ETV Bharat / state

এবার হাওড়া, 10 ঘণ্টার বেশি পড়ে রইল করোনা রোগীর দেহ

author img

By

Published : Apr 28, 2021, 6:57 PM IST

গতরাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় 60 বছরের গোপাল বাবুর । কিন্তু এরপর এই করোনা আক্রান্ত রোগীর দেহ নিতে আসেনি প্রশাসন ৷ মৃতদেহ সৎকারের জন্য বারবার জগাছা থানায় ফোন করেও কোনও লাভ হয়নি ।

10 ঘণ্টার বেশি পড়ে রইল করোনা রোগীর দেহ
10 ঘণ্টার বেশি পড়ে রইল করোনা রোগীর দেহ

হাওড়া, 28 এপ্রিল : দীর্ঘ দশ ঘণ্টার বেশি সময় বাড়িতে পড়ে রইল করোনা রোগীর মৃতদেহ । দীর্ঘ সময় থানায় ফোন করেও পাওয়া গেল না কোনও সাহায্য ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকায় ৷

হাওড়ার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ছিলেন গোপাল চক্রবর্তী ৷ বেশ কিছু দিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । এই সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন গোপালবাবু । কিন্তু তারপরই তিনি করোনায় আক্রান্ত হন ৷ আর শেষরক্ষা হয়নি ৷ গতরাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় 60 বছরের গোপাল বাবুর । কিন্তু এরপর এই করোনা আক্রান্ত রোগীর দেহ নিতে আসেনি প্রশাসন ৷ মৃতদেহ সৎকারের জন্য বারবার জগাছা থানায় ফোন করেও কোনও লাভ হয়নি । দীর্ঘ দশ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাহায্য় আসেনি বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত শিশুর মৃত্য়ুতে গাফিলতির অভিযোগ, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকার ঘটনা এই প্রথম নয় ৷ কোথাও সময়টা 10 ঘণ্টা, কোথাও 12 কিনবা কোথাও 20 ৷ রাজ্যের সর্বত্রই এই চিত্রটা একই ৷ প্রসঙ্গত কয়েকদিন আগেই শিবপুরের কালিপ্রসাদ চক্রবর্তী লেনে করোনায় রোগীর দেহ পাঁচ ঘণ্টার বেশি বাড়িতে পড়ে থাকার অভিযোগ ওঠে ৷

হাওড়া, 28 এপ্রিল : দীর্ঘ দশ ঘণ্টার বেশি সময় বাড়িতে পড়ে রইল করোনা রোগীর মৃতদেহ । দীর্ঘ সময় থানায় ফোন করেও পাওয়া গেল না কোনও সাহায্য ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকায় ৷

হাওড়ার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ছিলেন গোপাল চক্রবর্তী ৷ বেশ কিছু দিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । এই সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন গোপালবাবু । কিন্তু তারপরই তিনি করোনায় আক্রান্ত হন ৷ আর শেষরক্ষা হয়নি ৷ গতরাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় 60 বছরের গোপাল বাবুর । কিন্তু এরপর এই করোনা আক্রান্ত রোগীর দেহ নিতে আসেনি প্রশাসন ৷ মৃতদেহ সৎকারের জন্য বারবার জগাছা থানায় ফোন করেও কোনও লাভ হয়নি । দীর্ঘ দশ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাহায্য় আসেনি বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত শিশুর মৃত্য়ুতে গাফিলতির অভিযোগ, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকার ঘটনা এই প্রথম নয় ৷ কোথাও সময়টা 10 ঘণ্টা, কোথাও 12 কিনবা কোথাও 20 ৷ রাজ্যের সর্বত্রই এই চিত্রটা একই ৷ প্রসঙ্গত কয়েকদিন আগেই শিবপুরের কালিপ্রসাদ চক্রবর্তী লেনে করোনায় রোগীর দেহ পাঁচ ঘণ্টার বেশি বাড়িতে পড়ে থাকার অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.