ETV Bharat / state

বর্ধিত ভাতা পাচ্ছেন না হাওড়া গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা - হাওড়া পঞ্চায়েত সদস্যদের ভাতা আটকে

গত বছর মে মাসে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচন হয় । গঠিত হয় নতুন বোর্ড । প্রশাসন সূত্রের খবর , জেলা পরিষদের সদস্যরা মাসিক ভাতা পেলেও , মাসিক ভাতা পাচ্ছেন না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।

Panchayet news
জেলা পরিষদের সদস্যরা
author img

By

Published : Dec 7, 2019, 2:15 PM IST

হাওড়া,7 ডিসেম্বর : ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রায় 7 মাসের বেশি সময় ধরে ভাতা পাচ্ছেন না । হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 157 টি ও পঞ্চায়েত সমিতির সংখ্যা 14 টি । গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধান , উপপ্রধান সহ সদস্য সংখ্যা 2431 জন , গ্রাম সংসদ সংখ্যা 2430 টি , পঞ্চায়েত সমিতিতে সভাপতি , সহ সভাপতি সহ 462 জন ও জেলা পরিষদে 40 জন সদস্য রয়েছেন । গত বছর মে মাসে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচন হয় । গঠিত হয় নতুন বোর্ড । প্রশাসন সূত্রের খবর , জেলা পরিষদের সদস্যরা মাসিক ভাতা পেলেও , মাসিক ভাতা পাচ্ছেন না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।

মুখ্যমন্ত্রী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ঠেকানোর জন্য চলতি বছরের আগস্ট মাস থেকে বর্ধিত ভাতার কথা ঘোষণা করেছেন । পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যদের থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতির ভাতা বেড়েছে । ভাতার পরিমাণ কারও বেড়েছে 2000,কারও বা 3000 । এমনকি 4000 পর্যন্ত ভাতা বেড়েছে । কিন্তু জেলা পরিষদের সদস্যরা সময় মতো ভাতা পেলেও, পাচ্ছেন না গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য , প্রধান , উপপ্রধানরা অভিযোগ এনে বলেন, মুখ্যমন্ত্রী বর্ধিত ভাতার কথা ঘোষণা করলেও বর্ধিত ভাতা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি । আগের বেশ কয়েক মাসের টাকা বাকি আছে । তাঁরা চাইছেন অবিলম্বে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক । কারণ তাঁরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন । এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেছেন , "আর্থিক সংকট ও আর্থিক অনুমোদন না মেলায় সদস্যদের ভাতা বকেয়া আছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ।" অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রভাসকুমার উকিল বলেছেন , "বিষয়টি জেলা শাসককেও জানানো আছে যে , পঞ্চায়েত স্তরে সদস্যদের মাসিক ভাতা বকেয়া আছে ,অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ।"

হাওড়া,7 ডিসেম্বর : ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রায় 7 মাসের বেশি সময় ধরে ভাতা পাচ্ছেন না । হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 157 টি ও পঞ্চায়েত সমিতির সংখ্যা 14 টি । গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধান , উপপ্রধান সহ সদস্য সংখ্যা 2431 জন , গ্রাম সংসদ সংখ্যা 2430 টি , পঞ্চায়েত সমিতিতে সভাপতি , সহ সভাপতি সহ 462 জন ও জেলা পরিষদে 40 জন সদস্য রয়েছেন । গত বছর মে মাসে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচন হয় । গঠিত হয় নতুন বোর্ড । প্রশাসন সূত্রের খবর , জেলা পরিষদের সদস্যরা মাসিক ভাতা পেলেও , মাসিক ভাতা পাচ্ছেন না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।

মুখ্যমন্ত্রী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ঠেকানোর জন্য চলতি বছরের আগস্ট মাস থেকে বর্ধিত ভাতার কথা ঘোষণা করেছেন । পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যদের থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতির ভাতা বেড়েছে । ভাতার পরিমাণ কারও বেড়েছে 2000,কারও বা 3000 । এমনকি 4000 পর্যন্ত ভাতা বেড়েছে । কিন্তু জেলা পরিষদের সদস্যরা সময় মতো ভাতা পেলেও, পাচ্ছেন না গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য , প্রধান , উপপ্রধানরা অভিযোগ এনে বলেন, মুখ্যমন্ত্রী বর্ধিত ভাতার কথা ঘোষণা করলেও বর্ধিত ভাতা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি । আগের বেশ কয়েক মাসের টাকা বাকি আছে । তাঁরা চাইছেন অবিলম্বে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক । কারণ তাঁরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন । এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেছেন , "আর্থিক সংকট ও আর্থিক অনুমোদন না মেলায় সদস্যদের ভাতা বকেয়া আছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ।" অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রভাসকুমার উকিল বলেছেন , "বিষয়টি জেলা শাসককেও জানানো আছে যে , পঞ্চায়েত স্তরে সদস্যদের মাসিক ভাতা বকেয়া আছে ,অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ।"

Intro:ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রায় ৭ মাসের বেশি সময় ধরে ভাতা পাচ্ছেন না ।হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫৭ টি ও পঞ্চায়েত সমিতির সংখ্যা ১৪ টি ।গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধান , উপপ্রধান সহ সদস্য সংখ্যা ২৪৩১ জন , গ্রাম সংসদ সংখ্যা ২৪৩০ টি , পঞ্চায়েত সমিতিতে সভাপতি , সহ সভাপতি সহ ৪৬২ জন ও জেলা পরিষদে ৪০ জন সদস্য রয়েছেন ।গত বছর মে মাসে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচন হয় ।গঠিত হয় নতুন বোর্ড ।প্রশাসন সূত্রের খবর , জেলা পরিষদের সদস্যরা মাসিক ভাতা পেলেও , মাসিক ভাতা পাচ্ছেন না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।Body:তাঁদের অভিযোগ নতুন বোর্ডে তিন মাসের বেশ কিছু পঞ্চায়েতে ভাতা পেলেও প্রায় ৭ মাসের বেশি সময় ধরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ভাতা পাচ্ছেন না ।মুখ্যমন্ত্রী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ঠেকানোর জন্য চলতি বছরের আগস্ট মাস থেকে বর্ধিত ভাতার কথা ঘোষণা করেছেন ।গ্রাম সভার সদস্যদের মাসিক ভাতার পরিমান ১৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা করা হয়েছে ।যথাক্রমে প্রধানদের ভাতা ৩ হাজার থেকে বেড়ে ৫ হাজার , উপপ্রধানদের ২ হাজার টাকা থেকে বেড়ে ৪ হাজার , উপসমিতির সঞ্চালকদের ২ হাজার টাকা থেকে বেড়ে ৩,৮০০ টাকা করা হয়েছে ।অপরদিকে , পঞ্চায়েত সমিতির সভাপতিদের ভাতা বেড়ে ৩ হাজার থেকে ৬ হাজার , সহকারী সভাপতিদের ভাতার পরিমান বেড়ে হয়েছে ৫,৫০০ টাকা , স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের বর্ধিত ভাতার পরিমান ৫ হাজার ও পঞ্চায়েত সমিতির সদস্যদের ভাতা বেড়ে ৩,৫০০ করা হয়েছে ।এছাড়াও জেলা পরিষদের সভাপতির ভাতা ৫ হাজার থেকে বেড়ে ৯ হাজার , সহকারী সভাপতির ভাতা ৪ হাজার থেকে বেড়ে ৮ হাজার , স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের ভাতা ৪ হাজার থেকে বেড়ে ৭ হাজার টাকা , অধ্যক্ষর ভাতা ৪ হাজার থেকে বেড়ে ৭ হাজার , উপাধ্যক্ষর ভাতা ২ হাজার থেকে ৭ হাজার ও সদস্যদের ভাতা ৫ হাজার টাকা করা হয়েছে ।কেউ যাতে দুর্নীতিতে জড়িয়ে না পড়েন সে ব্যাপারে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছিলেন , 'বিশ্বাস , ভরসা , কর্মদক্ষতা ,স্বচ্ছতা ও সৃষ্টিশীলতা এই পাঁচটা শব্দ মাথায় রাখবেন ।লোভ সংবরণ করতে হবে ।লোভে ৫ বছরে সব শেষ হয়ে যাবে ।তবে গৌরব নিয়ে কাজ করলে সারা জীবন কাজ করতে পারবেন ।আপনারা গ্রামের স্বাস্থ্য দেখুন , আপনাদের স্বাস্থ্য আমরা দেখবো । ' পঞ্চায়েত সদস্য , প্রধান , উপপ্রধানরা অভিযোগ এনে বলেন , মুখ্যমন্ত্রী বর্ধিত ভাতার কথা ঘোষণা করলেও বর্ধিত ভাতা আমাদের আকাউন্টে ঢোকেনি ।বেশ কিছু পঞ্চায়েতে আগের বোর্ডেরও কয়েক মাসের টাকা বাকি আছে ।তাঁরা চাইছেন অবিলম্বে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক ।কারণ তাঁরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন ।এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য জানিয়েছেন , আর্থিক সংকট ও আর্থিক অনুমোদন না মেলায় সদস্যদের ভাতা বকেয়া পরে আছে ।জেলা প্রশাসনের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ।অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রভাস কুমার উকিল জানিয়েছেন , বিষয়টি জেলাশাসককেও জানানো আছে যে , পঞ্চায়েত স্তরে সদস্যদের মাসিক ভাতা বকেয়া আছে ,অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.