হুগলি, 18 মে: মাকালু জয়ের পর নিখোঁজ বাংলার পর্বতারোহী পিয়ালী বসাক। বুধবার সকাল 7টা থেকে 8টা'র মধ্যে মাকালু সামিট শেষ করেন চন্দননগরের পিয়ালী বসাক। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বুধবার সকালে সামিট শেষ করার পর মাকালুর মাউন্ট মাকালুর ক্যাম্প ফোরে পিয়ালী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই মাকালু পর্বতারোহণ চেষ্টা করেছিলেন পিয়ালী ৷ কিন্তু অক্সিজেন নিয়েই শেষ পর্যন্ত মাকালু সামিট করেন বঙ্গতনয়া ৷
জানা গিয়েছে, 7400 মিটার উচ্চতায় শৃঙ্গের শিখরে পৌঁছনোর পর নড়াচড়ার ক্ষমতা ছিল না তাঁর । পিয়ালির সঙ্গে এনগাংওয়া শেরপা ওই চার নম্বর ক্যাম্পে আটকে যান ৷ কোনওরকমে তাঁর সহযোগীরা নিরাপদে এনগাংওয়া শেরপাকে উদ্ধার করে 3 নম্বর ক্যাম্পে নামিয়ে আনেন । কিন্তু পিয়ালী আসতে পারেনি । এরপর রাতে পায়োনিয়ার এজেন্সির পক্ষ থেকে পরিবারকে জানান হয় চার নম্বর ক্যাম্পে আটকে রয়েছেন পিয়ালী । কিন্তু কী পরিস্থিতিতে রয়েছেন পিয়ালী সেই ব্যাপারে কোনও খোঁজ জানতে পারেনি পিয়ালির মা ও বোন। মেয়ের খবর না-পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ৷ দায়িত্বপ্রাপ্ত এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে পিয়ালিকে উদ্ধারের কাজ চলছে ।
প্রসঙ্গত, বিনা অক্সিজেনে অন্নপূর্ণা সামিটের সময় আটকে পড়েছিলেন হিমাচল প্রদেশের বলজিৎ কৌর। তাকে পায়োনিয়ার গ্রুপ দ্রুততার সঙ্গে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করে। কিন্তু পিয়ালী প্রায় 24 ঘণ্টার বেশি হয়ে গেলেও উদ্ধারের কোনও খবর দেয়নি এজেন্সি। সেই কারণে আরও শঙ্কা বাড়ছে পরিবারের কাছে । পিয়ালীর বোন তমালি জানিয়েছেন, এজেন্সিকে বার বার ফোন করেও কোনও খোঁজ পাচ্ছি না। কী হবে বুঝতে পারছি না ।
আরও পড়ুন: অন্নপূর্ণার পর মাকালু জয় চন্দননগরের পিয়ালীর
চন্দননগরের পিয়ালি বসাকের ছোটবেলা থেকেই পাহাড় চড়ার নেশা। সাম্প্রতিক অতীতে একের পর এক দুঃসাহসিক অভিযান করে চলেছেন তিনি । আগামিদিনে তাঁর স্বপ্ন আরও শৃঙ্গ জয় করবে এই বঙ্গ কন্যার । সেখানে থেকেই এক পর এক পর্বত জয় । কখনও বিনা অক্সিজেন আবার কখনও অক্সিজেন নিয়ে বিশ্বের 6টি 8হাজার ফুট উচ্চতার শৃঙ্গ জয় করেছেন । সামান্য মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও তার এই উচ্চতর শৃঙ্গ জয় বহু মানুষকে প্রভাবিত করেছে । বহু মানুষ ও সংস্থা আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পিয়ালিকে। কিন্তু এই ঘটনায় চিন্তিত তার স্কুল ও গোটা চন্দননগর বাসী। অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পর 27 এপ্রিল বাড়িতে থেকে মাকালু জয়ের জন্য বেরিয়েছিলেন ৷