ETV Bharat / state

Howrah Water Logging : বৈশাখেও জমা জলের সমস্যা হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতে, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ - হাওড়া জল যন্ত্রণা

বছরের 8-10 মাস এভাবেই জমা জলে বাস করতে তাঁরা বাধ্য হচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর (Water Logging Problem in Howrah Village)

Water Logging Problem
বৈশাখেও জমা জলের সমস্যা হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়
author img

By

Published : May 14, 2022, 4:10 PM IST

Updated : May 14, 2022, 6:09 PM IST

হাওড়া, 14 মে : রাজ্যে বর্ষা আসতে এখনও বেশকিছু দিন বাকি ৷ তবুও এই বৈশাখেই হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মল্লিকপাড়ার বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছে এক রা 'আল্লাহ মেঘ পানি চাই না, এলাকা শুকনো করে দে ৷' এর কারণ জমা জলের সমস্যা ৷ প্রচণ্ড গরমের মধ্যেও এখনও পর্যন্ত এই এলাকায় গোড়ালি সমান জল জমে রয়েছে (water logging problem in howrah village) ৷ মাঝের কয়েকদিনের বৃষ্টিতে জমা জল আরও বেড়েছে ৷ এলাকাবাসীর অভিযোগ, জমা জলের মধ্যেই তাঁদের বছরের একটা বড় সময় কাটাতে হয় ৷ বৃষ্টির জমা জল কখনও কখনও কোমর সমান আকার নেয় ৷

মল্লিকপাড়ার বাসিন্দারা জানাচ্ছেন, প্রশাসনকে বারবার জানিয়েও তাঁদের সমস্যার কোনও সমাধান হয়নি ৷ ফলে এই জমা জলে তাঁদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ৷ স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিত ভাবে বহুতল তৈরির জন্যই এই জমা জলের সমস্যা দিন দিন আরও বাড়ছে । অথচ স্থানীয় পঞ্চায়েত বাসিন্দাদের এই সমস্যার সমাধান না করে উল্টে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকেই বাড়ির একতলা ছেড়ে, দোতলায় বাস করছেন ৷ বছরের 8-10 মাস এভাবেই জমা জলে বাস করতে বাধ্য হচ্ছেন এই এলাকাবাসী ৷

বর্ষার আগেই জমা জলের সমস্যা পোহাতে হচ্ছে হাওড়ার পাঁচপাড়ার বাসিন্দাদের

আরও পড়ুন : সুন্দরবনে অজগর আতঙ্ক, ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল সাপ

অভিযোগ, জমা জলের কারণে পড়ুয়াদের একদিকে যেমন স্কুল, কলেজ, টিউশনে যেতে সমস্যা হচ্ছে ৷ তেমনই বাইরের কোনও লোক এই এলাকায় এলে তাঁদেরও সমস্যা হচ্ছে ৷ জমা জল ডিঙিয়ে এভাবে যাতায়াত আর কতদিন তা নিয়ে প্রশ্ন তুলছেন মল্লিকপাড়ার বাসিন্দারা ৷ এছাড়াও জমা জলে নানা রোগ, পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ছে ৷ বাসিন্দারা চান দ্রুত এই জল যন্ত্রণা থেকে তাঁদের মুক্তির ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন ৷ এপ্রসঙ্গে পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মিনু মমতাজ জানিয়েছেন, তিনি বিষয়টি জানতেন না ৷ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ৷

হাওড়া, 14 মে : রাজ্যে বর্ষা আসতে এখনও বেশকিছু দিন বাকি ৷ তবুও এই বৈশাখেই হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মল্লিকপাড়ার বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছে এক রা 'আল্লাহ মেঘ পানি চাই না, এলাকা শুকনো করে দে ৷' এর কারণ জমা জলের সমস্যা ৷ প্রচণ্ড গরমের মধ্যেও এখনও পর্যন্ত এই এলাকায় গোড়ালি সমান জল জমে রয়েছে (water logging problem in howrah village) ৷ মাঝের কয়েকদিনের বৃষ্টিতে জমা জল আরও বেড়েছে ৷ এলাকাবাসীর অভিযোগ, জমা জলের মধ্যেই তাঁদের বছরের একটা বড় সময় কাটাতে হয় ৷ বৃষ্টির জমা জল কখনও কখনও কোমর সমান আকার নেয় ৷

মল্লিকপাড়ার বাসিন্দারা জানাচ্ছেন, প্রশাসনকে বারবার জানিয়েও তাঁদের সমস্যার কোনও সমাধান হয়নি ৷ ফলে এই জমা জলে তাঁদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ৷ স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিত ভাবে বহুতল তৈরির জন্যই এই জমা জলের সমস্যা দিন দিন আরও বাড়ছে । অথচ স্থানীয় পঞ্চায়েত বাসিন্দাদের এই সমস্যার সমাধান না করে উল্টে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকেই বাড়ির একতলা ছেড়ে, দোতলায় বাস করছেন ৷ বছরের 8-10 মাস এভাবেই জমা জলে বাস করতে বাধ্য হচ্ছেন এই এলাকাবাসী ৷

বর্ষার আগেই জমা জলের সমস্যা পোহাতে হচ্ছে হাওড়ার পাঁচপাড়ার বাসিন্দাদের

আরও পড়ুন : সুন্দরবনে অজগর আতঙ্ক, ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল সাপ

অভিযোগ, জমা জলের কারণে পড়ুয়াদের একদিকে যেমন স্কুল, কলেজ, টিউশনে যেতে সমস্যা হচ্ছে ৷ তেমনই বাইরের কোনও লোক এই এলাকায় এলে তাঁদেরও সমস্যা হচ্ছে ৷ জমা জল ডিঙিয়ে এভাবে যাতায়াত আর কতদিন তা নিয়ে প্রশ্ন তুলছেন মল্লিকপাড়ার বাসিন্দারা ৷ এছাড়াও জমা জলে নানা রোগ, পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ছে ৷ বাসিন্দারা চান দ্রুত এই জল যন্ত্রণা থেকে তাঁদের মুক্তির ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন ৷ এপ্রসঙ্গে পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মিনু মমতাজ জানিয়েছেন, তিনি বিষয়টি জানতেন না ৷ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ৷

Last Updated : May 14, 2022, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.