ETV Bharat / state

করোনা সংক্রমণ রুখতে সার্কিট বেঞ্চের নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ - সার্কিট বেঞ্চের নির্দেশে করোনা সংক্রমন এড়াতে অবৈধ নির্মাণ ভাঙল জেলা প্রশাসন

গতকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি করোনা সংক্রমণ ঠেকাতে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন ৷ তাতে গতকাল রায়ের পর আজ প্রশাসনের তরফে অবৈধ নির্মাণ ভেঙে দুপুরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি ৷

অবৈধ নির্মাণ ভাঙল জেলা প্রশাসন
অবৈধ নির্মাণ ভাঙল জেলা প্রশাসন
author img

By

Published : Apr 28, 2021, 2:33 PM IST

জলপাইগুড়ি , 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে তিস্তা নদীর চর সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ সেই মর্মে আজ সকাল থেকেই সেইসব অবৈধ নির্মাণ ভেঙে ফেললেন জলপাইগুড়ি জেলা প্রশাসনিক কর্তারা ৷

জেলাশাসকের দফতর সংলগ্ন জুবলি পার্কে বিচারপতির আবাসন ৷ তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন সন্ধ্যায় জুবলিপার্ক সংলগ্ন তিস্তার বাঁধে ও তিস্তার রিভার বেডে অবৈধ ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় ৷ বিচারকদের আবাসনের চারপাশে প্রচুর মানুষজন বসেন । ফলে করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায় বহুলাংশে ৷ তাই 24 ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷

করোনা সংক্রমণ রুখতে সার্কিট বেঞ্চের নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ

আজ সকালে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল ও ডিএসপি সমীর কুমার পালের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলেন ৷ আজ দুপুর দুটোর মধ্যে সার্কিট বেঞ্চে জেলাশাসক বিচারপতিকে রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : সংক্রমণ এড়াতে তিস্তার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল সার্কিট বেঞ্চ

প্রসঙ্গত, সার্কিট বেঞ্চের বিচারক রাজর্ষি ভরদ্বাজ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন । তাতে গতকাল রায়ের পর আজ প্রশাসনের তরফে অবৈধ নির্মাণ ভেঙে দুপুরের মধ্যে রিপোর্ট দেবেন প্রশাসনিক আধিকারিকরা ৷

জলপাইগুড়ি , 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে তিস্তা নদীর চর সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ সেই মর্মে আজ সকাল থেকেই সেইসব অবৈধ নির্মাণ ভেঙে ফেললেন জলপাইগুড়ি জেলা প্রশাসনিক কর্তারা ৷

জেলাশাসকের দফতর সংলগ্ন জুবলি পার্কে বিচারপতির আবাসন ৷ তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন সন্ধ্যায় জুবলিপার্ক সংলগ্ন তিস্তার বাঁধে ও তিস্তার রিভার বেডে অবৈধ ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় ৷ বিচারকদের আবাসনের চারপাশে প্রচুর মানুষজন বসেন । ফলে করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায় বহুলাংশে ৷ তাই 24 ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷

করোনা সংক্রমণ রুখতে সার্কিট বেঞ্চের নির্দেশে ভাঙা হল অবৈধ নির্মাণ

আজ সকালে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল ও ডিএসপি সমীর কুমার পালের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলেন ৷ আজ দুপুর দুটোর মধ্যে সার্কিট বেঞ্চে জেলাশাসক বিচারপতিকে রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : সংক্রমণ এড়াতে তিস্তার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল সার্কিট বেঞ্চ

প্রসঙ্গত, সার্কিট বেঞ্চের বিচারক রাজর্ষি ভরদ্বাজ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন । তাতে গতকাল রায়ের পর আজ প্রশাসনের তরফে অবৈধ নির্মাণ ভেঙে দুপুরের মধ্যে রিপোর্ট দেবেন প্রশাসনিক আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.