ETV Bharat / state

কোরোনা আতঙ্কের মধ্যে সামান্য় স্বস্তি, হাওড়ার হাসপাতাল থেকে ছুটি পেলেন 36 জন

author img

By

Published : May 9, 2020, 3:49 PM IST

হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত বেসরকারি একটিহাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা 36জন কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । এই 36 জনের মধ্যে দেড় বছরের শিশু থেকে শুরু করে 70বছর বয়সি বৃদ্ধ রয়েছেন ।

aa
কোরোনা

কলকাতা, 9 মে : রাজ্যে একের পর এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । মৃত্যুও বেড়ে চলেছে । বেড়ে চলেছে উদ্বেগ-আতঙ্ক । আর এই ধরনের পরিস্থিতির মধ্যেও COVID-19-এ আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করছে । গতকাল, কলকাতার দুই বেসরকারি হাসপাতালের পাশাপাশি এমনই স্বস্তির খবর দিল হাওড়ার ফুলেশ্বরের বেসরকারি একটি হাসপাতাল । গতকাল ওই হাসপাতাল থেকে কোরোনামুক্ত 36 জনকে ছুটি দেওয়া হল ।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আগের 24 ঘণ্টায় রাজ্যে 130জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে COVID-19-এ আরও নয়জনের মৃত্যু হয়েছে । গোটা দেশেও COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে । এদিকে, রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়ার পর সেখানকার কিছু পরিষেবা অথবা পুরো হাসপাতালকে সাময়িক বন্ধ রাখতে হয়েছে । এই ধরনের পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ বেড়ে চলেছে সমাজের বিভিন্ন অংশে । গতকাল জানা গেছে, বেহালার ঠাকুরপুকুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে আপাতত নতুন রোগীদের ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে । কারণ, সেখানে অস্ত্রোপচারের জন্য ভরতি হওয়া এক রোগীর শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে হাসপাতালের চিকিৎসকসহ 10জনকে কোয়ারানটিনে রাখতে হয়েছে । বেহালায় অবস্থিত বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালেও এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে এই হাসপাতালের প্রসূতি এবং শিশু বিভাগে আপাতত রোগী ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে । এই পরিস্থিতির মধ্যে গতকাল ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে 38 দিন ভেন্টিলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠা এক COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকেও ক্যানসার আক্রান্ত এক প্রৌঢ় COVID-19-কে হার মানিয়ে ছুটি পেয়েছেন । উদ্বেগ-আতঙ্কের পরিবেশের মধ্যে এভাবে COVID-19 আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর স্বস্তির পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বহু চিকিৎসক ।

গতকাল এমনই এক স্বস্তির পরিবেশ তৈরি করল হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল । এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা 36জনকে ছুটি দেওয়া হয়েছে । এই 36জনের মধ্যে দেড় বছরের শিশু থেকে শুরু করে 70বছর বয়সি বৃদ্ধ রয়েছেন । তাঁদের ব্যান্ড বাজিয়ে, সংবর্ধনা দিয়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । বেসরকারি ওই হাসপাতালের অধিকর্তা চিকিৎসক শুভাশিস মিত্র জানিয়েছেন, "জাতীয় এবং আন্তর্জাতিক ইমার্জেন্সির সময় চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলার বিষয়টি স্বাস্থ্যকর্মীদের কাছে সোশাল এবং মেডিকেল ডিউটি ।"

কলকাতা, 9 মে : রাজ্যে একের পর এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । মৃত্যুও বেড়ে চলেছে । বেড়ে চলেছে উদ্বেগ-আতঙ্ক । আর এই ধরনের পরিস্থিতির মধ্যেও COVID-19-এ আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করছে । গতকাল, কলকাতার দুই বেসরকারি হাসপাতালের পাশাপাশি এমনই স্বস্তির খবর দিল হাওড়ার ফুলেশ্বরের বেসরকারি একটি হাসপাতাল । গতকাল ওই হাসপাতাল থেকে কোরোনামুক্ত 36 জনকে ছুটি দেওয়া হল ।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আগের 24 ঘণ্টায় রাজ্যে 130জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে COVID-19-এ আরও নয়জনের মৃত্যু হয়েছে । গোটা দেশেও COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে । এদিকে, রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়ার পর সেখানকার কিছু পরিষেবা অথবা পুরো হাসপাতালকে সাময়িক বন্ধ রাখতে হয়েছে । এই ধরনের পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ বেড়ে চলেছে সমাজের বিভিন্ন অংশে । গতকাল জানা গেছে, বেহালার ঠাকুরপুকুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে আপাতত নতুন রোগীদের ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে । কারণ, সেখানে অস্ত্রোপচারের জন্য ভরতি হওয়া এক রোগীর শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে হাসপাতালের চিকিৎসকসহ 10জনকে কোয়ারানটিনে রাখতে হয়েছে । বেহালায় অবস্থিত বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালেও এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে এই হাসপাতালের প্রসূতি এবং শিশু বিভাগে আপাতত রোগী ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে । এই পরিস্থিতির মধ্যে গতকাল ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে 38 দিন ভেন্টিলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠা এক COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকেও ক্যানসার আক্রান্ত এক প্রৌঢ় COVID-19-কে হার মানিয়ে ছুটি পেয়েছেন । উদ্বেগ-আতঙ্কের পরিবেশের মধ্যে এভাবে COVID-19 আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর স্বস্তির পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বহু চিকিৎসক ।

গতকাল এমনই এক স্বস্তির পরিবেশ তৈরি করল হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল । এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা 36জনকে ছুটি দেওয়া হয়েছে । এই 36জনের মধ্যে দেড় বছরের শিশু থেকে শুরু করে 70বছর বয়সি বৃদ্ধ রয়েছেন । তাঁদের ব্যান্ড বাজিয়ে, সংবর্ধনা দিয়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । বেসরকারি ওই হাসপাতালের অধিকর্তা চিকিৎসক শুভাশিস মিত্র জানিয়েছেন, "জাতীয় এবং আন্তর্জাতিক ইমার্জেন্সির সময় চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলার বিষয়টি স্বাস্থ্যকর্মীদের কাছে সোশাল এবং মেডিকেল ডিউটি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.