ETV Bharat / state

হ্যান্ডগ্রেনেডের উৎসের খোঁজে NIA তদন্ত চায় BJP - NIA তদন্ত চায় BJP

শিলিগুড়ির বিধান মার্কেট থেকে উদ্ধার হওয়া চাইনিজ় হ্যান্ডগ্রেনেড নিয়ে NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল BJP ।

হ্যান্ডগ্রেনেড
author img

By

Published : Sep 9, 2019, 12:09 PM IST

শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : শিলিগুড়ির বিধানমার্কেট থেকে চাইনিজ় হ্যান্ডগ্রেনেডের উদ্ধার নিয়ে NIA তদন্ত চাইছে রাজ্য BJP । এই নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল তারা । BJP-র আশঙ্কা, চিন-নেপাল হয়ে শিলিগুড়িতে হাতবদল হচ্ছে মারণাস্ত্রের । রাজ্য পুলিশে আস্থা না রেখে তাই অবিলম্বে NIA তদন্তের দাবি তুলেছেন BJP নেতারা ।

শনিবার রাতে শিলিগুড়ির বিধানমার্কেটে একটি বন্ধ দোকানের সামনে পড়েছিল হ্যান্ডগ্রেনেডটি । ওই মার্কেটে নানা চিনা সামগ্রী বিক্রয় হয় । তাই মাটিতে পড়ে থাকা ওই হ্যান্ডগ্রেনেডকে লাইটার ভেবে কেউ কেউ হাতেও নেন । পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ও CID এসে জানায়, এটি বিস্ফোরক । গতকালই হ্যান্ডগ্রেনেডটি নৌকাঘাটের কাছে মহানন্দার তীরে নিষ্ক্রিয় করা হয় ।

CID-র এক কর্তা জানান, এটি হ্যান্ডগ্রেনেড । পিন খুলে দিলেই তা ফেটে যেতে পারত । সম্ভবত গ্রেনেডটি চাইনিজ় বলেই মনে করছেন CID-র কর্তারা । কী ভাবে ওই হ্যান্ডগ্রেনেড এলাকায় এল? কারা সেটি এনেছিল? কেন সেটি ওখানে পড়েছিল? আপাতত উত্তর নেই কারও কাছেই ।

আজ BJP জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "খাগড়াগড়কাণ্ডের কথা আমরা সকলেই জানি । এটি নিছক বোমা নয় । হ্যান্ডগ্রেনেড । ফলে আমরা পুলিশের তদন্তে আস্থা রাখছি না । অবিলম্বে NIA তদন্ত চাইছি । ওই হ্যান্ডগ্রেনেডের ছবি এবং ভিডিয়োসহ বিস্তারিত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠাচ্ছি ।"

শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : শিলিগুড়ির বিধানমার্কেট থেকে চাইনিজ় হ্যান্ডগ্রেনেডের উদ্ধার নিয়ে NIA তদন্ত চাইছে রাজ্য BJP । এই নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল তারা । BJP-র আশঙ্কা, চিন-নেপাল হয়ে শিলিগুড়িতে হাতবদল হচ্ছে মারণাস্ত্রের । রাজ্য পুলিশে আস্থা না রেখে তাই অবিলম্বে NIA তদন্তের দাবি তুলেছেন BJP নেতারা ।

শনিবার রাতে শিলিগুড়ির বিধানমার্কেটে একটি বন্ধ দোকানের সামনে পড়েছিল হ্যান্ডগ্রেনেডটি । ওই মার্কেটে নানা চিনা সামগ্রী বিক্রয় হয় । তাই মাটিতে পড়ে থাকা ওই হ্যান্ডগ্রেনেডকে লাইটার ভেবে কেউ কেউ হাতেও নেন । পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ও CID এসে জানায়, এটি বিস্ফোরক । গতকালই হ্যান্ডগ্রেনেডটি নৌকাঘাটের কাছে মহানন্দার তীরে নিষ্ক্রিয় করা হয় ।

CID-র এক কর্তা জানান, এটি হ্যান্ডগ্রেনেড । পিন খুলে দিলেই তা ফেটে যেতে পারত । সম্ভবত গ্রেনেডটি চাইনিজ় বলেই মনে করছেন CID-র কর্তারা । কী ভাবে ওই হ্যান্ডগ্রেনেড এলাকায় এল? কারা সেটি এনেছিল? কেন সেটি ওখানে পড়েছিল? আপাতত উত্তর নেই কারও কাছেই ।

আজ BJP জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "খাগড়াগড়কাণ্ডের কথা আমরা সকলেই জানি । এটি নিছক বোমা নয় । হ্যান্ডগ্রেনেড । ফলে আমরা পুলিশের তদন্তে আস্থা রাখছি না । অবিলম্বে NIA তদন্ত চাইছি । ওই হ্যান্ডগ্রেনেডের ছবি এবং ভিডিয়োসহ বিস্তারিত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠাচ্ছি ।"

Intro:শিলিগুড়িতে হংকং মার্কেটে চাইনিজ হ্যান্ড গ্রেনেড উদ্ধারের পর এ নিয়ে NIA তদন্তের দাবিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছে বিজেপি। তাদের আশঙ্কা চীন নেপাল হয়ে শিলিগুড়িতে হাতবদল হচ্ছে মারণাস্ত্রের। রাজ্য পুলিশে আস্থা না রেখে তাই অবিলম্বে NIA তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতারা।


Body:গত শনিবার রাতে শিলিগুড়ির হংকং মার্কেটে একটি বন্ধ দোকানের সামনে পড়েছিল ওই হ্যান্ড গ্রেনেডটি। ওই মার্কেটে নানা চীনা সামগ্রী বিক্রয় হয়। তাই মাটিতে পড়ে থাকা ওই হ্যান্ড গ্রেনেডকে লাইটার ভেবে কেউ কেউ হাতেও নেন। পরে পুলিশকে খবর দেন সকলে। পুলিশ ও সিআইডি এসে জানান এটি বিস্ফোরক। গতকালই ওই হ্যান্ডগ্রেনেডটি নৌকাঘাটের কাছে মহানন্দার করে ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
সিআইডির এক কর্তা জানান এটি হ্যান্ডগ্রেনেড। পিন খুলে দিলেই তা ফেটে যেতে পারত। সম্ববত গ্রেনেডটি চাইনিজ বলেই মনে হচ্ছে।
কিভাবে ওই হ্যান্ড গ্রেনেড এলাকায় এল? কারা সেটি এনেছিল? কেন সেটি ওখানে পড়েছিল? আপাতত উত্তর নেই কারো কাছেই। তবে ভিড়ে ঠাসা মার্কেটে সেটি ফাটলে ক্ষয়ক্ষতি হতো বলে একবাক্যে মানছেন সকলে।

আজ বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন খাগড়াগড় কাণ্ডের কথা আমরা জানি। এটি নিছক বোমা নয়। হ্যান্ডগ্রেনেড। ফলে আমরা পুলিশের তদন্তে আস্থা রাখছি না। অবিলম্বে NIA তদন্ত চাইছি। ওই হ্যান্ডগ্রেনেদের ছবি এবং ভিডিওসহ বিস্তারিত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠাচ্ছি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.