হাওড়া, 28 সেপ্টেম্বর: স্বপ্নপূরণের পথে সব বাধাই যে তুচ্ছ, তা আরও একবার প্রমাণ করলেন বিশেষভাবে সক্ষম রিমো সাহা (Remo Saha) । ইংলিশ চ্যানেল ও ক্যাটলিনা চ্যানেলের পর এবার ইউরোপের নর্থ চ্যানেল জয় করলেন রিমো। এই বছর প্রথম রাজ্য থেকে অংশ নিয়েছিলেন রিমো । অদম্য সাহস আর অধ্যাবসায় তাঁকে সাফল্য এনে দিল । তবে এই অভিযান ছ'জন মিলে রিলের মাধ্যমে তাঁরা সম্পূর্ণ করেন ।
আজকে হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই রিমো পেলেন সালকিয়াবাসীর উষ্ণ অভ্যার্থনা । তাঁকে অভিনন্দন জানাতে স্টেশনেই উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক-সহ এলাকাবাসীরা । স্টেশনে নেমে অভিভূত রিমো বলেন, "এভাবে অভ্যার্থনা পাব আমি আশা করেনি । আমি ভীষণ আনন্দিত ।" পাশাপাশি তিনি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "তিনি সব সময়ে আমার পাশে থেকেছেন । খোঁজ খবর নিয়েছে আমার ৷ সব অসুবিধা জানা মাত্রই তার সমাধান করেছেন ।"
যদিও পুরো কৃতিত্বটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিয়েছেন বিধায়ক গৌতম চৌধুরী । তিনি বলেন, "রিমোর পরিবারের সঙ্গে আমার যোগাযোগ বহু বছরের । তাঁর ফাইল তিনি ক্রীড়াদফতরের মন্ত্রীর কাছে রেখেছিলাম । মুখ্যমন্ত্রী যদি সাহায্য না-করতেন তাহলে এটা করা সম্ভব হত না ।" রিমোর কৃতিত্বের সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্য-সহ এলাকার বাসিন্দারা (Remo Saha returns home after winning North Channel) ।
উল্লেখ্য, ইউরোপের নর্থ চ্যানেল জয়ের আগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারে কাছে সরকারি চাকরির আবেদন করেন সালকিয়ার বাসিন্দা এই সাঁতারু ৷ রিলের মাধ্যমে তাঁরা অভিযান করেন । এই অভিযানে রিমোর সঙ্গে ছিলেন আরও ছ’জন ৷
এ রাজ্য থেকে এই প্রথম অংশ নিয়েছিলেন রিমো । সাফল্যও পেলেন । এতদূর এসেও যদি একটা সরকারি চাকরি না-পাওয়া যায়, তাহলে সব সাফল্যই বৃথা হয়ে যাবে ৷ আন্তর্জাতিক স্পোর্টস ডে'তে হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন রিমো । এরপর মুম্বই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷
আরও পড়ুন: লক্ষ্যপূরণ! প্রথম ভারতীয় হিসেবে 'মাউন্ট আলি রত্নি টিব্বা' জয় চার বাঙালির
শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে ইতিমধ্যেই 2018 সালে ইংলিশ চ্যানেল পার করেছেন তিনি । 2019 সালে পার করেছেন ক্যাটলিনা চ্যানেল । 2020 সালে নর্থ চ্যানেলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছিলেন রিমো । কিন্তু বাঁধ সাধে কোভিড । তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাঁতার প্রতিযোগিতার সেরার সন্মান ।