ETV Bharat / state

অফারের ফাঁদে কয়েক লাখ টাকার প্রতারণা - Domjur fraud news

গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেল 'পুনম ট্রেডার্স'-র মালিক ৷ ডোমজুড় থানার কাছে ডোমজুড় বাজার এলাকায় কিছুদিন আগে পুনম ট্রেডার্স দোকানটির উদ্বোধন হয় ৷ তারপরই লিপলেটের মাধ্যমে প্রচার চলে ৷ পুজোর আগে কেনাকাটার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় । প্রতি কেনাকাটায় 45% ছাড় থাকবে এরকম প্রচার করা হয় ৷

domjur
author img

By

Published : Sep 29, 2019, 11:42 PM IST

ডোমজুড় , 29 সেপ্টেম্বর : আসবাব এবং ইলেকট্রনিক দ্রব্যের উপর 45% পর্যন্ত ছাড় দেবে বলেছিল দোকানটি ৷ দোকানে জায়গার অভাব তাই জিনিস রাখতে পারে না ৷ জিনিসের দাম আগে দিয়ে যেতে হবে , তাহলেই সময়ে পৌছে যাবে গ্রাহকের আসবাব বা ইলেকট্রনিক দ্রব্য ৷ সেসবই মিথ্যে ৷ গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেল 'পুনম ট্রেডার্স'-র মালিক ৷ আজ গ্রাহকরা দোকানে এসে দেখেন দোকান বন্ধ ৷

ডোমজুড় থানার কাছে ডোমজুড় বাজার এলাকায় কিছুদিন আগে পুনম ট্রেডার্স দোকানটির উদ্বোধন হয় ৷ তারপরেই লিফলেটের মাধ্যমে প্রচার চলে ৷ পুজোর আগে কেনাকাটার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় । প্রতি কেনাকাটায় 45% ছাড় থাকবে এরকম প্রচার করা হয় ৷

দেখুন ভিডিয়োয় ...

স্থানীয় বাসিন্দারা ওই দোকানে ফ্রিজ, টিভি সেট, আলমারি, সোফা সেট, টেবিল, চেয়ার ইত্যাদির জন্য মোটা টাকা দিয়ে আসেন । আজ ওই দোকান থেকে ক্রেতাদের জিনিসপত্র বাড়িতে পৌছে দেওয়ার কথা ছিল । সকালে তাঁরা জিনিস পাননি ৷ দোকানের সামনে এসে তাঁরা দেখেন দোকান বন্ধ । দোকান মালিক যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের দরজায় তালা । প্রতিবেশীরা জানান, দোকানের মালিক ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছে ৷ এরপর তাঁরা দোকানের সামনে বিক্ষোভ দেখান ৷ স্থানীয় সূত্রে খবর, কমপক্ষে হাজার জন ক্রেতা জিনিসপত্রের অর্ডার দেন । কয়েক লাখ টাকা তাঁদের কাছ থেকে নিয়েছে ওই দোকান মালিক ৷ ক্ষিপ্ত ক্রেতারা কিছুক্ষণ হাওড়া আমতা রোড অবরোধ করেন । ডোমজুড় থানায় তাঁরা দোকনের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ।

ডোমজুড় , 29 সেপ্টেম্বর : আসবাব এবং ইলেকট্রনিক দ্রব্যের উপর 45% পর্যন্ত ছাড় দেবে বলেছিল দোকানটি ৷ দোকানে জায়গার অভাব তাই জিনিস রাখতে পারে না ৷ জিনিসের দাম আগে দিয়ে যেতে হবে , তাহলেই সময়ে পৌছে যাবে গ্রাহকের আসবাব বা ইলেকট্রনিক দ্রব্য ৷ সেসবই মিথ্যে ৷ গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেল 'পুনম ট্রেডার্স'-র মালিক ৷ আজ গ্রাহকরা দোকানে এসে দেখেন দোকান বন্ধ ৷

ডোমজুড় থানার কাছে ডোমজুড় বাজার এলাকায় কিছুদিন আগে পুনম ট্রেডার্স দোকানটির উদ্বোধন হয় ৷ তারপরেই লিফলেটের মাধ্যমে প্রচার চলে ৷ পুজোর আগে কেনাকাটার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় । প্রতি কেনাকাটায় 45% ছাড় থাকবে এরকম প্রচার করা হয় ৷

দেখুন ভিডিয়োয় ...

স্থানীয় বাসিন্দারা ওই দোকানে ফ্রিজ, টিভি সেট, আলমারি, সোফা সেট, টেবিল, চেয়ার ইত্যাদির জন্য মোটা টাকা দিয়ে আসেন । আজ ওই দোকান থেকে ক্রেতাদের জিনিসপত্র বাড়িতে পৌছে দেওয়ার কথা ছিল । সকালে তাঁরা জিনিস পাননি ৷ দোকানের সামনে এসে তাঁরা দেখেন দোকান বন্ধ । দোকান মালিক যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের দরজায় তালা । প্রতিবেশীরা জানান, দোকানের মালিক ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছে ৷ এরপর তাঁরা দোকানের সামনে বিক্ষোভ দেখান ৷ স্থানীয় সূত্রে খবর, কমপক্ষে হাজার জন ক্রেতা জিনিসপত্রের অর্ডার দেন । কয়েক লাখ টাকা তাঁদের কাছ থেকে নিয়েছে ওই দোকান মালিক ৷ ক্ষিপ্ত ক্রেতারা কিছুক্ষণ হাওড়া আমতা রোড অবরোধ করেন । ডোমজুড় থানায় তাঁরা দোকনের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ।

Intro:পূজোর কেনাকাটায় অফারের ফাঁদে অভিনব কায়দায় প্রতারণা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ে । স্থানীয় সূত্রে খবর ডোমজুড় থানার কাছে ডোমজুড় বাজার এলাকায় কিছুদিন আগে পুনম ট্রেডার্স নামে একটা নতুন দোকান খোলে । ওই দোকান থেকে স্থানীয় এলাকায় পুজোর আগে কেনাকাটার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। প্রতি কেনাকাটায় 45% ছারের অফার দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ওই দোকানে ফ্রিজ, টিভি সেট, আলমারি, সোফা সেট, টেবিল, চেয়ার ইত্যাদির জন্য মোটা টাকায় বুক করে । আজকে ওই দোকান থেকে ক্রেতাদের জিনিসপত্র ডেলিভারির কথা ছিল। সকালে তারা যখন দোকান থেকে জিনিস নিতে আসেন তখন তারা লক্ষ্য করেন দোকান বন্ধ। দোকান মালিক মালিকও চম্পট দিয়েছে । এরপর তারা ক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে কমপক্ষে হাজারখানেক ক্রেতা জিনিসপত্রের অর্ডার দেয়। ক্ষিপ্ত ক্রেতারা বেশ কিছুক্ষণ হাওড়া আমতা রোড অবরোধ করেন। ডোমজুড় থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যায়। পুলিশ গোটা ঘটনাটার তদন্তের আশ্বাস দিয়েছে।Body:HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.