হাওড়া, 19 মার্চ: শনিবার কলকাতার ডিএ ধরনা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারার ঘটনার প্রতিবাদে রবিবার একটি মিছিলের আয়োজন করেছিল রাজ্য আইএসএফ (Unrest Situation in Howrah ISF Conducted a Rally) ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাওড়ার বাঁকড়ার সলপ মোড় থেকে দোতলা পর্যন্ত এই মিছিল করার কথা জানিয়েছিল আইএসএফ রাজ্য নেতৃত্ব । যদিও রবিবার মিছিল শুরুর আগেই আইএসএফের দুই কর্মীকে মারধর করার অভিযোগ তোলে আইএসএফ নেতৃত্ব। অভিযোগের তির শাসক দলের দুষ্কৃতীদের দিকে ৷ বাঁকড়ার কবর পাড়ার কাছে ঘটনাটি ঘটেছে ৷
এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে । তবে আইনশৃঙ্খলার অবনতির কথা ভেবে পুলিশের অনুরোধে আইএসএফ মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় । পরে সেখানে সভার আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর । এলাকার শান্তি বজায় রাখতে আইএসএফের তরফ থেকে এই উদ্যোগ বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷
আরও পড়ুন: ডিএ মঞ্চে নওশাদকে ধাক্কা, আন্দোলন ভণ্ডুলের চক্রান্তের অভিযোগ
উল্লেখ্য, শনিবার ধর্মতলায় কর্মচারীদের ডিএ মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তিনি । আচমকা তাঁর সামনে উপস্থিত হন আব্দুল সালাম ওরফে তোতা । অভিযোগ সেই সময়েই, নওশাদকে সংখ্যালঘুদের উন্নয়ন বিষয়ে প্রশ্ন করেন । তারপরই সে বিধায়ককে ধাক্কা দেন । এরপরেই খানিক বাক-বিতণ্ডার পর ওই যুবককে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আব্দুল সালাম ওরফে তোতা হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া পশ্চিমপাড়া বাসিন্দা । তৃণমূলের সক্রিয় কর্মী ও সেচ দফতরের প্রাক্তন মন্ত্রী রাজিব ব্যান্দ্যোপাধ্যায়েরও ছায়া সঙ্গী ছিলেন এক সময়ে । 2021- এ রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তোতা । পুনরায় রাজীব বন্দ্যোপাধ্যা তৃণমূল দলে ফেরায় । আবারও দলের সক্রিয়কর্মী হয়ে ওঠেন তোতা । তার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে একাধিক অসামাজিক কাজ কর্মের অভিযোগ রয়েছে ডোমজুড় ও হাওড়ার বিভিন্ন থানায় ।