হাওড়া, 31 অগস্ট: রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক এসবিআইয়ের এটিএম থেকে টাকা গিয়ে টাকা না পেয়ে ফিরে আসতেন গ্রাহকরা ৷ অথচ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত ৷ সম্প্রতি এই সমস্যার সম্নুখীন হয়েছিলেন বেশ কিছু গ্রাহক ৷ নির্দিষ্ট ব্যাংকে সমস্ত বিষয়টি জানিয়ে অভিযোগ করেছিলেন ৷ সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ সাহিল-কে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তিলজলা থেকে ৷
জানা গিয়েছে, 25 অগস্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বালি শাখার পক্ষ থেকে বালি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতীরা ওই নির্দিষ্ট এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য় বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করছে ৷ ফলে কোনও গ্রাহক টাকা তোলার পর এটিএম থেকে টাকা বেরচ্ছিল না ৷ অথচ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটেল যাওয়ার মেসেজ মোবাইলে আসছিল । গ্রাহকেরা একাধিকবার প্রতারণার শিকার হচ্ছিলেন । এই সম্পর্কিত লিখিত অভিযোগ পাওয়ার পর এই ঘটনার তদন্তে নামে বালি থানা ।
তদন্তের স্বার্থে এটিএমের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হয় । জানতে পারেন, প্রতারণার জন্য এক বিশেষ ধরনের ডিভাইসকে সনাক্ত করেন । এই যন্ত্র ব্যবহারের কারণে এটিএম থেকে টাকা তোলার সময় নগদ অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত । গ্রাহকের মোবাইলে টাকা তোলার মেসেজ চলে আসত । গ্রাহক টাকা না পেয়ে অপেক্ষা করে চলে যেতেন ৷ তারপর ওই যন্ত্রটি সরিয়ে টাকা হাতিয়ে নিত প্রতারকরা ।
আরও পডু়ন: সাইবার অপরাধে লোপাট লক্ষাধিক টাকা, ফেরৎ এনে দিল পুলিশ
তদন্তে নেমে অভিযুক্ত মহম্মদ সাহিল (34) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।তাকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা জানতে পারেন, গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার জন্য ওই যন্ত্রটি লাগানো হয়েছিল এটিএমে । এই ভাবে তারা জালিয়াতি চালাত ৷ এই প্রতারণার ঘটনায় আর কেউ যারা যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে কত টাকা প্রতারণা হয়েছে তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করেনি বালি থানার আধিকারিকরা ।