ETV Bharat / state

Howrah Nursing Home : রক্তের গ্রুপ বদলে দেওয়ার অভিযোগ হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে - Howrah

হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে প্রেসক্রিপশনে রোগীর রক্তের গ্রুপ বদলে দেওয়ার অভিযোগ ৷ হাওড়া হাসপাতালে রক্ত আনতে গিয়ে বিষয়টি রোগীর পরিবারের নজরে আসে ৷ এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷

patients-blood-group-changed-in-prescription-by-a-nursing-home-at-howrah
রক্তের গ্রুপে গরমিলের অভিযোগ হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে
author img

By

Published : Sep 5, 2021, 8:24 PM IST

হাওড়া, 5 সেপ্টেম্বর : রক্তের গ্রুপে গরমিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের এক নার্সিংহোমে ৷ ওই নার্সিংহোমের স্বাস্থ্য পরিষেবার বেহাল বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রোগীর রক্তের গ্রুপ প্রেসক্রিপশনে বদলে দেওয়া হয়েছে ৷ রোগীর পরিবারকে রক্ত জোগাড় করে আনতে বলার সময় বিষয়টি নজরে আসে ৷

প্রসঙ্গত, গীতা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে হাওড়া ক্যানেল রোডের ওই নার্সিংহোমে ভর্তি করায় তাঁর পরিবার ৷ তাঁকে রক্ত দিতে হত ৷ ওই মহিলার ভাই গৌতম চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি শনিবার তাঁর দিদি গীতা চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন ৷ তাঁর রক্তের প্রয়োজন ছিল ৷ তার জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয় নার্সিংহোমের তরফে ৷ নমুনা পরীক্ষার পর প্রেসক্রিপশনে গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ বি পজিটিভ উল্লেখ করা হয় ৷ কিন্তু, গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ আসলে এবি পজিটিভি বলে জানান তাঁর ভাই ৷

আরও পড়ুন : Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি

অভিযোগ নার্সিংহোমের তরফে একটি রিকুইজিশন ফর্মে রক্তের ভুল গ্রুপ লিখে হাওড়া হাসপাতাল থেকে রক্ত নিয়ে আসতে বলা হয় ৷ বিষয়টি প্রথমে গৌতম চট্টোপাধ্যায়ের নজরে আসেনি ৷ তাঁরা হাওড়া হাসপাতালে রিকুইজিশন ফর্ম জমা দিলে বিষয়টি নজরে আসে ৷ গীতা চট্টোপাধ্যায়ের বাড়ির লোক দ্রুত নার্সিংহোমে ফিরে এসে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় ৷ কিন্তু, নার্সিংহোম কর্তৃপক্ষ এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে এ নিয়ে নার্সিহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাদের তরফে কোনওরকম সাড়া মেলেনি ৷

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

হাওড়া, 5 সেপ্টেম্বর : রক্তের গ্রুপে গরমিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের এক নার্সিংহোমে ৷ ওই নার্সিংহোমের স্বাস্থ্য পরিষেবার বেহাল বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রোগীর রক্তের গ্রুপ প্রেসক্রিপশনে বদলে দেওয়া হয়েছে ৷ রোগীর পরিবারকে রক্ত জোগাড় করে আনতে বলার সময় বিষয়টি নজরে আসে ৷

প্রসঙ্গত, গীতা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে হাওড়া ক্যানেল রোডের ওই নার্সিংহোমে ভর্তি করায় তাঁর পরিবার ৷ তাঁকে রক্ত দিতে হত ৷ ওই মহিলার ভাই গৌতম চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি শনিবার তাঁর দিদি গীতা চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন ৷ তাঁর রক্তের প্রয়োজন ছিল ৷ তার জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয় নার্সিংহোমের তরফে ৷ নমুনা পরীক্ষার পর প্রেসক্রিপশনে গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ বি পজিটিভ উল্লেখ করা হয় ৷ কিন্তু, গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ আসলে এবি পজিটিভি বলে জানান তাঁর ভাই ৷

আরও পড়ুন : Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি

অভিযোগ নার্সিংহোমের তরফে একটি রিকুইজিশন ফর্মে রক্তের ভুল গ্রুপ লিখে হাওড়া হাসপাতাল থেকে রক্ত নিয়ে আসতে বলা হয় ৷ বিষয়টি প্রথমে গৌতম চট্টোপাধ্যায়ের নজরে আসেনি ৷ তাঁরা হাওড়া হাসপাতালে রিকুইজিশন ফর্ম জমা দিলে বিষয়টি নজরে আসে ৷ গীতা চট্টোপাধ্যায়ের বাড়ির লোক দ্রুত নার্সিংহোমে ফিরে এসে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় ৷ কিন্তু, নার্সিংহোম কর্তৃপক্ষ এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে এ নিয়ে নার্সিহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাদের তরফে কোনওরকম সাড়া মেলেনি ৷

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.