ETV Bharat / state

Miscreant Attack in Howrah Flat: আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা, আটক 1 - আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা

হাওড়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা আবাসনের ফ্ল্যাটে (Miscreant Attack in Howrah Flat) ৷ আটক দুষ্কৃতী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ ৷

Miscreant Attack in Howrah Flat
ETV Bharat
author img

By

Published : Nov 17, 2022, 9:02 PM IST

হাওড়া, 17 নভেম্বর: আবাসনের ফ্ল্যাটে দুষ্কৃতী হামলা ৷ বৃহস্পতিবার হাওড়ার জগাছা থানা এলাকার নন্দীপাড়া মাঠ আবাসনের ঘটনা ৷ দুষ্কৃতীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আবাসনের বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় দুষ্কৃতী (miscreant detain with firearm) ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ওই এলাকার আবাসনের একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে এক দুষ্কৃতী প্রবেশ করে। ফ্ল্যাটে উপস্থিত মহিলা নিধি ঝাঁ দরজা কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে । স্থানীয় বাসিন্দাদের অনুমান লুটপাট চালানোর উদেশ্য ওই ফ্ল্যাটে হামলা চালিয়েছিল দুষ্কৃতী ৷ মহিলার চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা বেরিয়ে পড়লে ওই দুষ্কৃতী ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নীচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও আবাসনের নীচেও লোকজন জড়ো হয়ে যাওয়ায় তাঁদের হাতে ধরা পরে ওই দুষ্কৃতী।

আরও পড়ুনু: ইটিভি ভারতের সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুষ্কৃতীর নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক 35 বছর। ধৃতের কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ দিবালোকে এই ধরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। ঘটনায় দুষ্কৃতীর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে জগাছা থানা। পাশাপাশি আক্রান্ত মহিলা নিধি ঝাঁ-র ওই ব্যক্তি পূর্ব পরিচিতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জগাছা থানা সূত্রে খবর।

হাওড়া, 17 নভেম্বর: আবাসনের ফ্ল্যাটে দুষ্কৃতী হামলা ৷ বৃহস্পতিবার হাওড়ার জগাছা থানা এলাকার নন্দীপাড়া মাঠ আবাসনের ঘটনা ৷ দুষ্কৃতীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আবাসনের বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় দুষ্কৃতী (miscreant detain with firearm) ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ওই এলাকার আবাসনের একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে এক দুষ্কৃতী প্রবেশ করে। ফ্ল্যাটে উপস্থিত মহিলা নিধি ঝাঁ দরজা কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে । স্থানীয় বাসিন্দাদের অনুমান লুটপাট চালানোর উদেশ্য ওই ফ্ল্যাটে হামলা চালিয়েছিল দুষ্কৃতী ৷ মহিলার চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা বেরিয়ে পড়লে ওই দুষ্কৃতী ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নীচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও আবাসনের নীচেও লোকজন জড়ো হয়ে যাওয়ায় তাঁদের হাতে ধরা পরে ওই দুষ্কৃতী।

আরও পড়ুনু: ইটিভি ভারতের সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুষ্কৃতীর নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক 35 বছর। ধৃতের কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ দিবালোকে এই ধরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। ঘটনায় দুষ্কৃতীর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে জগাছা থানা। পাশাপাশি আক্রান্ত মহিলা নিধি ঝাঁ-র ওই ব্যক্তি পূর্ব পরিচিতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জগাছা থানা সূত্রে খবর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.