ETV Bharat / state

Jalpaiguri : খাদ্যের পাহারায় স্বয়ং খাদক, উদ্ধারে গিয়ে অবাক পরিবেশপ্রেমী সংগঠন - dog

বালিহাঁসের বাচ্চাদের পাহারা দিচ্ছে একটি সারমেয় ৷ কাছে গেলেই শুরু করছে ঘেউ ঘেউ চিৎকার ৷ উদ্ধার করতে গিয়ে বেগ পেলেন পরিবেশপ্রেমী সংগঠন ৷

বালিহাঁসের বাচ্চাদের আগলে সারমেয়
বালিহাঁসের বাচ্চাদের আগলে সারমেয়
author img

By

Published : Aug 22, 2021, 12:04 PM IST

জলপাইগুড়ি, 22 অগস্ট : এ যেন উলটপুরাণ ! খাদ্যকে আগলে পাহারা দিচ্ছে স্বয়ং খাদক ৷ কাছে গেলেই শুরু করছে চিৎকার ৷ না, এটা খাবার কেড়ে নেওয়ার চিৎকার নয় ৷ বরং খাদ্যের যাতে কোনও ক্ষতি না হয় তাই একটি সারমেয় তাদের কাছে ঘেঁষতে দিচ্ছে না কাউকে ৷

এখানে খাদ্য হল কয়েকটি বালিহাঁসের বাচ্চা ৷ যাদের পাহারা দিচ্ছে একটি সারমেয় ৷ খাদ্য-খাদক সম্পর্কের অন্য ছবি ধরা পড়ল জলপাইগুড়ির হাসপাতাল পাড়ায় ৷ শনিবার এখানকার বাসিন্দা সুদেব দত্তের বাড়িতে কিছু বালিহাঁসের বাচ্চা ঢুকে পড়ে ৷ দেখামাত্রই সুদেববাবু বাচ্চাগুলোকে নিয়ে এসে একটি জলভর্তি গামলায় রেখে খবর দেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের ।

বাচ্চাগুলোকে উদ্ধার করতে এসেই বিপত্তি বাঁধে ৷ সুদেববাবুর পোষা সারমেয় তা দিতে নারাজ ৷ গামলার চারপাশে ঘুরপাক খায় আর বাচ্চাদের দিকে কেউ এগোলেই শুরু করে চিৎকার ৷ শেষে বাড়ির অন্যান্য সদস্যরা অনেক চেষ্টায় বালিহাঁসের বাচ্চাগুলোকে পরিবেশপ্রেমী সংগঠনের হাতে তুলে দেন ৷

বালিহাঁসের বাচ্চাদের আগলে সারমেয়

পাখি বা বন্যপ্রাণী উদ্ধারে গিয়ে অনেক সময় বিভিন্ন বাধার মুখে পড়তে হয় সংগঠনের সদস্যদের ৷ কিন্তু এই ঘটনা তার মধ্য়ে বিরল ৷ ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় জানান, বালিহাঁসের বাচ্চাদের প্রতি একটা পশুর যে এত আন্তরিকতা থাকে, সেটা আজ প্রত্যক্ষ করলাম । কোনওভাবেই বাচ্চাগুলোকে ধরতেই দিচ্ছিল না কুকুরটি । বাড়ির সদস্যরা কুকুরটিকে অনেক বুঝিয়ে তারপর বাচ্চাগুলোকে আমাদের হাতে তুলে দেয় ৷ এরপর আমরা বাচ্চাগুলোকে যথাস্থানে ছেড়ে দিই ৷

আরও পড়ুন : কী সুখবর দিল শোভা ও নোয়েল ...

জলপাইগুড়ি, 22 অগস্ট : এ যেন উলটপুরাণ ! খাদ্যকে আগলে পাহারা দিচ্ছে স্বয়ং খাদক ৷ কাছে গেলেই শুরু করছে চিৎকার ৷ না, এটা খাবার কেড়ে নেওয়ার চিৎকার নয় ৷ বরং খাদ্যের যাতে কোনও ক্ষতি না হয় তাই একটি সারমেয় তাদের কাছে ঘেঁষতে দিচ্ছে না কাউকে ৷

এখানে খাদ্য হল কয়েকটি বালিহাঁসের বাচ্চা ৷ যাদের পাহারা দিচ্ছে একটি সারমেয় ৷ খাদ্য-খাদক সম্পর্কের অন্য ছবি ধরা পড়ল জলপাইগুড়ির হাসপাতাল পাড়ায় ৷ শনিবার এখানকার বাসিন্দা সুদেব দত্তের বাড়িতে কিছু বালিহাঁসের বাচ্চা ঢুকে পড়ে ৷ দেখামাত্রই সুদেববাবু বাচ্চাগুলোকে নিয়ে এসে একটি জলভর্তি গামলায় রেখে খবর দেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের ।

বাচ্চাগুলোকে উদ্ধার করতে এসেই বিপত্তি বাঁধে ৷ সুদেববাবুর পোষা সারমেয় তা দিতে নারাজ ৷ গামলার চারপাশে ঘুরপাক খায় আর বাচ্চাদের দিকে কেউ এগোলেই শুরু করে চিৎকার ৷ শেষে বাড়ির অন্যান্য সদস্যরা অনেক চেষ্টায় বালিহাঁসের বাচ্চাগুলোকে পরিবেশপ্রেমী সংগঠনের হাতে তুলে দেন ৷

বালিহাঁসের বাচ্চাদের আগলে সারমেয়

পাখি বা বন্যপ্রাণী উদ্ধারে গিয়ে অনেক সময় বিভিন্ন বাধার মুখে পড়তে হয় সংগঠনের সদস্যদের ৷ কিন্তু এই ঘটনা তার মধ্য়ে বিরল ৷ ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় জানান, বালিহাঁসের বাচ্চাদের প্রতি একটা পশুর যে এত আন্তরিকতা থাকে, সেটা আজ প্রত্যক্ষ করলাম । কোনওভাবেই বাচ্চাগুলোকে ধরতেই দিচ্ছিল না কুকুরটি । বাড়ির সদস্যরা কুকুরটিকে অনেক বুঝিয়ে তারপর বাচ্চাগুলোকে আমাদের হাতে তুলে দেয় ৷ এরপর আমরা বাচ্চাগুলোকে যথাস্থানে ছেড়ে দিই ৷

আরও পড়ুন : কী সুখবর দিল শোভা ও নোয়েল ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.