ETV Bharat / state

Fever : উত্তরবঙ্গে চিকিৎসাধীন 760 শিশু, মোট মৃত 6 - North Bengal

মালদার পরিস্থিতি উদ্বেগজনক ৷ বুধবার এমনই জানিয়েছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্তকুমার রায় ।

760 children admitted in several hospital in north bengal
উত্তরবঙ্গে চিকিৎসাধীন 760 জন শিশু, মৃত 7 জন
author img

By

Published : Sep 15, 2021, 10:17 PM IST

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 760 জন শিশু । উত্তরবঙ্গে গত 24 ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে ৷ বুধবার এমনই জানিয়েছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্তকুমার রায় । এর মধ্যে মালদার পরিস্থিতি উদ্বেগজনক বলে তিনি জানিয়েছেন ৷ মালদায় 196 জন চিকিৎসাধীন । তার মধ্যে 65 জনকে নতুন করে ভর্তি করা হয়েছে ৷ ছুটি হয়েছে 16 জন । দু’জন মারা গিয়েছে । 15 জন শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

আরও পড়ুন : Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

এদিন সুশান্ত রায় বলেন, ‘‘আমরা একটা স্টাডি রিপোর্ট করেছি । দেখা গিয়েছে প্রতিবছর জুলাই, অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশি সংখ্যায় হাসপাতালে ভর্তি হয়েছে ৷ দেখা গিয়েছে যে 2017 সালে 2279 জন, 2018 সালে 2049, 2019 সালে 2083 জন, 2020 সালে 640 জন ও 2021 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত 1195 জন শিশু সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে । 2020 সালে কোভিডের জন্য কম শিশু ভর্তি হয়েছে ।’’

একই সঙ্গে তিনি জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 112 জন শিশু ভর্তি আছে । গত 24 ঘণ্টায় 36 জন নতুন করে ভর্তি হয়েছে ৷ ছুটি হয়েছে 42 জনের । অন্যদিকে কোচবিহারে 113 জন চিকিৎসাধীন রয়েছে । 46 জন নতুন করে ভর্তি হয়েছে । 54 জনের ছুটি হয়েছে । একজনকে অন্যত্র রেফার করা হয়েছে ।

উত্তরবঙ্গে চিকিৎসাধীন 760 শিশু

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

এছাড়া তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, জলপাইগুড়িতে 92 জন চিকিৎসাধীন । 31 জন নতুন করে ভর্তি হয়েছে । ছুটি হয়েছে 26 জনের । 5 জনকে রেফার করা হয়েছে । কালিম্পং জেলায় 5 জন চিকিৎসাধীন ৷ 2 জনের ছুটি হয়েছে । দার্জিলিংয়ে 86 জন চিকিৎসাধীন রয়েছে । 38 জন নতুন করে ভর্তি হয়েছে ৷ ছুটি হয়েছে 19 জনের । রেফার করা হয়েছে দু’জনের ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুরে 64 জন চিকিৎসাধীন, 37 জন ভর্তি হয়েছে, ছুটি হয়েছে 53 জনের । মৃত একজন । দক্ষিণ দিনাজপুরে চিকিৎসাধীন 92 জন । 32 জন ভর্তি হয়েছে নতুন করে । ছুটি হয়েছে 43 জনের ।

আরও পড়ুন : Fever in Children : ফের শিশুমৃত্যু, জলপাইগুড়িতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 3

সবমিলিয়ে উত্তরবঙ্গে 6 শিশুর মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে জলপাইগুড়িতে 3, মালদায় 2 আর উত্তর দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে ৷

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 760 জন শিশু । উত্তরবঙ্গে গত 24 ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে ৷ বুধবার এমনই জানিয়েছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্তকুমার রায় । এর মধ্যে মালদার পরিস্থিতি উদ্বেগজনক বলে তিনি জানিয়েছেন ৷ মালদায় 196 জন চিকিৎসাধীন । তার মধ্যে 65 জনকে নতুন করে ভর্তি করা হয়েছে ৷ ছুটি হয়েছে 16 জন । দু’জন মারা গিয়েছে । 15 জন শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

আরও পড়ুন : Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

এদিন সুশান্ত রায় বলেন, ‘‘আমরা একটা স্টাডি রিপোর্ট করেছি । দেখা গিয়েছে প্রতিবছর জুলাই, অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশি সংখ্যায় হাসপাতালে ভর্তি হয়েছে ৷ দেখা গিয়েছে যে 2017 সালে 2279 জন, 2018 সালে 2049, 2019 সালে 2083 জন, 2020 সালে 640 জন ও 2021 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত 1195 জন শিশু সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে । 2020 সালে কোভিডের জন্য কম শিশু ভর্তি হয়েছে ।’’

একই সঙ্গে তিনি জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 112 জন শিশু ভর্তি আছে । গত 24 ঘণ্টায় 36 জন নতুন করে ভর্তি হয়েছে ৷ ছুটি হয়েছে 42 জনের । অন্যদিকে কোচবিহারে 113 জন চিকিৎসাধীন রয়েছে । 46 জন নতুন করে ভর্তি হয়েছে । 54 জনের ছুটি হয়েছে । একজনকে অন্যত্র রেফার করা হয়েছে ।

উত্তরবঙ্গে চিকিৎসাধীন 760 শিশু

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

এছাড়া তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, জলপাইগুড়িতে 92 জন চিকিৎসাধীন । 31 জন নতুন করে ভর্তি হয়েছে । ছুটি হয়েছে 26 জনের । 5 জনকে রেফার করা হয়েছে । কালিম্পং জেলায় 5 জন চিকিৎসাধীন ৷ 2 জনের ছুটি হয়েছে । দার্জিলিংয়ে 86 জন চিকিৎসাধীন রয়েছে । 38 জন নতুন করে ভর্তি হয়েছে ৷ ছুটি হয়েছে 19 জনের । রেফার করা হয়েছে দু’জনের ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুরে 64 জন চিকিৎসাধীন, 37 জন ভর্তি হয়েছে, ছুটি হয়েছে 53 জনের । মৃত একজন । দক্ষিণ দিনাজপুরে চিকিৎসাধীন 92 জন । 32 জন ভর্তি হয়েছে নতুন করে । ছুটি হয়েছে 43 জনের ।

আরও পড়ুন : Fever in Children : ফের শিশুমৃত্যু, জলপাইগুড়িতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 3

সবমিলিয়ে উত্তরবঙ্গে 6 শিশুর মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে জলপাইগুড়িতে 3, মালদায় 2 আর উত্তর দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.