শিবপুর, 7 মার্চ : শিবপুরের ভূমিপুত্র বিভাস হাজরাকে ভোটের টিকিট না দিয়ে মনোজ তিওয়ারিকে বেছে নেওয়া হয়েছে । তার প্রতিবাদে শনিবার সকালে একদফা বিক্ষোভের পরে আবার বিকেলে শানপুর মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ।
কালীঘাটের বাড়ি থেকে শুক্রবার প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম ঘোষণা করেন । মনোজ তিওয়ারির নাম ঘোষিত হতে দেওয়াল লিখনের কাজ । সেলিব্রিটি প্রার্থীকে ঘিরে ওই কেন্দ্রের স্থানীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । কিন্তু প্রার্থী ঘোষণার 24 ঘণ্টা কাটতে না কাটতে ওই কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশ । তাঁদের দাবি, অবিলম্বে মনোজ তিওয়ারিকে সরিয়ে বিভাস হাজরাকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে ।
আরও পড়ুন : মনোজ তিওয়ারি নয় বিভাস হাজরাকে চাই, বিক্ষোভ শিবপুরে
যদিও এই বিষয়ে শাসকদলের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাইছেন না । সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক জটু লাহিড়ীকে টিকিট দেয়নি দল । এই ঘটনায় নিজের ক্ষোভ ব্যক্ত করে বিজেপিতে যোগদান করেছেন বর্ষীয়ান নেতা । পাশাপাশি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের প্রার্থী পদের দাবিদার হিসেবে বিভাস হাজরার নাম উঠে এসেছে । তাই দু'পক্ষের ক্ষোভকে সামাল দিতে তৃণমূল সুপ্রিমো মনোজ তিওয়ারিকে প্রার্থী করার কথা ঘোষণা করেন বলে তৃণমূল সূত্রের খবর । কিন্তু প্রার্থী ঘোষণার পর সাধারণ কর্মীদের মধ্যে যেভাবে বিক্ষোভ দানা বেঁধেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত শাসকদল ।