ETV Bharat / state

Saraswati Puja at Belur Math: বেলুড়ে ফিরল বাণীবন্দনার চেনা ছবি - devotees participate

অতিমারির দাপট কমায় বেলুড় মঠে ফিরল সরস্বতীপুজোর চেনা ছবি (Saraswati Puja at Belur Math) ৷ সমস্ত বিধি মেনে পূজিতা হলেন বাগদেবী, সাক্ষী থাকলেন সাধারণ দর্শনার্থীরা ৷

devotees participate in Saraswati Puja at Belur Math after two years
সরস্বতীপুজোয় সরগরম বেলুড় মঠ
author img

By

Published : Jan 26, 2023, 12:55 PM IST

বেলুড়ে বাণীবন্দনা

বেলুড়, 26 জানুয়ারি: অতিমারির চোখরাঙানি পেরিয়ে অবশেষে সরস্বতী পুজোর চেনা ছবি ফিরল বেলুড় মঠে (Saraswati Puja at Belur Math) ৷ বৃহস্পতিবার যাবতীয় রীতিনীতি মেনে স্বামী বিবেকানন্দের হাতে গড়া এই প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করা হয় ৷ প্রথা মাফিক, এদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বিবেকানন্দ সভাগৃহে পুজোর আয়োজন করা হয় ৷ সেই পুজোয় যোগ দেন ছাত্র থেকে শুরু করে ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা ৷

অন্যদিকে, পুজো উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের জন্যও বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয়েছিল ৷ ফলে এদিন সকাল থেকেই মঠপ্রাঙ্গনে ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷ পুজো চলাকালীন তাঁরাও দেবীদর্শনের সুযোগ পান ৷ ভক্তদের জন্য এদিন বিদ্যার দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ারও বন্দোবস্ত করা হয় ৷ পুজো দেখতে আসা সকলেই যাতে প্রসাদ পান, তাও মঠের তরফে নিশ্চিত করা হয় ৷

আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো মানে আবেগ, মত বিশিষ্টদের

উল্লেখ্য, করোনা অতিমারির জেরে গত দু'বছর বেলুড় মঠের অন্দরেও কঠোরভাবে কোভিডবিধি পালন করা হয় ৷ ফলে সেই সময় সাধারণ দর্শনার্থীদের মঠে প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ বহু মানুষেরই অভ্যাস রয়েছে, তাঁরা সরস্বতীপুজোয় বেলুড় মঠে আসেন ৷ সপরিবার পুষ্পাঞ্জলি দেন ৷ কিন্তু, করোনার কারণে সেই রীতিতে সাময়িক বিরতি পড়ে ৷ তবে, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ করোনা সংক্রান্ত কোনও বিধিনিষেধও নেই ৷ ফলে এবার ফের পুরনো অভ্যাস ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা ৷

এবছর যে সরস্বতীপুজোর চেনা ছবি ফিরবে, সেই বিষয়ে আশাবাদী ছিল বেলুড় মঠ কর্তৃপক্ষও ৷ তাই, সেই অনুসারেই যাবতীয় ব্যবস্থাপনা সেরে রাখা হয় ৷ দর্শনার্থীদের যাতে পুজো দেখতে কোনও সমস্য়া না হয়, তা কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয় ৷ নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে করোনার পর বাগদেবীর আরধনা ঘিরে চেনা ছবি ফিরল বেলুড় মঠে ।

বেলুড়ে বাণীবন্দনা

বেলুড়, 26 জানুয়ারি: অতিমারির চোখরাঙানি পেরিয়ে অবশেষে সরস্বতী পুজোর চেনা ছবি ফিরল বেলুড় মঠে (Saraswati Puja at Belur Math) ৷ বৃহস্পতিবার যাবতীয় রীতিনীতি মেনে স্বামী বিবেকানন্দের হাতে গড়া এই প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করা হয় ৷ প্রথা মাফিক, এদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বিবেকানন্দ সভাগৃহে পুজোর আয়োজন করা হয় ৷ সেই পুজোয় যোগ দেন ছাত্র থেকে শুরু করে ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা ৷

অন্যদিকে, পুজো উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের জন্যও বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয়েছিল ৷ ফলে এদিন সকাল থেকেই মঠপ্রাঙ্গনে ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷ পুজো চলাকালীন তাঁরাও দেবীদর্শনের সুযোগ পান ৷ ভক্তদের জন্য এদিন বিদ্যার দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ারও বন্দোবস্ত করা হয় ৷ পুজো দেখতে আসা সকলেই যাতে প্রসাদ পান, তাও মঠের তরফে নিশ্চিত করা হয় ৷

আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো মানে আবেগ, মত বিশিষ্টদের

উল্লেখ্য, করোনা অতিমারির জেরে গত দু'বছর বেলুড় মঠের অন্দরেও কঠোরভাবে কোভিডবিধি পালন করা হয় ৷ ফলে সেই সময় সাধারণ দর্শনার্থীদের মঠে প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ বহু মানুষেরই অভ্যাস রয়েছে, তাঁরা সরস্বতীপুজোয় বেলুড় মঠে আসেন ৷ সপরিবার পুষ্পাঞ্জলি দেন ৷ কিন্তু, করোনার কারণে সেই রীতিতে সাময়িক বিরতি পড়ে ৷ তবে, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ করোনা সংক্রান্ত কোনও বিধিনিষেধও নেই ৷ ফলে এবার ফের পুরনো অভ্যাস ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা ৷

এবছর যে সরস্বতীপুজোর চেনা ছবি ফিরবে, সেই বিষয়ে আশাবাদী ছিল বেলুড় মঠ কর্তৃপক্ষও ৷ তাই, সেই অনুসারেই যাবতীয় ব্যবস্থাপনা সেরে রাখা হয় ৷ দর্শনার্থীদের যাতে পুজো দেখতে কোনও সমস্য়া না হয়, তা কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয় ৷ নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে করোনার পর বাগদেবীর আরধনা ঘিরে চেনা ছবি ফিরল বেলুড় মঠে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.