ETV Bharat / state

আমফানের দাপটে সবজি চাষও কোণঠাসা

author img

By

Published : May 27, 2020, 4:27 PM IST

এইমুহূর্তে ডোমজুড়ের ঝালুয়ারবেড়, রুদ্রপুর এলাকায় গেলে দেখা যাবে বিঘে বিঘে জমি জলের তলায় । এই জমিতেই চাষ হতো ঢেঁড়শ, বরবটি, পটল,উচ্ছে, বেগুন সহ আরও বিভিন্ন রকম কাঁচা আনাজের ।

আমফানের দাপটে কোণঠাসা সবজি চাষও
আমফানের দাপটে কোণঠাসা সবজি চাষও

হাওড়া, 27 মে: বাংলায় একটা প্রবাদ আছে ৷ খুব প্রচলিত ৷ গোদের উপর বিষফোঁড়া । ঠিক সেই রকমই অবস্থা হাওড়ার ডোমজুড়ের ঝালুয়ারবেড় সহ রুদ্রপুর এলাকার চাষিদের । ধান, গম, পান চাষের পর সবজি চাষেও ব্যাপক প্রভাব ফেলেছে সাইক্লোন আমফান ৷ ফলে চরম বিপাকে পড়েছেন চাষিরা ৷

এইমুহূর্তে ডোমজুড়ের ঝালুয়ারবেড়, রুদ্রপুর এলাকায় গেলে দেখা যাবে বিঘে বিঘে জমি জলের তলায় । এই জমিতেই চাষ হত ঢেঁড়শ, বরবটি, পটল,উচ্ছে, বেগুন সহ আরও বিভিন্ন রকম কাঁচা আনাজের । কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল ঝড়-বৃষ্টিতে সবজি চাষের জমি এখন জলে থইথই করছে ৷ এর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা চাষেও । হাওড়া ওইসব অঞ্চলের স্থানীয় চাষিদের চরম দুর্দশার মধ্যে । এইসব অঞ্চলের চাষিরা চাষবাসের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল ৷ তাঁরা জানিয়েছেন, কোরোনার ফলে লকডাউনের করাল গ্রাস তাদেরকে ঘিরে ধরেছিল ৷ তাঁরা বাজারে পৌঁছতে পারছিলেন না ৷ তাই ফসলের ন্যায্য দাম পাচ্ছিলেন না । ঠিক তখনই প্রকৃতির রুদ্ররূপ তাদের ধ্বংস করে দিয়ে গেল । ঘূর্ণিঝড় আমফান বয়ে গেল তাদের জীবনের উপর দিয়ে ৷ বিঘের পর বিঘে জমি তছনছ করে দিয়ে ।

আমফানের দাপটে সবজি চাষও কোণঠাসা

চাষিদের অভিযোগ, সাত দিন হয়ে গেলেও কোনও নেতা-নেত্রী এবং প্রশাসনিক স্তরে কেউ খোঁজ নিতে আসেনি ৷ আগামী দিনে তাঁরা কীভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন, সেটাই চিন্তার । এভাবে চলতে থাকলে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না । তাই রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য করজোড়ে নিবেদন করছেন তাঁরা । তাঁদের আরও বক্তব্য, এই বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে হাজার কোটি টাকা অনুদান দিয়েছে সেই টাকা তাদেরও প্রাপ্য । তাই তাঁরা রাজ্য সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন । কতদিনে রাজ্য সরকার তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশায় দিন গুনছেন প্রবল ক্ষতি মুখে পড়া ওই চাষিরা ।

সমস্যায় পড়েছেন ভাগচাষিরাও । সাধারণত অন্যের জমিতে চাষ করা এই সমস্ত চাষিদের অবস্থা আরও সঙ্গীন । সরকার যদি কোনওভাবে সাহায্যও করে তা পাবেন জমির মালিক । কিন্তু তাঁদের কাছে ক্ষতিপূরণ এসে পৌঁছানোর কোনও সম্ভাবনা দেখছেন না তাঁরা ।

হাওড়া, 27 মে: বাংলায় একটা প্রবাদ আছে ৷ খুব প্রচলিত ৷ গোদের উপর বিষফোঁড়া । ঠিক সেই রকমই অবস্থা হাওড়ার ডোমজুড়ের ঝালুয়ারবেড় সহ রুদ্রপুর এলাকার চাষিদের । ধান, গম, পান চাষের পর সবজি চাষেও ব্যাপক প্রভাব ফেলেছে সাইক্লোন আমফান ৷ ফলে চরম বিপাকে পড়েছেন চাষিরা ৷

এইমুহূর্তে ডোমজুড়ের ঝালুয়ারবেড়, রুদ্রপুর এলাকায় গেলে দেখা যাবে বিঘে বিঘে জমি জলের তলায় । এই জমিতেই চাষ হত ঢেঁড়শ, বরবটি, পটল,উচ্ছে, বেগুন সহ আরও বিভিন্ন রকম কাঁচা আনাজের । কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল ঝড়-বৃষ্টিতে সবজি চাষের জমি এখন জলে থইথই করছে ৷ এর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা চাষেও । হাওড়া ওইসব অঞ্চলের স্থানীয় চাষিদের চরম দুর্দশার মধ্যে । এইসব অঞ্চলের চাষিরা চাষবাসের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল ৷ তাঁরা জানিয়েছেন, কোরোনার ফলে লকডাউনের করাল গ্রাস তাদেরকে ঘিরে ধরেছিল ৷ তাঁরা বাজারে পৌঁছতে পারছিলেন না ৷ তাই ফসলের ন্যায্য দাম পাচ্ছিলেন না । ঠিক তখনই প্রকৃতির রুদ্ররূপ তাদের ধ্বংস করে দিয়ে গেল । ঘূর্ণিঝড় আমফান বয়ে গেল তাদের জীবনের উপর দিয়ে ৷ বিঘের পর বিঘে জমি তছনছ করে দিয়ে ।

আমফানের দাপটে সবজি চাষও কোণঠাসা

চাষিদের অভিযোগ, সাত দিন হয়ে গেলেও কোনও নেতা-নেত্রী এবং প্রশাসনিক স্তরে কেউ খোঁজ নিতে আসেনি ৷ আগামী দিনে তাঁরা কীভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন, সেটাই চিন্তার । এভাবে চলতে থাকলে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না । তাই রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য করজোড়ে নিবেদন করছেন তাঁরা । তাঁদের আরও বক্তব্য, এই বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে হাজার কোটি টাকা অনুদান দিয়েছে সেই টাকা তাদেরও প্রাপ্য । তাই তাঁরা রাজ্য সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন । কতদিনে রাজ্য সরকার তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশায় দিন গুনছেন প্রবল ক্ষতি মুখে পড়া ওই চাষিরা ।

সমস্যায় পড়েছেন ভাগচাষিরাও । সাধারণত অন্যের জমিতে চাষ করা এই সমস্ত চাষিদের অবস্থা আরও সঙ্গীন । সরকার যদি কোনওভাবে সাহায্যও করে তা পাবেন জমির মালিক । কিন্তু তাঁদের কাছে ক্ষতিপূরণ এসে পৌঁছানোর কোনও সম্ভাবনা দেখছেন না তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.