ETV Bharat / state

Suvendu Adhikari: ‘আমাকে আটকানো যাবে না’, পুলিশের বাধার মুখে দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দুর - হাওড়ার খবর

রবিবার হাওড়া (Howrah) গ্রামীণ এলাকার মনসাতলায়, বিজেপি-র দলীয় কার্যালয়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকে দেয় পুলিশ ৷ ফেরার পথে উলুবেড়িয়া উড়ালপুল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ বলেন, "আমাকে আটকানো যাবে না ৷" সোমবার টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন শুভেন্দু ৷

Suvendu Adhikari assured bjp workers in uluberia
Suvendu Adhikari: "আমাকে আটকানো যাবে না", পুলিশের বাধার মুখে দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দুর
author img

By

Published : Jun 13, 2022, 8:21 PM IST

উলুবেড়িয়া, 13 জুন: "আমি ওঁদের আশ্বস্ত করেছি ৷ বলেছি, শীঘ্রই দলীয় কার্যালয়ে গঙ্গাজল নিয়ে পৌঁছে যাব ৷ ওই বদমাইশরা আমাদের কার্যালয়ে যে অপকর্ম করেছে, তা শুদ্ধ করব ৷ আমাদের দলীয় কার্যালয় আমাদের কাছে মন্দিরের মতোই পবিত্র একটি স্থান ৷ যত দ্রুত সম্ভব, আমরা সেটিকে পুনরায় গড়ে তুলব ৷" সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবির সঙ্গে এই মন্তব্য পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

উড়ালপুলের উপর থেকেই কর্মীদের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার হাওড়া (Howrah) গ্রামীণ এলাকার মনসাতলায়, বিজেপি-র দলীয় কার্যালয়ে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, পুলিশ রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকে দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকার পর কলকাতা ফিরে যান শুভেন্দু ৷ কলকাতায় ফেরার পথে উলুবেড়িয়া হয়ে যান তিনি ৷ হাওড়ার উলুবেড়িয়া উড়ালপুল দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান বিজেপি নেতা ৷ উড়ালপুলের উপর থেকেই নীচে, রাস্তায় দাঁড়িয়ে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু ৷ দলীয় কর্মীরা তাঁকে বলেন, একবার অন্তত এলাকায় যেতে ৷ শুভেন্দু বোঝান, ওই মুহূর্তে তাঁর পক্ষে এলাকায় ঢোকা সম্ভব না হলেও রাজ্যের পুলিশ বা প্রশাসন এভাবে তাঁকে 'আটকাতে পারবে না' ৷

আরও পড়ুন: Calcutta High Court: গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে প্রশাসন! শুভেন্দু-সুকান্তকে মামলার অনুমতি দিল আদালত

শুভেন্দু তাঁর টুইটার হ্যান্ডেলে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমাকে আটকানো যাবে না ৷" নেতার এমন মন্তব্যে উদ্বুদ্ধ হন নীচে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীরাও ৷ তাঁরা সেখান থেকেই পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন ৷

  • I assured them that, very soon I would be stepping into the Party Office, with Ganga Jal, to purify the premises of the misdeeds of the scoundrels.
    We regard our Party Office as a sacred place like our holy Temples. We would rebuild it as early as possible.@BJP4Bengal@BJP4India pic.twitter.com/FoHmXpuLMi

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত কয়েক দিন ধরেই হাওড়ার বিভিন্ন এলাকায় অশান্তি (Howrah Chaos) ছড়িয়েছে ৷ বিজেপি-র দাবি, বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন তাঁদের দলের কর্মীরা ৷ দলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে ৷ রবিবার হাওড়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, পুলিশ তাঁকে আটকে দেয় ৷ এই ঘটনায় তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা ৷ একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিষয়টি কলকাতা হাইকোর্টেরও নজরে এনেছেন তাঁরা ৷ দুই বিজেপি নেতাই এ নিয়ে আদালতে মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আদালত তাঁদের সেই অনুমতিও দিয়েছে ৷

উলুবেড়িয়া, 13 জুন: "আমি ওঁদের আশ্বস্ত করেছি ৷ বলেছি, শীঘ্রই দলীয় কার্যালয়ে গঙ্গাজল নিয়ে পৌঁছে যাব ৷ ওই বদমাইশরা আমাদের কার্যালয়ে যে অপকর্ম করেছে, তা শুদ্ধ করব ৷ আমাদের দলীয় কার্যালয় আমাদের কাছে মন্দিরের মতোই পবিত্র একটি স্থান ৷ যত দ্রুত সম্ভব, আমরা সেটিকে পুনরায় গড়ে তুলব ৷" সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবির সঙ্গে এই মন্তব্য পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

উড়ালপুলের উপর থেকেই কর্মীদের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার হাওড়া (Howrah) গ্রামীণ এলাকার মনসাতলায়, বিজেপি-র দলীয় কার্যালয়ে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, পুলিশ রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকে দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকার পর কলকাতা ফিরে যান শুভেন্দু ৷ কলকাতায় ফেরার পথে উলুবেড়িয়া হয়ে যান তিনি ৷ হাওড়ার উলুবেড়িয়া উড়ালপুল দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান বিজেপি নেতা ৷ উড়ালপুলের উপর থেকেই নীচে, রাস্তায় দাঁড়িয়ে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু ৷ দলীয় কর্মীরা তাঁকে বলেন, একবার অন্তত এলাকায় যেতে ৷ শুভেন্দু বোঝান, ওই মুহূর্তে তাঁর পক্ষে এলাকায় ঢোকা সম্ভব না হলেও রাজ্যের পুলিশ বা প্রশাসন এভাবে তাঁকে 'আটকাতে পারবে না' ৷

আরও পড়ুন: Calcutta High Court: গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে প্রশাসন! শুভেন্দু-সুকান্তকে মামলার অনুমতি দিল আদালত

শুভেন্দু তাঁর টুইটার হ্যান্ডেলে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমাকে আটকানো যাবে না ৷" নেতার এমন মন্তব্যে উদ্বুদ্ধ হন নীচে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীরাও ৷ তাঁরা সেখান থেকেই পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন ৷

  • I assured them that, very soon I would be stepping into the Party Office, with Ganga Jal, to purify the premises of the misdeeds of the scoundrels.
    We regard our Party Office as a sacred place like our holy Temples. We would rebuild it as early as possible.@BJP4Bengal@BJP4India pic.twitter.com/FoHmXpuLMi

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত কয়েক দিন ধরেই হাওড়ার বিভিন্ন এলাকায় অশান্তি (Howrah Chaos) ছড়িয়েছে ৷ বিজেপি-র দাবি, বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন তাঁদের দলের কর্মীরা ৷ দলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে ৷ রবিবার হাওড়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু, পুলিশ তাঁকে আটকে দেয় ৷ এই ঘটনায় তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা ৷ একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিষয়টি কলকাতা হাইকোর্টেরও নজরে এনেছেন তাঁরা ৷ দুই বিজেপি নেতাই এ নিয়ে আদালতে মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আদালত তাঁদের সেই অনুমতিও দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.