শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : শিলিগুড়ির বিধানমার্কেট থেকে চাইনিজ় হ্যান্ডগ্রেনেডের উদ্ধার নিয়ে NIA তদন্ত চাইছে রাজ্য BJP । এই নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল তারা । BJP-র আশঙ্কা, চিন-নেপাল হয়ে শিলিগুড়িতে হাতবদল হচ্ছে মারণাস্ত্রের । রাজ্য পুলিশে আস্থা না রেখে তাই অবিলম্বে NIA তদন্তের দাবি তুলেছেন BJP নেতারা ।
শনিবার রাতে শিলিগুড়ির বিধানমার্কেটে একটি বন্ধ দোকানের সামনে পড়েছিল হ্যান্ডগ্রেনেডটি । ওই মার্কেটে নানা চিনা সামগ্রী বিক্রয় হয় । তাই মাটিতে পড়ে থাকা ওই হ্যান্ডগ্রেনেডকে লাইটার ভেবে কেউ কেউ হাতেও নেন । পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ও CID এসে জানায়, এটি বিস্ফোরক । গতকালই হ্যান্ডগ্রেনেডটি নৌকাঘাটের কাছে মহানন্দার তীরে নিষ্ক্রিয় করা হয় ।
CID-র এক কর্তা জানান, এটি হ্যান্ডগ্রেনেড । পিন খুলে দিলেই তা ফেটে যেতে পারত । সম্ভবত গ্রেনেডটি চাইনিজ় বলেই মনে করছেন CID-র কর্তারা । কী ভাবে ওই হ্যান্ডগ্রেনেড এলাকায় এল? কারা সেটি এনেছিল? কেন সেটি ওখানে পড়েছিল? আপাতত উত্তর নেই কারও কাছেই ।
আজ BJP জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "খাগড়াগড়কাণ্ডের কথা আমরা সকলেই জানি । এটি নিছক বোমা নয় । হ্যান্ডগ্রেনেড । ফলে আমরা পুলিশের তদন্তে আস্থা রাখছি না । অবিলম্বে NIA তদন্ত চাইছি । ওই হ্যান্ডগ্রেনেডের ছবি এবং ভিডিয়োসহ বিস্তারিত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠাচ্ছি ।"