হাওড়া, 31 জানুয়ারি: রাজ্য পরিবহণ ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর করার কথা জানাল রাজ্য পরিবহণ দফতর। দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) মঙ্গলবার সাঁতরাগাছিতে এক সরকারি অনুষ্ঠানে এসে সরকারি নতুন নিয়মের বিষয়টি উল্লেখ করেন। অতীতের মতো দীর্ঘদিন অপেক্ষার পরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দিন শেষ হতে চলেছে বলেই দাবি করেন মন্ত্রী। তিনি জানান, নতুন নিয়মে অনলাইনে যে কেউ লাইসেন্সের আবেদন করতে পারবেন। পদ্ধতি মেনে তাঁকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা দেওয়ার মাত্র চারঘণ্টার মধ্যে তাঁর হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী (A valid driving license will be available in just four hours)।
মন্ত্রী জানান, আবেদনের পরই উপভোক্তার মোবাইলে মেসেজ পৌঁছে দেওয়া হবে। লাইসেন্স হাতে না-পাওয়া পর্যন্ত ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবে। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকে অবগত করা হবে বলে জানান স্নেহাশিস চক্রবর্তী ৷ পাশাপাশি রাজ্যের সমস্ত আরটিও'কে নির্দেশ দেওয়া হয়েছে 15 বছরের বেশি সময়ের গাড়িগুলিকে বাতিল করার জন্য। বাতিল হওয়া গাড়িগুলোকে স্ক্যাপ করা হবে। এর জন্য প্রতিটি জেলাতে স্ক্যাপ গ্রাউন্ড তৈরি হবে। ওই স্ক্র্যাপ গ্রাউন্ডে বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন।
সেক্ষেত্রে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে পুনরায় নতুন গাড়ি কেনা যাবে। পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। একটি বিশেষ নম্বরের জন্য সকল আবেদনকারীকে ডেকে সর্বোচ্চ যিনি দাম দেবেন, সেই নম্বর তাকেই দেওয়া হবে। এছাড়াও সাধারণ নম্বরের ক্ষেত্রে আবেদনকারীরা উপলব্ধ নম্বর থেকে পছন্দের নম্বর বেছে নিতে পারবেন বলেই জানান পরিবহন মন্ত্রী।
আরও পড়ুন: 'এত বড় মানুষকে নিয়ে কিছু বলি না', বাজেট প্রসঙ্গে মোদির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মমতার
সরকার আগামিদিনে ই-পরিবহণের উপরে জোর দিয়েছে বলেও জানান তিনি। যদিও রাজ্যের সর্বত্র গজিয়ে ওঠা টোটো তৈরির কোম্পানিগুলোর ক্ষেত্রে মন্ত্রী জানান যাদের কাছে বৈধ সরকারি অনুমতি আছে তাঁরাই টোটো তৈরি করতে পারবে। তবে টোটো গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলেই জানান তিনি।