শিবপুর, 29 ফেব্রুয়ারি : বন্ধ ঘরে মিলল যুবকের দেহ । ঘটনাটি শিবপুর কাজিপাড়া মোড়ের একটি বহুতল আবাসনের ৷ মৃত যুবকের নাম শেখ আবদুল জ়াইদ ওরফে রাজের (31) । ওয়াকফ বোর্ডের চাকরি করতেন তিনি ।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে স্থানীয় বাসিন্দারা আবদুলের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন । দরজা ভিতর থেকে বন্ধ ছিল । সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা সেখানে যান । খবর দেওয়া হয় শিবপুর থানায় । ঘটনাস্থানে আসে শিবপুর থানার পুলিশ এবং দমকল কর্মীরা । দরজা ভেঙে পুলিশ অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে ।
দেহ উদ্ধারের পর হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন । মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল বিকেল 4টে নাগাদ ওই যুবকের বিবি তাঁর সন্তানদের নিয়ে আব্বার বাড়ি চলে যান । তিনি একাই ছিলেন ফ্ল্যাটে । আত্মীয়রা জানান ওই যুবক কিছুদিন ধরে দিল্লি যাবার চেষ্টা করছিলেন তাই বিবির কাছ থেকে টাকা চান । বিবি তাকে টাকা দিতে অস্বীকার করেন । এই নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল । তারপরে আজ দেহ মেলে তাঁর ।
শিবপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে তদন্ত শুরু করেছে । প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও ঘটনায় পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি ৷ ফ্ল্যাটের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ।