ETV Bharat / state

বাগনানে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম ১২ - tmc-bjp clash at bagnan

তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাগনানের মেনলোক ৷ বোমাবাজি ও গাড়ি ভাঙচুর করা হয় ৷ সংঘর্ষে জখম হয়েছেন 12 জন ৷ তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনান
author img

By

Published : Nov 18, 2019, 6:52 PM IST

Updated : Nov 18, 2019, 11:29 PM IST

বাগনান, 18 নভেম্বর: তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের মেনলোক গ্রাম । চলে বোমাবাজি । গাড়ি ভাঙচুরও করা হয় । সংঘর্ষে দু'পক্ষের 12 জন জখম হয় । তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বাগানানের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অরুণাভ সেন বলেন, " দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপরে BJP সন্ত্রাস চালাচ্ছিল । সেই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায় ৷ ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় BJP কর্মীরা ৷ গাড়ি ভাঙচুর করা হয় ৷ এতে তৃণমূলের কয়েকজন কর্মী জখম হন ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় তৃণমূল ও BJP নেতৃত্ব

BJP-র হাওড়া গ্রামীণ সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, "তৃণমূল ওই এলাকায় প্রায়ই সন্ত্রাস চালায় ৷ আজও তারা সন্ত্রাস চালিয়েছে ৷ বোমাবাজি করেছে ৷ কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর করেছে ৷ তৃণমূল কোণঠাসা হচ্ছে বলেই সন্ত্রাস চালাচ্ছে।"

আজ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।

বাগনান, 18 নভেম্বর: তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের মেনলোক গ্রাম । চলে বোমাবাজি । গাড়ি ভাঙচুরও করা হয় । সংঘর্ষে দু'পক্ষের 12 জন জখম হয় । তাদের বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

বাগানানের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অরুণাভ সেন বলেন, " দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপরে BJP সন্ত্রাস চালাচ্ছিল । সেই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায় ৷ ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় BJP কর্মীরা ৷ গাড়ি ভাঙচুর করা হয় ৷ এতে তৃণমূলের কয়েকজন কর্মী জখম হন ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় তৃণমূল ও BJP নেতৃত্ব

BJP-র হাওড়া গ্রামীণ সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, "তৃণমূল ওই এলাকায় প্রায়ই সন্ত্রাস চালায় ৷ আজও তারা সন্ত্রাস চালিয়েছে ৷ বোমাবাজি করেছে ৷ কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর করেছে ৷ তৃণমূল কোণঠাসা হচ্ছে বলেই সন্ত্রাস চালাচ্ছে।"

আজ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।

Intro:তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বাগনানের মেনলোক গ্রাম। এলাকায় বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ও ঘটেছে। ঘটনায় দুই পক্ষের ১২ জন আহত হয় এদের মধ্যে বেশ কয়েকজনকে বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের বাগানের বিধায়ক অরুণাভ সেন জানান দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপর এ বিজেপি সন্ত্রাস চালাচ্ছিল । সেই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলীর নেতৃত্বে একদল তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর বিজেপি কর্মীরা হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়।
স্থানীয় বাসিন্দা মঙ্গলা প্রামানিক জানান দুপুরবেলা তিনি তার নাতনি কে আনতে যাচ্ছিলেন স্কুল থেকে। সেই সময় তিনি দেখেন তৃণমূলের বাইক বাহিনীর একটি বিশাল জমায়েত সেখানে। তিনি ভেবেছিলেন এটা পার্তিগত ব্যাপার এবং তিনি যেহেতু মহিলা তাই ঠিক নিরাপদে চলে যেতে পারবেন। একটু এগোনোর পরেই তিনি বুঝতে পারেন তাদের ঠিক পেছনে একটি বোমা ফাতে আচমকা। সেই বোমার আঘাতে তার বাঁ হাতে ছোট লাগে।
Body:অন্যদিকে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল জানায় তৃণমূল ওই এলাকায় প্রায় সময়ই সন্ত্রাস চালায় আজকেও সেই একইভাবে তারা সন্ত্রাস চালিয়েছে বোমাবাজি করেছে তাদের কর্মীদের মারধর করেছে বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল কোণঠাসা হয়েছে বলেই এই ধরনের সন্ত্রাস তারা চালাচ্ছে।
যদিও স্থানীয় বাসিন্দা ও বিজেপির সব অভিযোগ অস্বীকার করে জানান এই কাজ বিজেপি করছে। একে অপরের উপর চাপানউতোর এ উত্তপ্ত বাগনানের মেন লোক গ্রাম । এলাকায় বিশাল পুলিশবাহিনী।Conclusion:
Last Updated : Nov 18, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.