ETV Bharat / state

Train Cancelation: আগামী মাসে বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, ভোগান্তি যাত্রীদের

Several Train Cancel : একগুচ্ছ ট্রেন বাতিল ৷ ভোগান্তি যাত্রীদের ৷ আগামী 31 অগস্ট থেকে 6 সেপ্টম্বর পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন ৷ যার মধ্যে আছে দুরপাল্লা থেকে লোকাল ট্রেনও ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 16, 2023, 10:48 PM IST

হাওড়া, 16 অগস্ট: রেল লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন ৷ বাতিল হওয়া ট্রেনের তালিকায় লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেনও আছে ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যাত্রী সুবিধার্থে ট্রেনের গতি বৃদ্ধির জন্য রামপুরহাট ও ছাতরার মাঝে তৃতীয় লাইনে কাজ শুরু হবে ৷ তার জেরেই বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন । এছাড়াও একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । আগামী 31 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাটের ছাতরা লাইনে বাতিল থাকবে ট্রেন । তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ নীচে বাতিল হওয়া ট্রেনের তালিকা ৷

আপ লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-

  • 13015 আপ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস
  • 13011 আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13031 আপ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
  • 13027 আপ হাওড়া- আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
  • 12347 আপ হাওড়া- রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস
  • 13045 আপ হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস
  • 13187 আপ শিয়ালদহ- রামপুরহাট এক্সপ্রেস
  • 13181 আপ কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস
  • 15661 আপ রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
  • 13417 আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
  • 03111 আপ শিয়ালদহ-গোড্ডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল


ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-

  • 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • 13012 মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস
  • 13028 আজিমগঞ্জ - হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • 12348 রামপুরহাট-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
  • 13046 দুমকা-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস
  • 13188 রামপুরহাট-শিয়ালদহ এক্সপ্রেস
  • 13182 শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস
  • 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
  • 13418 মালদা টাউন-দিঘা এক্সপ্রেস
  • 03112 গোড্ডা - শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশাল

আপ লাইনে যে সমস্ত ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে:

  • 13023 আপ হাওড়া-গয়া এক্সপ্রেস
  • 12041 আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • 13053 আপ হাওড়া- রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
  • 13017 আপ হাওড়া- আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস
  • 13153 আপ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস
  • 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 13175 আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12363 আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
  • 13149 আপ শিয়ালদহ-আলিপুর দুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 13161 আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • 13159 আপ কলকাতা-জোগবানি এক্সপ্রেস
  • 13147 আপ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 12509 আপ SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 12507 আপ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর এক্সপ্রেস
  • 22503 আপ বিবেক এক্সপ্রেস
  • 12515 আপ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস
  • 12345 হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 22301 হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
  • 07030 সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশাল
  • 15227 এসএমভিবি বেঙ্গালুরু – মুজাফফরপুর এক্সপ্রেস
  • 22501 এসএমভিবি বেঙ্গালুরু - নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, সমস্যায় যাত্রীরা

ডাউন লাইনের বাতিল হওয়া ট্রেনের তালিকা :-

  • 13024 গয়া-হাওড়া এক্সপ্রেস
  • 12042 নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 13054 রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস
  • 13018 আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস
  • 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস
  • 13176 শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 13174 আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12364 হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস
  • 13150 আলিপুর দুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 13148 বামনহাট- শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 13162 বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
  • 13160 জোগবানি-কলকাতা এক্সপ্রেস
  • 22504 বিবেক এক্সপ্রেস
  • 12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
  • 15640 কামাখ্যা – পুরী এক্সপ্রেস
  • 15228 মুজাফফরপুর - এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
  • 07029 আগরতলা – সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
  • 22302 নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
  • 12504 আগরতলা – এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস


এই সময়ে বাতিল হওয়া ইএমইউ ও মেনু ট্রেনের তালিকা:-

  • রামপুরহাট থেকে: 05405, 03084, 03070, 03094, 03078, 03407, 03088, 03066, 03411, 03048, 03588, 03058, 03058, 03058, 030340 ৷
  • বর্ধমান থেকে: 03587, 03073, 03589, 03079।
  • বারহারওয়া থেকে: 03412
  • আজিমগঞ্জ থেকে: 03087, 03077, 03093, 03065, 03069
  • কাটোয়া থেকে: 03067
  • সাহেবগঞ্জ থেকে: 03408, 05406
  • হাওড়া থেকে: 03047
  • অন্ডাল থেকে: 03559

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য শাটল ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে ৷ যারমধ্যে এক জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আজিমগঞ্জ ও রামপুরহাটের মধ্যে চালানো হবে। আজিমগঞ্জ ও তকিপুরের মধ্যে দুই জোড়া স্পেশাল ট্রেন চলবে । বর্ধমান এবং তারাপীঠ রোড স্টেশনগুলির মধ্যে 4 জোড়া স্পেশাল ট্রেন চলবে ৷ পাশাপাশি 03469 বর্ধমান-টিনপাহাড় প্যাসেঞ্জার সাহেবগঞ্জ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ 05408 জামালপুর-রামপুরহাট স্পেশাল ও 05407 রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

হাওড়া, 16 অগস্ট: রেল লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন ৷ বাতিল হওয়া ট্রেনের তালিকায় লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেনও আছে ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যাত্রী সুবিধার্থে ট্রেনের গতি বৃদ্ধির জন্য রামপুরহাট ও ছাতরার মাঝে তৃতীয় লাইনে কাজ শুরু হবে ৷ তার জেরেই বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন । এছাড়াও একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । আগামী 31 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাটের ছাতরা লাইনে বাতিল থাকবে ট্রেন । তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ নীচে বাতিল হওয়া ট্রেনের তালিকা ৷

আপ লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-

  • 13015 আপ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস
  • 13011 আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13031 আপ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
  • 13027 আপ হাওড়া- আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
  • 12347 আপ হাওড়া- রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস
  • 13045 আপ হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস
  • 13187 আপ শিয়ালদহ- রামপুরহাট এক্সপ্রেস
  • 13181 আপ কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস
  • 15661 আপ রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
  • 13417 আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
  • 03111 আপ শিয়ালদহ-গোড্ডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল


ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:-

  • 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • 13012 মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস
  • 13028 আজিমগঞ্জ - হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • 12348 রামপুরহাট-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
  • 13046 দুমকা-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস
  • 13188 রামপুরহাট-শিয়ালদহ এক্সপ্রেস
  • 13182 শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস
  • 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
  • 13418 মালদা টাউন-দিঘা এক্সপ্রেস
  • 03112 গোড্ডা - শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশাল

আপ লাইনে যে সমস্ত ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে:

  • 13023 আপ হাওড়া-গয়া এক্সপ্রেস
  • 12041 আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • 13053 আপ হাওড়া- রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
  • 13017 আপ হাওড়া- আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস
  • 13153 আপ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস
  • 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 13175 আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12363 আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
  • 13149 আপ শিয়ালদহ-আলিপুর দুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 13161 আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • 13159 আপ কলকাতা-জোগবানি এক্সপ্রেস
  • 13147 আপ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 12509 আপ SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 12507 আপ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর এক্সপ্রেস
  • 22503 আপ বিবেক এক্সপ্রেস
  • 12515 আপ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস
  • 12345 হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • 22301 হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
  • 07030 সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশাল
  • 15227 এসএমভিবি বেঙ্গালুরু – মুজাফফরপুর এক্সপ্রেস
  • 22501 এসএমভিবি বেঙ্গালুরু - নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, সমস্যায় যাত্রীরা

ডাউন লাইনের বাতিল হওয়া ট্রেনের তালিকা :-

  • 13024 গয়া-হাওড়া এক্সপ্রেস
  • 12042 নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 13054 রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস
  • 13018 আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস
  • 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস
  • 13176 শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 13174 আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12364 হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস
  • 13150 আলিপুর দুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • 13148 বামনহাট- শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 13162 বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
  • 13160 জোগবানি-কলকাতা এক্সপ্রেস
  • 22504 বিবেক এক্সপ্রেস
  • 12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
  • 15640 কামাখ্যা – পুরী এক্সপ্রেস
  • 15228 মুজাফফরপুর - এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
  • 07029 আগরতলা – সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
  • 22302 নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
  • 12504 আগরতলা – এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস


এই সময়ে বাতিল হওয়া ইএমইউ ও মেনু ট্রেনের তালিকা:-

  • রামপুরহাট থেকে: 05405, 03084, 03070, 03094, 03078, 03407, 03088, 03066, 03411, 03048, 03588, 03058, 03058, 03058, 030340 ৷
  • বর্ধমান থেকে: 03587, 03073, 03589, 03079।
  • বারহারওয়া থেকে: 03412
  • আজিমগঞ্জ থেকে: 03087, 03077, 03093, 03065, 03069
  • কাটোয়া থেকে: 03067
  • সাহেবগঞ্জ থেকে: 03408, 05406
  • হাওড়া থেকে: 03047
  • অন্ডাল থেকে: 03559

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য শাটল ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে ৷ যারমধ্যে এক জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আজিমগঞ্জ ও রামপুরহাটের মধ্যে চালানো হবে। আজিমগঞ্জ ও তকিপুরের মধ্যে দুই জোড়া স্পেশাল ট্রেন চলবে । বর্ধমান এবং তারাপীঠ রোড স্টেশনগুলির মধ্যে 4 জোড়া স্পেশাল ট্রেন চলবে ৷ পাশাপাশি 03469 বর্ধমান-টিনপাহাড় প্যাসেঞ্জার সাহেবগঞ্জ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ 05408 জামালপুর-রামপুরহাট স্পেশাল ও 05407 রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.