হাওড়া, 31 মে : এবার কোরোনার কোপে অর্থোপেডিক রেল হাসপাতালের ফার্মাসিস্ট । দু'দিন আগে উলুবেরিয়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মধ্য বয়স্ক ওই ব্যক্তির। তিনি হাওড়া ময়দান এলাকার অর্থোপেডিক রেল হাসপাতালের ফার্মাসিস্ট ছিলেন। এক সপ্তাহ আগে সংকটজনক অবস্থায় তিনি ওই বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ।
ওই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে তাতে কোরোনা সংক্রমণের হদিস মেলে । এরপরই তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা । কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসায় আর সাড়া দেননি তিনি । তবে কোরোনার পাশাপাশি তাঁর আরও অন্যান্য শারীরিক সমস্যা ছিল বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে । কোরোনার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখবে রাজ্য সরকারের মেডিকেল বোর্ড ।
উল্লেখ্য, রেলের অর্থোপেডিক হাসপাতালে রেলকর্মীদের মধ্যে যাঁরা কোরোনা আক্রান্ত তাঁদের চিকিৎসা চলছে । রয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ডও। সেখান থেকেও তিনি সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।