হাওড়া, 17 নভেম্বর: রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্বের খবর বর্তমানে বহুবার খবরের শিরোনামে উঠে আসে । যদিও এবার দুই জমি মাফিয়ার মধ্যে বিবাদের জেরে হাওড়া জেলাতে চলল গুলি । স্থানীয় সূত্রে খবর হাওড়ার জালান কমপ্লেক্সে জমি রয়েছে জনৈক মনোজ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির । তাঁর সেই জমিতে অবৈধভাবে ঢুকে স্থানীয় জমির দালাল ও জমি মাফিয়া স্বপন পান ও তার লোকজন প্রায়শই গণ্ডগোল করে এমনটাই অভিযোগ ।
স্থানীয়দের বক্তব্য, শুক্রবার স্বপন পান তার লোকজন নিয়ে মনোজের জমিতে ঢুকে বোর্ড লাগাচ্ছিল । এই ঘটনার খবর পেয়ে মনোজ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করাকে কেন্দ্র করেই মনোজ এবং স্বপন এই দুই জমি দালালের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয় । যার জেরে এক রাউন্ড গুলিও চলে বলেই অভিযোগ জালান কমপ্লেক্সের অন্যান্য ব্যবসায়ীদের । যদিও মনোজের অভিযোগ, স্বপন পানের সাগরেদ সানি তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে । আবার স্বপন পানের অনুচর সাইফুল শেখের অভিযোগ মনোজের নিরাপত্তা কর্মী তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে । গুলি চালানোর ঘটনা জানানো হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোমজুড় থানার পুলিশ । গোটা বিষয়টা খতিয়ে দেখছে থানার আধিকারিকরা বলেই সূত্রের খবর ।
স্বপন পানের অনুগামী সৈফুল শেখ অভিযোগ করেন, "স্বপন দা'র জমিতে বোর্ড টাঙানো হচ্ছিল । সেই সময় মনোজ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী এসে গুলি চালায় । গুলি কারও গায়ে লাগে নি । শ্রমিকরা বোর্ড টাঙাছিল । আমি তাকে এখান থেকে চলে যেতে বলি । আমি জানি যার জমি সেই বোর্ড টাঙাবে, এতে গুলি চালানোর কি আছে ।"
ঘটনা প্রসঙ্গে মনোজ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, 'স্বপন পান একজন দু'নম্বর জালিয়াত লোক । এই অঞ্চলে বহু সরকারি জমির ভুয়ো কাগজ বানিয়ে সে এই চক্র চালাচ্ছে । আমার জমিতে কোনো গন্ডগোল নেই । সব কাগজ আমার কাছে আছে । ওরা অবৈধ ভুয়ো কাগজ নিয়ে এসে নিজের জমি বলে দাবি করছিলো । এই এলাকার যারা তোলাবাজি করে চালায় তাদের সঙ্গে এর যোগাযোগ আছে ।'
জমিকে কেন্দ্র করে প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জালান কমপ্লেক্সে । জমির মধ্যে সদ্য ব্যবহার করা কার্তুজের খোল পড়ে থাকতে দেখা যায় । পরিস্থিতি সামলাতে ডোমজুড় থানার দুটি ভ্যান আসে । তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই পক্ষকে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে । ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ । যদিও গুলি চালানোর ঘটনা পুলিশ অস্বীকার করে ।
আরও পড়ুন:
(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)