ETV Bharat / state

Bangladeshi Infiltration Arrested: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ, গ্রেফতার 5 বাংলাদেশি

এদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ(Bangladeshi Infiltration Arrested) ৷ শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের গ্রেফতার করে ৷

Etv Bharat
গ্রেফতার 5 বাংলাদেশি
author img

By

Published : Dec 2, 2022, 4:34 PM IST

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শুক্রবার 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (BSF - Border Security Force)। জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে গ্রেফতার হয় 5 বাংলাদেশি (5 Bangladeshis Arrested for Infiltration in Jalpaiguri)৷ এদিন ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

এই ঘটনায় বিএসএফের রাধাবাড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার গর্তশ্বরী এলাকা থেকে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয় ।

ধৃত 5 জনের নাম রুবেল খান, সাদেক আলি, সাদ্দাম হুসেন, নইম আলি, মহম্মদ মোক্তার । সকলেরই বয়স 20 থেকে 22 বছরের মধ্যে ৷ ধৃতরা সীমান্তের খোলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল । সকলেই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের বাসিন্দা । তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি মুদ্রায় 3300 টাকা ও ভারতের 1100 টাকা-সহ 6টি মোবাইল ৷

আরও পড়ুন : কাজের খোঁজে অনুপ্রবেশ, গাইঘাটায় গ্রেফতার মায়ানমারের পাঁচ নাগরিক-সহ ছয়

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শুক্রবার 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (BSF - Border Security Force)। জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে গ্রেফতার হয় 5 বাংলাদেশি (5 Bangladeshis Arrested for Infiltration in Jalpaiguri)৷ এদিন ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

এই ঘটনায় বিএসএফের রাধাবাড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার গর্তশ্বরী এলাকা থেকে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয় ।

ধৃত 5 জনের নাম রুবেল খান, সাদেক আলি, সাদ্দাম হুসেন, নইম আলি, মহম্মদ মোক্তার । সকলেরই বয়স 20 থেকে 22 বছরের মধ্যে ৷ ধৃতরা সীমান্তের খোলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল । সকলেই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের বাসিন্দা । তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি মুদ্রায় 3300 টাকা ও ভারতের 1100 টাকা-সহ 6টি মোবাইল ৷

আরও পড়ুন : কাজের খোঁজে অনুপ্রবেশ, গাইঘাটায় গ্রেফতার মায়ানমারের পাঁচ নাগরিক-সহ ছয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.