হাওড়া, 14 মে : রাজ্যে বর্ষা আসতে এখনও বেশকিছু দিন বাকি ৷ তবুও এই বৈশাখেই হাওড়ার পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মল্লিকপাড়ার বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছে এক রা 'আল্লাহ মেঘ পানি চাই না, এলাকা শুকনো করে দে ৷' এর কারণ জমা জলের সমস্যা ৷ প্রচণ্ড গরমের মধ্যেও এখনও পর্যন্ত এই এলাকায় গোড়ালি সমান জল জমে রয়েছে (water logging problem in howrah village) ৷ মাঝের কয়েকদিনের বৃষ্টিতে জমা জল আরও বেড়েছে ৷ এলাকাবাসীর অভিযোগ, জমা জলের মধ্যেই তাঁদের বছরের একটা বড় সময় কাটাতে হয় ৷ বৃষ্টির জমা জল কখনও কখনও কোমর সমান আকার নেয় ৷
মল্লিকপাড়ার বাসিন্দারা জানাচ্ছেন, প্রশাসনকে বারবার জানিয়েও তাঁদের সমস্যার কোনও সমাধান হয়নি ৷ ফলে এই জমা জলে তাঁদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ৷ স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিত ভাবে বহুতল তৈরির জন্যই এই জমা জলের সমস্যা দিন দিন আরও বাড়ছে । অথচ স্থানীয় পঞ্চায়েত বাসিন্দাদের এই সমস্যার সমাধান না করে উল্টে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেকেই বাড়ির একতলা ছেড়ে, দোতলায় বাস করছেন ৷ বছরের 8-10 মাস এভাবেই জমা জলে বাস করতে বাধ্য হচ্ছেন এই এলাকাবাসী ৷
আরও পড়ুন : সুন্দরবনে অজগর আতঙ্ক, ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল সাপ
অভিযোগ, জমা জলের কারণে পড়ুয়াদের একদিকে যেমন স্কুল, কলেজ, টিউশনে যেতে সমস্যা হচ্ছে ৷ তেমনই বাইরের কোনও লোক এই এলাকায় এলে তাঁদেরও সমস্যা হচ্ছে ৷ জমা জল ডিঙিয়ে এভাবে যাতায়াত আর কতদিন তা নিয়ে প্রশ্ন তুলছেন মল্লিকপাড়ার বাসিন্দারা ৷ এছাড়াও জমা জলে নানা রোগ, পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ছে ৷ বাসিন্দারা চান দ্রুত এই জল যন্ত্রণা থেকে তাঁদের মুক্তির ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন ৷ এপ্রসঙ্গে পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মিনু মমতাজ জানিয়েছেন, তিনি বিষয়টি জানতেন না ৷ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ৷