ETV Bharat / state

Howrah Maha-Mrityunjay Yagna : শিবরাত্রিতে বিশ্বশান্তির প্রার্থনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হাওড়ার নাগা বাবা আশ্রমে - Maha Mrityunjay Yagna for World Peace in Howrah

বিশ্বশান্তির প্রার্থনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হাওড়ার নাগা বাবা আশ্রমে (Maha Mrityunjay Yagna for World Peace in Howrah) ৷ শিবরাত্রি উপলক্ষ্যে রাতভার এই যজ্ঞ হয় ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে যে অস্থির পরিস্থিতি বিশ্বজুড়ে তৈরি হয়েছে ৷ তা যাতে বন্ধ হয়, সেই প্রার্থনায় এই যজ্ঞ বলে জানান উদ্যোক্তরা ৷

Maha-Mrityunjay Yagna for World Peace in Howrah
Maha-Mrityunjay Yagna for World Peace in Howrah
author img

By

Published : Mar 2, 2022, 11:28 AM IST

হাওড়া, 2 মার্চ : বিশ্বশান্তি এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের সুস্থতা প্রার্থনা করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ মধ্য হাওড়ার তেলঘাট নাগা বাবা আশ্রমে (Maha Mrityunjay Yagna for World Peace in Howrah) ৷ শিবরাত্রিতে ওই আশ্রমে শিবযোগী সংস্থা এই যজ্ঞের আয়োজন করে ৷ যেখানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা এই যুদ্ধের অবসান চেয়ে প্রার্থনা করা হয় ৷ এই যজ্ঞে প্রায় 200 জন অংশ নেন ৷

রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন ৷ সেখানে বহু ভারতীয় পড়ুয়া এবং কর্মসূত্রে থাকা ভারতীয় নাগরিকরা আটকে পড়েছেন ৷ তাঁদের নিরাপত্তা, সুস্থতা এবং বিশ্বশান্তির প্রার্থনা করে শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন মধ্য হাওড়ার তেলঘাট নাগা বাবা আশ্রমে ৷ রাতভর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই যজ্ঞ চলে ৷ যেখানে অন্তত 200 জন ভক্ত অংশ নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

যজ্ঞের অন্যতম উদ্যোক্তা অশোক সাহা জানান, সারা রাত ধরে তাঁরা শিবরাত্রির দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন ৷ সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আবহ তৈরি হয়েছে তা দূর হয়ে যাক সেই প্রার্থনা করেই এই যজ্ঞ ৷ পাশাপাশি যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন, তাঁরা যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরতে পারেন, সেই প্রার্থনাও করছেন তাঁরা ৷ সকলের মঙ্গলকামনা করে দেবী আদ্যাশক্তির বন্দনাও করা হয় বলে জানান তিনি ৷

হাওড়া, 2 মার্চ : বিশ্বশান্তি এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের সুস্থতা প্রার্থনা করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ মধ্য হাওড়ার তেলঘাট নাগা বাবা আশ্রমে (Maha Mrityunjay Yagna for World Peace in Howrah) ৷ শিবরাত্রিতে ওই আশ্রমে শিবযোগী সংস্থা এই যজ্ঞের আয়োজন করে ৷ যেখানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা এই যুদ্ধের অবসান চেয়ে প্রার্থনা করা হয় ৷ এই যজ্ঞে প্রায় 200 জন অংশ নেন ৷

রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন ৷ সেখানে বহু ভারতীয় পড়ুয়া এবং কর্মসূত্রে থাকা ভারতীয় নাগরিকরা আটকে পড়েছেন ৷ তাঁদের নিরাপত্তা, সুস্থতা এবং বিশ্বশান্তির প্রার্থনা করে শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন মধ্য হাওড়ার তেলঘাট নাগা বাবা আশ্রমে ৷ রাতভর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই যজ্ঞ চলে ৷ যেখানে অন্তত 200 জন ভক্ত অংশ নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

যজ্ঞের অন্যতম উদ্যোক্তা অশোক সাহা জানান, সারা রাত ধরে তাঁরা শিবরাত্রির দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন ৷ সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আবহ তৈরি হয়েছে তা দূর হয়ে যাক সেই প্রার্থনা করেই এই যজ্ঞ ৷ পাশাপাশি যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন, তাঁরা যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরতে পারেন, সেই প্রার্থনাও করছেন তাঁরা ৷ সকলের মঙ্গলকামনা করে দেবী আদ্যাশক্তির বন্দনাও করা হয় বলে জানান তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.