ETV Bharat / state

Suvendu Adhikari: কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যাবে কেন্দ্রীয় দল, হুঁশিয়ারি শুভেন্দুর - রাজ্য়ের সমালোচনায় সরব শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার হাওড়া ডোমজুড়ে এক দলীয় সভার মঞ্চ থেকে রাজ্যের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari criticises TMC Govt) ৷ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করলে দুর্নীতি বন্ধ হবে বলেও এদিন দাবি করেছেন শুভেন্দু ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 5, 2023, 10:24 PM IST

রাজ্যের সমালোচনায় শুভেন্দু অধিকারী

হাওড়া, 5 জানুয়ারি: আবাস যোজনার টাকা পেতে হলে ডবল ইঞ্জিন সরকার চাই, পঞ্চায়েতে বিজেপি জিতলে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ পাবেন গ্রামবাসীরা ৷ বৃহস্পতিবার হাওড়া সদর বিজেপি'র ডোমজুড় ব্লকের উত্তর ঝাঁপড়দহ এলাকাতে অঞ্চল সম্মেলনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, যাঁদের চার চাকা গাড়ি রয়েছে তাঁরাও আবাস যোজনায় কেন্দ্রের অর্থ পেয়েছেন । এছাড়াও বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল । তাঁদেরকেও এলাকাতে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল । তবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁরা এলাকাতে ঢুকবেন বলেও তৃণমূলকে হুঁশিয়ারি দেন তিনি ।

পাশাপাশি, 28 টাকায় সস্তার মদ বিক্রি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari criticises TMC Govt) । তিনি বলেন, "28 টাকার মদ খেয়ে দু'হাত তুলে জয় বাংলা বলে চিৎকার করবে এটাই চায় রাজ্যের সরকার । তাই পাঁচশো টাকা মায়েদের দিয়ে তাঁদের শিক্ষিত সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে এই রাজ্য সরকার । লোকেরা লটারি কেটেই যাচ্ছে আর পুরস্কার পাচ্ছে কেষ্ট ও তাঁর কন্যা ।"

আরও পড়ুন: রাজনীতির কারণে বারবার দল পাঠাচ্ছে কেন্দ্র, পটকা ফাটলেও আসছে টিম, অভিযোগ মমতার

মোমিনপুরে অশান্তির প্রসঙ্গও এদিন উঠে এসেছে, শুভেন্দুর গলায় (Suvendu Adhikari slams WB Govt) ৷ তাঁর কটাক্ষ,"তৃণমূল রাজ্যটাকে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছে । তাই রাজ্য জুড়ে সিএএ'কে সামনে রেখে মুখ্যমন্ত্রী আগুন জ্বালিয়েছিলেন। রাজ্যটাকে বাংলাদেশ তৈরি করে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী । তিনি একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন, ডিনামাইট দিয়ে তৈরী হয়ে যাওয়া কারখানা গুঁড়িয়ে দিয়েছিলেন । অতীতে সিপিএম এক কোটি বেকার তৈরি করেছিল আর এই সরকার তাই বাড়িয়ে দুই কোটি করেছে ৷" রাজ্যের বিরোধী দলনেতার দাবি, বিজেপি পঞ্চায়েত ভোটে জিতলে আবাস যোজনার যোগ্য প্রাপকরা টাকা হাতে পাবেন ৷

রাজ্যের সমালোচনায় শুভেন্দু অধিকারী

হাওড়া, 5 জানুয়ারি: আবাস যোজনার টাকা পেতে হলে ডবল ইঞ্জিন সরকার চাই, পঞ্চায়েতে বিজেপি জিতলে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ পাবেন গ্রামবাসীরা ৷ বৃহস্পতিবার হাওড়া সদর বিজেপি'র ডোমজুড় ব্লকের উত্তর ঝাঁপড়দহ এলাকাতে অঞ্চল সম্মেলনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, যাঁদের চার চাকা গাড়ি রয়েছে তাঁরাও আবাস যোজনায় কেন্দ্রের অর্থ পেয়েছেন । এছাড়াও বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল । তাঁদেরকেও এলাকাতে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল । তবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁরা এলাকাতে ঢুকবেন বলেও তৃণমূলকে হুঁশিয়ারি দেন তিনি ।

পাশাপাশি, 28 টাকায় সস্তার মদ বিক্রি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari criticises TMC Govt) । তিনি বলেন, "28 টাকার মদ খেয়ে দু'হাত তুলে জয় বাংলা বলে চিৎকার করবে এটাই চায় রাজ্যের সরকার । তাই পাঁচশো টাকা মায়েদের দিয়ে তাঁদের শিক্ষিত সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে এই রাজ্য সরকার । লোকেরা লটারি কেটেই যাচ্ছে আর পুরস্কার পাচ্ছে কেষ্ট ও তাঁর কন্যা ।"

আরও পড়ুন: রাজনীতির কারণে বারবার দল পাঠাচ্ছে কেন্দ্র, পটকা ফাটলেও আসছে টিম, অভিযোগ মমতার

মোমিনপুরে অশান্তির প্রসঙ্গও এদিন উঠে এসেছে, শুভেন্দুর গলায় (Suvendu Adhikari slams WB Govt) ৷ তাঁর কটাক্ষ,"তৃণমূল রাজ্যটাকে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছে । তাই রাজ্য জুড়ে সিএএ'কে সামনে রেখে মুখ্যমন্ত্রী আগুন জ্বালিয়েছিলেন। রাজ্যটাকে বাংলাদেশ তৈরি করে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী । তিনি একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন, ডিনামাইট দিয়ে তৈরী হয়ে যাওয়া কারখানা গুঁড়িয়ে দিয়েছিলেন । অতীতে সিপিএম এক কোটি বেকার তৈরি করেছিল আর এই সরকার তাই বাড়িয়ে দুই কোটি করেছে ৷" রাজ্যের বিরোধী দলনেতার দাবি, বিজেপি পঞ্চায়েত ভোটে জিতলে আবাস যোজনার যোগ্য প্রাপকরা টাকা হাতে পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.