হাওড়া, 19 ডিসেম্বর : স্ত্রীকে কুপিয়ে খুন করল মদ্যপ যুবক । এমনই অভিযোগ উঠল । জগৎবল্লভপুরের ইসলামপুর মাজু ক্ষেত্রের ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা । প্রায় প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরত নরোত্তম মণ্ডল নামে অভিযুক্ত যুবক । নেশার ঘোরে স্ত্রী সুপ্রিয়াকে মারধর করত বলেও অভিযোগ । এমনকী, মেয়ের বাড়ি থেকে প্রায়ই চাল, ডাল, টাকাপয়সা দিয়ে সাহায্য করতে হত বলে জানিয়েছে মৃতের পরিবার।
স্থানীয়রা জানান, গতরাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সুপ্রিয়া মণ্ডলকে বেধড়ক মারধর করতে থাকে তাঁর স্বামী নরোত্তম । এমনকী, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন সুপ্রিয়া মণ্ডল ।
আজ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জগৎবল্লভপুর থানার পুলিশ । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার ।