ETV Bharat / state

Internet Resumes in Howrah: হাওড়ায় ফিরল ইন্টারনেট পরিষেবা, অশান্তির ঘটনার কেস ডায়েরি নিল সিআইডি - Shibpur Ram Navami News update

হাওড়ায় সচল হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ তাই স্বস্তির হাওয়া ফিরেছে জীবনে ৷ এদিকে শিবপুর ঘটনায় সরকারিভাবে তদন্ত শুরু করল সিআইডি ৷ গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করবেন এবং সেদিন দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে দেখা করবেন ৷

CID
সিআইডি
author img

By

Published : Apr 1, 2023, 11:25 AM IST

হাওড়া, 1 এপ্রিল: বন্ধ ইন্টারনেট পরিষেবা চালু হল হাওড়ায় ৷ যদিও জেলাপ্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে পরিষেবা স্বাভাবিক হওয়ার নির্দেশিকা জারি করা হয়নি ৷ তবে হাওড়া থানা সূত্রের খবর, শুক্রবার শেষ রাত থেকেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে ৷ শুক্রবার রাত 9টায় হাওড়া জেলা প্রশাসন পক্ষ থেকে হাওড়া শহরের কয়েকটি পিন কোড এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি শিবপুরে অশান্তির ঘটনার দু'দিন পরে গোটা ঘটনার তদন্তে নামল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ৷

ইতিমধ্যে হাওড়া কমিশনারেটের কাছ থেকে কেস ডাইরি সংগ্রহ করেছে সিআইডি ৷ শনিবার হাওড়া শিবপুরে ঘটনাস্থলে যেতে পারেন সিআইডির প্রতিনিধিরা ৷ এছাড়া হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীও যাবেন বলে জানা গিয়েছে ৷ হাওড়ার আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্বে রয়েছেন 11 জন আইপিএস ৷ তাঁদের সঙ্গে কথা বলবেন সিআইডির গোয়েন্দারা ৷ যদিও হাওড়া শিবপুরের ঘটনার রেশ ছড়িয়ে পড়তেই রাজ্য পুলিশের এসটিএফ এবং সিআইডির একাধিক বড় কর্তাকে এই 11জন বিশেষ আইপিএস আধিকারিকদের দলে নিযুক্ত করা হয়েছিল ৷

ঘটনার দিন দায়িত্বে থাকা হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মীদের একটি নামের তালিকা তৈরি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রামনবমীর দিন কোথা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, কোথায় পুলিশের আটকানোর কথা ছিল এবং কোন কোন রাস্তায় মিছিল ঢোকা যাবে না বলে পুলিশি নির্দেশ ছিল- এই সব খুঁটিনাটি তথ্য জানতে চাইবেন সিআইডির কর্তারা ৷ বৃহস্পতিবার রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরের অবস্থা অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সেই সময় হাওড়া সিটি পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে আলাদা করে কথা বলবেন সিআইডির কর্তারা ৷ তাদের সঙ্গে কথা বলে আধিকারিকরা খতিয়ে দেখবে, এই ঘটনায় পুলিশি গাফিলতি ছিল কি না ।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, পুলিশি গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে ৷ তিনি নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ৷ এই ঘটনায় যুক্ত থাকা প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা হবে ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকজন পুলিশ কর্মীর গাফিলতিতে শিবপুরের এই ঘটনা ঘটেছে ৷ তাই এই অশান্তির ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে, তা চিহ্নিত করতে চান তদন্তকারীরা ৷ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 46 জনকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন

হাওড়া, 1 এপ্রিল: বন্ধ ইন্টারনেট পরিষেবা চালু হল হাওড়ায় ৷ যদিও জেলাপ্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে পরিষেবা স্বাভাবিক হওয়ার নির্দেশিকা জারি করা হয়নি ৷ তবে হাওড়া থানা সূত্রের খবর, শুক্রবার শেষ রাত থেকেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে ৷ শুক্রবার রাত 9টায় হাওড়া জেলা প্রশাসন পক্ষ থেকে হাওড়া শহরের কয়েকটি পিন কোড এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ৷ পাশাপাশি শিবপুরে অশান্তির ঘটনার দু'দিন পরে গোটা ঘটনার তদন্তে নামল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ৷

ইতিমধ্যে হাওড়া কমিশনারেটের কাছ থেকে কেস ডাইরি সংগ্রহ করেছে সিআইডি ৷ শনিবার হাওড়া শিবপুরে ঘটনাস্থলে যেতে পারেন সিআইডির প্রতিনিধিরা ৷ এছাড়া হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীও যাবেন বলে জানা গিয়েছে ৷ হাওড়ার আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্বে রয়েছেন 11 জন আইপিএস ৷ তাঁদের সঙ্গে কথা বলবেন সিআইডির গোয়েন্দারা ৷ যদিও হাওড়া শিবপুরের ঘটনার রেশ ছড়িয়ে পড়তেই রাজ্য পুলিশের এসটিএফ এবং সিআইডির একাধিক বড় কর্তাকে এই 11জন বিশেষ আইপিএস আধিকারিকদের দলে নিযুক্ত করা হয়েছিল ৷

ঘটনার দিন দায়িত্বে থাকা হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মীদের একটি নামের তালিকা তৈরি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রামনবমীর দিন কোথা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, কোথায় পুলিশের আটকানোর কথা ছিল এবং কোন কোন রাস্তায় মিছিল ঢোকা যাবে না বলে পুলিশি নির্দেশ ছিল- এই সব খুঁটিনাটি তথ্য জানতে চাইবেন সিআইডির কর্তারা ৷ বৃহস্পতিবার রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরের অবস্থা অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সেই সময় হাওড়া সিটি পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে আলাদা করে কথা বলবেন সিআইডির কর্তারা ৷ তাদের সঙ্গে কথা বলে আধিকারিকরা খতিয়ে দেখবে, এই ঘটনায় পুলিশি গাফিলতি ছিল কি না ।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, পুলিশি গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে ৷ তিনি নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ৷ এই ঘটনায় যুক্ত থাকা প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা হবে ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকজন পুলিশ কর্মীর গাফিলতিতে শিবপুরের এই ঘটনা ঘটেছে ৷ তাই এই অশান্তির ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে, তা চিহ্নিত করতে চান তদন্তকারীরা ৷ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 46 জনকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.