ETV Bharat / state

Durga Puja 2022: ভিনজেলায় পাড়ি দিচ্ছে জলপাইগুড়ির মিনি দুর্গা, দেড় ফুট বাই দু'ফুটে সপরিবারে বিরাজমান উমা

বাড়িতে পুজোর পর মা উমাকে (Durga Puja) বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর তাতেই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছিল দেবাশিস ঝা-এর । তারপর থেকেই মজেছেন দুর্গা তৈরির কাজে। তিনি মাকে গড়ছেন যেভাবে তা ঠিক এমনটা ৷ এক চালায় দেবীর সপরিবার তাও আবার দেড় ফুট বাই দুই ফুটের মধ্যেই (Durga Idol)।

Durga Puja 2022
12 ইঞ্চির মিনি দুর্গা
author img

By

Published : Sep 24, 2022, 7:52 PM IST

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: বড় দুর্গা, থিমের দুর্গা অনেক দেখেছেন (Durga Puja 2022) ৷ কিন্তু 12 ইঞ্চির দুর্গা খুব কমই দেখেছেন। জলপাইগুড়ি এই এক চালার দুর্গা প্রতিমা 'মিনি দুর্গা' নামেই পরিচিত। এই মিনি দুর্গা এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী গ্রামের দেবাাশিষ ঝা পেশায় পুরোহিত হলেও তাঁর নেশা ছোট দুর্গা তৈরি করার (12 Inches Durga Idol)।

তিনি দীর্ঘদিন ধরেই এই মিনি দুর্গা বানিয়ে আসছেন। কিন্তু দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়লেও মিনি দুর্গার দাম না-বাড়ায় ক্রমশই দুর্গা বানানোর ইচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে তাঁর। একটা সময় ভিন রাজ্যেও দেবাশিসবাবুর তৈরি মিনি দুর্গা পূজিত হয়েছে। আসাম, রাজস্থান, দিল্লি, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে দেবাশিসবাবুর মিনি দুর্গাপুজোর জন্য গিয়েছে। কিন্তু বর্তমানে দাম না-পাওয়ার জন্য মিনি দুর্গা তৈরি করার ক্ষেত্রে অনীহা জন্মাচ্ছে তাঁর।

Durga Puja 2022
12 ইঞ্চির মিনি দুর্গা

বড় দুর্গা যেমন তৈরি হয় তেমনই খড়, মাটি দিয়ে এই দুর্গাও তৈরি করেন তিনি। দেবাশিস ঝা জানান, দিনকে দিন জিনিসের দাম বাড়ছে কিন্তু প্রতিমার দাম পাচ্ছি না। এই মিনি দুর্গা তৈরিতে অনেক পরিশ্রম। অলংকার বাইরে থেকে কিনতে পাওয়া যায় না তাই নিজে হাতেই দুর্গা-সহ লক্ষ্মী, সরস্বতী সবারই অলংকার বানাতে হয়। শিল্পীর স্ত্রী, বেবী ঝা তাঁকে অলংকার বানাতে সহযোগিতা করেন। এই প্রতিমার এখন অনেক চাহিদা।

দেবীর স্বপরিবার বিরাজমান দেড় ফুট বাই দুই ফুটের মধ্যেই

আরও পড়ুন: ছত্তিশগড়ের এক মহিলার তৈরি মডেলের নমুনায় সাজছে বড়িশার সবুজ সাথী ক্লাবের মণ্ডপ

দেবাশিসবাবু বলেন, "আমাদের বাড়িতে দুর্গাপুজো হত। বিসর্জনের পর মনটা খারাপ হয়ে যেত। তখন থেকেই ভাবি এমন একটা প্রতিমা বানাব যা পুজোর পরেও বাড়িতে রেখে দেওয়া যায়। তাই ছোট দুর্গা তৈরির কাজ শুরু করি। এবারেও 6টি প্রতিমা বানিয়েছি। এই দুর্গা ফ্রেমবন্দিও বিক্রি হয় আবার ফ্রেম ছাড়াও বিক্রি হয়। কোনওটি এক ফুট তো কোনওটি আবার দুই ফুটের দুর্গা। এই প্রতিমা পুজোর পরও বাড়িতে অনেকেই রেখে দেন।"

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: বড় দুর্গা, থিমের দুর্গা অনেক দেখেছেন (Durga Puja 2022) ৷ কিন্তু 12 ইঞ্চির দুর্গা খুব কমই দেখেছেন। জলপাইগুড়ি এই এক চালার দুর্গা প্রতিমা 'মিনি দুর্গা' নামেই পরিচিত। এই মিনি দুর্গা এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী গ্রামের দেবাাশিষ ঝা পেশায় পুরোহিত হলেও তাঁর নেশা ছোট দুর্গা তৈরি করার (12 Inches Durga Idol)।

তিনি দীর্ঘদিন ধরেই এই মিনি দুর্গা বানিয়ে আসছেন। কিন্তু দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়লেও মিনি দুর্গার দাম না-বাড়ায় ক্রমশই দুর্গা বানানোর ইচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে তাঁর। একটা সময় ভিন রাজ্যেও দেবাশিসবাবুর তৈরি মিনি দুর্গা পূজিত হয়েছে। আসাম, রাজস্থান, দিল্লি, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে দেবাশিসবাবুর মিনি দুর্গাপুজোর জন্য গিয়েছে। কিন্তু বর্তমানে দাম না-পাওয়ার জন্য মিনি দুর্গা তৈরি করার ক্ষেত্রে অনীহা জন্মাচ্ছে তাঁর।

Durga Puja 2022
12 ইঞ্চির মিনি দুর্গা

বড় দুর্গা যেমন তৈরি হয় তেমনই খড়, মাটি দিয়ে এই দুর্গাও তৈরি করেন তিনি। দেবাশিস ঝা জানান, দিনকে দিন জিনিসের দাম বাড়ছে কিন্তু প্রতিমার দাম পাচ্ছি না। এই মিনি দুর্গা তৈরিতে অনেক পরিশ্রম। অলংকার বাইরে থেকে কিনতে পাওয়া যায় না তাই নিজে হাতেই দুর্গা-সহ লক্ষ্মী, সরস্বতী সবারই অলংকার বানাতে হয়। শিল্পীর স্ত্রী, বেবী ঝা তাঁকে অলংকার বানাতে সহযোগিতা করেন। এই প্রতিমার এখন অনেক চাহিদা।

দেবীর স্বপরিবার বিরাজমান দেড় ফুট বাই দুই ফুটের মধ্যেই

আরও পড়ুন: ছত্তিশগড়ের এক মহিলার তৈরি মডেলের নমুনায় সাজছে বড়িশার সবুজ সাথী ক্লাবের মণ্ডপ

দেবাশিসবাবু বলেন, "আমাদের বাড়িতে দুর্গাপুজো হত। বিসর্জনের পর মনটা খারাপ হয়ে যেত। তখন থেকেই ভাবি এমন একটা প্রতিমা বানাব যা পুজোর পরেও বাড়িতে রেখে দেওয়া যায়। তাই ছোট দুর্গা তৈরির কাজ শুরু করি। এবারেও 6টি প্রতিমা বানিয়েছি। এই দুর্গা ফ্রেমবন্দিও বিক্রি হয় আবার ফ্রেম ছাড়াও বিক্রি হয়। কোনওটি এক ফুট তো কোনওটি আবার দুই ফুটের দুর্গা। এই প্রতিমা পুজোর পরও বাড়িতে অনেকেই রেখে দেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.