হাওড়া,7 ডিসেম্বর : ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রায় 7 মাসের বেশি সময় ধরে ভাতা পাচ্ছেন না । হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 157 টি ও পঞ্চায়েত সমিতির সংখ্যা 14 টি । গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধান , উপপ্রধান সহ সদস্য সংখ্যা 2431 জন , গ্রাম সংসদ সংখ্যা 2430 টি , পঞ্চায়েত সমিতিতে সভাপতি , সহ সভাপতি সহ 462 জন ও জেলা পরিষদে 40 জন সদস্য রয়েছেন । গত বছর মে মাসে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচন হয় । গঠিত হয় নতুন বোর্ড । প্রশাসন সূত্রের খবর , জেলা পরিষদের সদস্যরা মাসিক ভাতা পেলেও , মাসিক ভাতা পাচ্ছেন না পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।
মুখ্যমন্ত্রী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ঠেকানোর জন্য চলতি বছরের আগস্ট মাস থেকে বর্ধিত ভাতার কথা ঘোষণা করেছেন । পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যদের থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতির ভাতা বেড়েছে । ভাতার পরিমাণ কারও বেড়েছে 2000,কারও বা 3000 । এমনকি 4000 পর্যন্ত ভাতা বেড়েছে । কিন্তু জেলা পরিষদের সদস্যরা সময় মতো ভাতা পেলেও, পাচ্ছেন না গ্রাম পঞ্চায়েত স্তরের সদস্যরা ।
এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য , প্রধান , উপপ্রধানরা অভিযোগ এনে বলেন, মুখ্যমন্ত্রী বর্ধিত ভাতার কথা ঘোষণা করলেও বর্ধিত ভাতা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি । আগের বেশ কয়েক মাসের টাকা বাকি আছে । তাঁরা চাইছেন অবিলম্বে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক । কারণ তাঁরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন । এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেছেন , "আর্থিক সংকট ও আর্থিক অনুমোদন না মেলায় সদস্যদের ভাতা বকেয়া আছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ।" অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রভাসকুমার উকিল বলেছেন , "বিষয়টি জেলা শাসককেও জানানো আছে যে , পঞ্চায়েত স্তরে সদস্যদের মাসিক ভাতা বকেয়া আছে ,অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ।"