হাওড়া, 11 মার্চ : যৌন হেনস্থার কোনও উল্লেখ নেই । বরং, ব্যাগ ছিনতাই করা হয়েছিল তাঁর । আর তখনই ট্রেন থেকে পড়ে যান তিনি । রেললাইন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবতি নিজের বয়ানে সেকথা জানিয়েছেন । তবে, তাঁর বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই মত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের(CPRO) ।
গুরুতর অবস্থায় ওই যুবতিকে হাসপাতালে ভরতি করানো হলে চিকিৎসকরা জানায়, কথা বলার অবস্থায় নেই তিনি । তাই সেই রাতে তাঁর সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল না কি তিনি ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন সে সম্পর্কে প্রথমে নিশ্চিত ছিল না রেল পুলিশ ।
![Railway Track](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6364669_wb_hwh.jpg)
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল ওই যুবতির বয়ান নেয় রেল পুলিশ । সেই বয়ানে যুবতি জানান, তাঁর ব্যাগ ছিনতাই হয়েছিল । তখনই আপ মেচেদা লোকালের শেষ কামরা থেকে পড়ে যান তিনি । কিন্তু তাঁর বয়ানে ফাঁক রয়েছে বলে দাবি দক্ষিণ-পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক । কারণ রেললাইনে যেখান থেকে ওই যুবতিকে উদ্ধার করা হয় সেখানে থেকেই তাঁর ব্যাগটিও পাওয়া গেছে । অন্যদিকে মহিলার বয়ান অনুযায়ী, তিনি ট্রেনে করে জীবিকা নির্বাহ করেন । অথচ তাঁর ব্যাগে প্রায় 8 হাজার টাকা ছিল ।
এই সংক্রান্ত আরও খবর : শরীরে আঘাতের চিহ্ন, লাইনের ধারে যুবতির অচৈতন্য দেহ উদ্ধার রেল পুলিশের
রবিবার রাতে গুরুতর অবস্থায় রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় ওই যুবতিকে । নাম মল্লিকা সিং(30) । তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা । তাঁকে GRP কর্মীরা হাওড়া জেলা হাসপাতালে ভরতি করে ।