বালি, 14 জুলাই : বালির জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়ের মৃত্যু রহস্যের কিনারা করল পুলিশ । আজ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হল সানি খান ওরফে শেখ তারুফ (19) নামে এক যুবককে ৷
তদন্তে পুলিশ জানতে পারে, সানি খান ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু ওই যুবক বিবাহিত জানার পর, তাঁর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে মৃত ওই খেলোয়াড় । সেই সময়ে তাঁর কিছু আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সানি । সেই ব্ল্যাকমেলিংয়ের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী । এরপর নিজের সন্মান বাঁচাতে ওই ক্যারাটে খেলোয়াড় আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ সূত্রে খবর ৷
ধৃতকে ট্রানজিট রিমান্ডে বর্ধমান থেকে হাওড়া আনা হবে । ধৃত সানিকে হাওড়া কোর্টে পেশ করা হবে বলে খবর ৷ প্রসঙ্গত, গত 5 জুলাই প্রতিভাবান জাতীয় ক্যারাটে খেলোয়াড়ের রহস্য মৃত্যু হয় ৷ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পামেলা অধিকারী (18) নামে ওই তরুণীর । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ । তাঁরা মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় । যদিও পরিবারের তরফে নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি ।
আরও পড়ুন : চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে চিলি গ্যাং
প্রকৃত ঘটনাটি সামনে আনার জন্য মৃত ওই খেলোয়াড়ের পরিচিত ও বন্ধুদের থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে পুলিশ । প্রাথমিক তদন্তে জান যায় টিন্ডার নামক একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সানি খানের সঙ্গে আলাপ হয় । ব্যক্তিগত কিছু ছবি আদান প্রদানও হয় তাঁদের মধ্যে । এরপর থেকে সানি খান তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে । সেই ব্ল্যাকমেলের চাপে পড়ে ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নেয় বলেই পুলিশ সূত্রে খবর । যদিও তাঁর পরিবারের তরফে এই বিষয়ে তাঁদের কিছু জানা নেই বলেই দাবি করা হয় ।