ETV Bharat / state

Water Logging : জমা জলে মাসের পর মাস ভোগান্তি, প্রতিবাদে অবরোধ ভুক্তভোগীদের - জমা জল

মাসের পর মাস এলাকায় জমে থাকছে জল ৷ গত কয়েক দিনের বৃষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা ৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা ৷

local people block national highway to protest against water logging problem in Uluberia
Water Logging : জমা জলে মাসের পর মাস ভোগান্তি, প্রতিবাদে অবরোধ ভুক্তভোগীদের
author img

By

Published : Jul 29, 2021, 5:22 PM IST

হাওড়া, 29 জুলাই : সামান্য বৃষ্টি হলেই জমে যায় জল ৷ আর লাগাতার বৃষ্টি হলে তো কথাই নেই ৷ জমা জলে মাসের পর মাস নাস্তানাবুদ হতে হয় বাসিন্দাদের ৷ তাঁদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত প্রধান থেকে স্থানীয় বিধায়ক, কারওরই সমস্যার কথা অজানা নয় ৷ কিন্তু তা সমাধানের কোনও চেষ্টাই করেননি কেউ ৷ আর তাই, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা ৷ শেষে পুলিশ এসে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয় ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৷

আরও পড়ুন : জমা জল থেকে স্বস্তি, মালদা শহরে তৈরি হচ্ছে পাম্পিং স্টেশন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এই এলাকায় ৷ তার জেরেই ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া রঘুদেবপুর বেলতলা ও বাসুদেবপুর শুঁড়িখালির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ একাধিক বাড়িতেও জল ঢুকে যায় ৷ যদিও বাসিন্দাদের দাবি, আগে থেকেই এই এলাকায় জল জমে ছিল ৷ গত কয়েক দিনের বৃষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে ৷ তাঁদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতাতেই প্রতি বছর বর্ষার সময় এই দুর্ভোগ পোহাতে হয় তাঁদের ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি ট্রাফিক আলি রেজা ৷ পৌঁছয় স্থানীয় রাজাপুর থানার পুলিশও ৷ অবরোধকারীদের বুঝিয়ে-সুজিয়ে বিক্ষোভ তুলে দেয় তারা ৷

রাজাপুর থানা সূত্রে খবর, এদিন বেলা 12 টা নাগাদ উলুবেড়িয়ার বেলতলা থেকে রাস্তা অবরোধের খবর আসে ৷ প্রায় ৩০ মিনিট অবরোধ চলে ৷ এর জেরে জাতীয় সড়কের দুই দিকের লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয় ৷ এদিনের এই অবরোধ প্রসঙ্গে মামন মোল্লা নামে এলাকারই এক বাসিন্দা বলেন, ‘‘বিধায়ক এসে এখানকার পরিস্থিতি দেখে গিয়েছেন ৷ গত প্রায় দু’মাস ধরে এখানে জল জমে রয়েছে ৷ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ আমরা জন্ম থেকেই এই অবস্থা দেখে আসছি ৷ এত বছরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷’’

আরও পড়ুন : বৃষ্টিতে জল থইথই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর

গ্রামের আর এক বাসিন্দা লাল্টু পান বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক ৷ সকলকেই আমাদের দুর্দশার কথা জানিয়েছি ৷ কোনও সুরাহা হয়নি ৷ আজ তাই বাধ্য হয়েই পথ অবরোধ করতে হয়েছে ৷ লাগাাতার এলাকায় জল জমে থাকায় অন্তত এক হাজার মানুষকে নাজেহাল হতে হচ্ছে ৷ অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই ৷ আমরা অবিলম্বে সমস্যার সমাধান চাই ৷’’

দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিদেশ বসুও ৷ তিনি বলেন, ‘‘আমি গোটা এলাকা ঘুরে দেখেছি ৷ এই পরিস্থিতিতে মানুষ বসবাস করতে পারে না ৷ তবে এলাকায় নিকাশি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে ৷ তা মেটাতে বিডিওর সঙ্গে কথা বলব আমি ৷ যত দ্রুত সম্ভব সমস্যা মিটিয়ে ফেলা হবে ৷’’

হাওড়া, 29 জুলাই : সামান্য বৃষ্টি হলেই জমে যায় জল ৷ আর লাগাতার বৃষ্টি হলে তো কথাই নেই ৷ জমা জলে মাসের পর মাস নাস্তানাবুদ হতে হয় বাসিন্দাদের ৷ তাঁদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত প্রধান থেকে স্থানীয় বিধায়ক, কারওরই সমস্যার কথা অজানা নয় ৷ কিন্তু তা সমাধানের কোনও চেষ্টাই করেননি কেউ ৷ আর তাই, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা ৷ শেষে পুলিশ এসে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয় ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৷

আরও পড়ুন : জমা জল থেকে স্বস্তি, মালদা শহরে তৈরি হচ্ছে পাম্পিং স্টেশন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এই এলাকায় ৷ তার জেরেই ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া রঘুদেবপুর বেলতলা ও বাসুদেবপুর শুঁড়িখালির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ একাধিক বাড়িতেও জল ঢুকে যায় ৷ যদিও বাসিন্দাদের দাবি, আগে থেকেই এই এলাকায় জল জমে ছিল ৷ গত কয়েক দিনের বৃষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে ৷ তাঁদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতাতেই প্রতি বছর বর্ষার সময় এই দুর্ভোগ পোহাতে হয় তাঁদের ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি ট্রাফিক আলি রেজা ৷ পৌঁছয় স্থানীয় রাজাপুর থানার পুলিশও ৷ অবরোধকারীদের বুঝিয়ে-সুজিয়ে বিক্ষোভ তুলে দেয় তারা ৷

রাজাপুর থানা সূত্রে খবর, এদিন বেলা 12 টা নাগাদ উলুবেড়িয়ার বেলতলা থেকে রাস্তা অবরোধের খবর আসে ৷ প্রায় ৩০ মিনিট অবরোধ চলে ৷ এর জেরে জাতীয় সড়কের দুই দিকের লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয় ৷ এদিনের এই অবরোধ প্রসঙ্গে মামন মোল্লা নামে এলাকারই এক বাসিন্দা বলেন, ‘‘বিধায়ক এসে এখানকার পরিস্থিতি দেখে গিয়েছেন ৷ গত প্রায় দু’মাস ধরে এখানে জল জমে রয়েছে ৷ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ আমরা জন্ম থেকেই এই অবস্থা দেখে আসছি ৷ এত বছরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷’’

আরও পড়ুন : বৃষ্টিতে জল থইথই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর

গ্রামের আর এক বাসিন্দা লাল্টু পান বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক ৷ সকলকেই আমাদের দুর্দশার কথা জানিয়েছি ৷ কোনও সুরাহা হয়নি ৷ আজ তাই বাধ্য হয়েই পথ অবরোধ করতে হয়েছে ৷ লাগাাতার এলাকায় জল জমে থাকায় অন্তত এক হাজার মানুষকে নাজেহাল হতে হচ্ছে ৷ অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই ৷ আমরা অবিলম্বে সমস্যার সমাধান চাই ৷’’

দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিদেশ বসুও ৷ তিনি বলেন, ‘‘আমি গোটা এলাকা ঘুরে দেখেছি ৷ এই পরিস্থিতিতে মানুষ বসবাস করতে পারে না ৷ তবে এলাকায় নিকাশি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে ৷ তা মেটাতে বিডিওর সঙ্গে কথা বলব আমি ৷ যত দ্রুত সম্ভব সমস্যা মিটিয়ে ফেলা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.