হাওড়া, 13 অক্টোবর: রেলের পাশাপাশি এবার জলপথেও পরিষেবা দিতে শুরু করবে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন তথা আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC)৷
বৃহস্পতিবার ভিভাধা ক্রুজ কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক মৌ-চুক্তির কথা জানিয়েছে ভারতীয় রেলের আইআরসিটিসি ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড । সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, রেলের ট্যুর প্যাকেজের সঙ্গে সঙ্গে এবারে ভারতে ক্রুজ পর্যটনকে আরও প্রসারিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । সেই লক্ষ্যেই এবার খুব শিগগিরই বিভিন্ন ধরনের ক্রুজ প্যাকেজ ঘোষণা করতে চলেছে আইআরসিটিসি (IRCTC Will Start Cruise Service) ৷ বৃহস্পতিবার ভিভাধা ও আইআরসিটিসি যৌথভাবে নানা ধরনের প্যাকেজ ট্যুর প্রতিযোগিতামূলক ন্যায্যমূল্যে দেওয়ার পরিকল্পনার কথা জানায় । যার মধ্যে থাকছে ক্রুজে চড়ে সুন্দরবন, মায়াপুর ও গঙ্গাসাগর ভ্রমণের প্যাকেজ (IRCTC Cruise Service)।
পাশাপাশি একদিনের জন্য গঙ্গাবক্ষে ভ্রমণের সুযোগও থাকছে । এই প্রকল্প প্রথমে পূর্ব-ভারতে শুরু হবে । এরপর নতুন নতুন স্থান এই প্যাকেজে যুক্ত হতে থাকবে বলেই জানিয়েছে আইআরসিটিসি ৷ এই পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে জানা যাবে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইআরসিটিসি ।
আরও পড়ুন : স্ট্যাচু অফ ইউনিটি-সহ 5 জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশেষ ট্রেন