ETV Bharat / state

যুব মোর্চা নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জলপাইগুড়ির BJP নেত্রীর - Jalpaiguri BJP accused of rape

পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ । জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

BJP state leader has been accused of raping
জলপাইগুড়ি
author img

By

Published : Jul 10, 2020, 8:58 PM IST

জলপাইগুড়ি, 10 জুলাই: দলেরই এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল যুব মোর্চার এক রাজ্য নেতার বিরুদ্ধে । ইতিমধ্যে ওই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

যুব মোর্চার ওই রাজ্য নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে । পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ।

জলপাইগুড়ি শহরের বাসিন্দা ওই নেত্রীর অভিযোগ, "আমার মতো একাধিক মহিলার সঙ্গে বাজে ঘটনা ঘটিয়েছেন ওই নেতা । দলকে বারবার জানিয়েও ফল পাইনি । বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি । আমি চাই সত্য সামনে আসুক ৷ ভালো নেতার আসল রূপ প্রকাশ্যে আসুক ।" তিনি আরও বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । আমি চাই না দলের ক্ষতি হোক ।"

অভিযুক্ত যুব মোর্চার উত্তরবঙ্গের পরিচিত মুখ বলেই পরিচিত । আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি, কোচবিহারে কেন্দ্রীয় নেতারা এলে তাঁকে মঞ্চে দেখা যায় । গত দু'দিন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সফরে ছিলেন তিনি । এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল ৷

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "একটা অভিযোগ দায়ের হয়েছে শুনেছি । তবে বিস্তারিত জানি না ৷ খোঁজখবর নিয়ে মন্তব্য করব ৷"

অভিযুক্তের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । জলপাইগুড়ির পুলিশ সুপারও এই বিষয়ে কোনও মন্তব্য কররে চাননি ।

জলপাইগুড়ি, 10 জুলাই: দলেরই এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল যুব মোর্চার এক রাজ্য নেতার বিরুদ্ধে । ইতিমধ্যে ওই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

যুব মোর্চার ওই রাজ্য নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে । পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ।

জলপাইগুড়ি শহরের বাসিন্দা ওই নেত্রীর অভিযোগ, "আমার মতো একাধিক মহিলার সঙ্গে বাজে ঘটনা ঘটিয়েছেন ওই নেতা । দলকে বারবার জানিয়েও ফল পাইনি । বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি । আমি চাই সত্য সামনে আসুক ৷ ভালো নেতার আসল রূপ প্রকাশ্যে আসুক ।" তিনি আরও বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । আমি চাই না দলের ক্ষতি হোক ।"

অভিযুক্ত যুব মোর্চার উত্তরবঙ্গের পরিচিত মুখ বলেই পরিচিত । আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি, কোচবিহারে কেন্দ্রীয় নেতারা এলে তাঁকে মঞ্চে দেখা যায় । গত দু'দিন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সফরে ছিলেন তিনি । এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল ৷

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "একটা অভিযোগ দায়ের হয়েছে শুনেছি । তবে বিস্তারিত জানি না ৷ খোঁজখবর নিয়ে মন্তব্য করব ৷"

অভিযুক্তের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । জলপাইগুড়ির পুলিশ সুপারও এই বিষয়ে কোনও মন্তব্য কররে চাননি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.