্তিপূর্ণ ভোটের দাবিতে জেলা পুলিশ সুপারের দফতরে ধরনা দিলেন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। শাসকদল তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের অত্যাচার করার অভিযোগ উঠেছে । তারই প্রতিবাদে জেলা পুলিশ সুপারের দফতরে নির্যাতিতা মহিলারা এসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ।

এ দিন জলপাইগুড়ি জেলার নাথুয়া এলাকার বিজেপি সমর্থক ও প্রার্থীরা সাংসদ জয়ন্তকুমার রায়, বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীকে নিয়ে জেলা পুলিশ সুপারের দফতরে আসেন ৷ তাঁরা সুপারের সঙ্গে দেখা করেন । অভিযোগ, বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়াতে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাসকদল । রাত হলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে । বাড়ি ঘর ভাঙচুর চালানো হচ্ছে ।

রীতা রায় অভিযোগ করেন, "আমরা রাতে ঘুমিয়ে ছিলাম । হঠাৎ রাতে আমাদের বাড়িতে আক্রমণ হয় । আমার স্বামীকে বাড়ি থেকে বের করে মারতে থাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা । আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক । আমরা যেহেতু বিজেপিকে ভোট দেব তাই আমাদের ওপর অত্যাচার হচ্ছে ।" অন্যদিকে নাথুয়ার বাসিন্দা সবিতা রায় বলেন, "সারাদিন মাঠে কাজ করার পর বাড়িতে আসার পরেও আমাদের ওপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেস ও পুলিশ কর্মীরা ৷ আমার স্বামীকে মারধর করা হয় । আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক ।"

এ দিন জয়ন্তকুমার রায়ের কথায়, পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে । বেছে বেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে । তাদের গ্রেফতার করা হচ্ছে । বিজেপি কর্মীরা যাতে ভোট না দিতে পারে তাই গ্রেফতার করে সেই ব্যবস্থা করা হচ্ছে । এমনকি তৃণমূল না করলে দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ভোট করাতে হলে সরাতে হবে ডিজি-কে, কমিশনের কাছে দাবি বিজেপির

তিনি বলেন, "আমরা জেলা পুলিশ সুপারের কাছে দেখা করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ভোটের দাবি জানালাম । এছাড়া ভোটের আগে আর কাউকে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি ।" এদিকে জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

শান্তিপূর্ণ ভোটের দাবিতে পুলিশ সুপারের দারস্থ বিজেপি

জলপাইগুড়ি, 6 জুলাই: শান্তিপূর্ণ ভোটের দাবিতে জেলা পুলিশ সুপারের দফতরে ধরনা দিলেন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। শাসকদল তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের অত্যাচার করার অভিযোগ উঠেছে । তারই প্রতিবাদে জেলা পুলিশ সুপারের দফতরে নির্যাতিতা মহিলারা এসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ।

এ দিন জলপাইগুড়ি জেলার নাথুয়া এলাকার বিজেপি সমর্থক ও প্রার্থীরা সাংসদ জয়ন্তকুমার রায়, বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীকে নিয়ে জেলা পুলিশ সুপারের দফতরে আসেন ৷ তাঁরা সুপারের সঙ্গে দেখা করেন । অভিযোগ, বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়াতে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাসকদল । রাত হলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে । বাড়ি ঘর ভাঙচুর চালানো হচ্ছে ।

রীতা রায় অভিযোগ করেন, "আমরা রাতে ঘুমিয়ে ছিলাম । হঠাৎ রাতে আমাদের বাড়িতে আক্রমণ হয় । আমার স্বামীকে বাড়ি থেকে বের করে মারতে থাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা । আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক । আমরা যেহেতু বিজেপিকে ভোট দেব তাই আমাদের ওপর অত্যাচার হচ্ছে ।" অন্যদিকে নাথুয়ার বাসিন্দা সবিতা রায় বলেন, "সারাদিন মাঠে কাজ করার পর বাড়িতে আসার পরেও আমাদের ওপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেস ও পুলিশ কর্মীরা ৷ আমার স্বামীকে মারধর করা হয় । আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক ।"

এ দিন জয়ন্তকুমার রায়ের কথায়, পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে । বেছে বেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে । তাদের গ্রেফতার করা হচ্ছে । বিজেপি কর্মীরা যাতে ভোট না দিতে পারে তাই গ্রেফতার করে সেই ব্যবস্থা করা হচ্ছে । এমনকি তৃণমূল না করলে দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ভোট করাতে হলে সরাতে হবে ডিজি-কে, কমিশনের কাছে দাবি বিজেপির

তিনি বলেন, "আমরা জেলা পুলিশ সুপারের কাছে দেখা করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ভোটের দাবি জানালাম । এছাড়া ভোটের আগে আর কাউকে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি ।" এদিকে জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.