ETV Bharat / state

৪২-এ ৪২ নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো : প্রসূন - Prasun Banerjee starts election campaign

জয়ের বিষয়ে নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো : প্রসূন

প্রসূন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 17, 2019, 1:16 PM IST

হাওড়া, ১৭ মার্চ : বসন্ত উৎসবের প্রাক্কালে আবির খেলে উত্তর হাওড়ায় প্রচার করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা।

মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচার শুরু করেছিলেন প্রসূন। আজ ছুটির দিনে সকাল থেকেই একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচার করেন তৃণমূলপ্রার্থী। সালকিয়াতে একটি মিছিল করেন। সেখানে বেশ কিছুক্ষণ ডান্ডিয়া খেলেন। পাশাপাশি, মিশন ৪২ সফল করার লক্ষ্যে হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের তরফে উমেশ ব্যানার্জি লেনে যজ্ঞের আয়োজন করা হয়। তৃণমূলের ৪২ জন প্রার্থীর নাম, গোত্রসহ পুজো করা হয়। সেখানে যোগ দেন প্রসূনবাবুও।

প্রচার প্রসঙ্গে প্রসূনবাবু বলেন, "মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমাদের লক্ষ্য হল, গতবারের থেকে মার্জিন বাড়ানো।" তিনি আরও বলেন, "হাওড়া শহরে বসন্ত উৎসব বলতে মানুষ উত্তর হাওড়াকে বোঝেন। সেখানে থেকেই রঙের উৎসব ও তৃণমূলের জয়যাত্রা শুরু হল। আর এভাবেই দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ছড়িয়ে পড়বে।"

হাওড়া, ১৭ মার্চ : বসন্ত উৎসবের প্রাক্কালে আবির খেলে উত্তর হাওড়ায় প্রচার করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা।

মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচার শুরু করেছিলেন প্রসূন। আজ ছুটির দিনে সকাল থেকেই একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচার করেন তৃণমূলপ্রার্থী। সালকিয়াতে একটি মিছিল করেন। সেখানে বেশ কিছুক্ষণ ডান্ডিয়া খেলেন। পাশাপাশি, মিশন ৪২ সফল করার লক্ষ্যে হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের তরফে উমেশ ব্যানার্জি লেনে যজ্ঞের আয়োজন করা হয়। তৃণমূলের ৪২ জন প্রার্থীর নাম, গোত্রসহ পুজো করা হয়। সেখানে যোগ দেন প্রসূনবাবুও।

প্রচার প্রসঙ্গে প্রসূনবাবু বলেন, "মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমাদের লক্ষ্য হল, গতবারের থেকে মার্জিন বাড়ানো।" তিনি আরও বলেন, "হাওড়া শহরে বসন্ত উৎসব বলতে মানুষ উত্তর হাওড়াকে বোঝেন। সেখানে থেকেই রঙের উৎসব ও তৃণমূলের জয়যাত্রা শুরু হল। আর এভাবেই দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ছড়িয়ে পড়বে।"

বসন্ত উৎসবের হাত ধরে প্রচার শুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাওড়া, ১৭ মার্চ: বসন্ত উৎসব আসন্ন। তাই উত্তর হাওড়ায় আবির খেলেই নিজের প্রচার শুরু করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি উত্তর হাওড়ার সালকিয়া অঞ্চলে একটি সংস্থার তরফে আয়োজিত পদযাত্রা অংশগ্রহণ করেন এবং পায়ে হেঁটে নিজের প্রচার করেন বিদায়ী সাংসদ। এদিনের এই প্রচার পর্বে তার সমর্থনে মিছিলে হাঁটেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। সালকিয়া তেই তৃণমূলের এই দুই নেতা বেশ কিছুক্ষণ ডান্ডিয়া খেলেন। এর পাশাপাশি সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচার সারেন প্রসূন বাবু। তিনি বলেন, হাওড়া শহরে বসন্ত উৎসব বলতে মানুষ বোঝেন নর্থ হাওড়াকে। আর সেখান থেকেই শুরু হলো রঙের উৎসব। শুরু হলো তৃণমূলের জয়যাত্রা। আর এর সঙ্গে সঙ্গেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় জয় গান। এছাড়াও জনসমর্থন প্রসঙ্গে তিনি জানান, এদিনের প্রচার পর্বে তিনি মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। ফলে জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন প্রসূনবাবু। তাদের চিন্তায় মার্জিন কতখানি বাড়ানো যাবে সেটাই রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে 42 এ 42 করার ডাক দিয়েছে তা যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে তৃণমূলের 42 জন প্রার্থীর নাম গোত্র সহ পূজা এবং যজ্ঞ করা হয় উমেশ ব্যানার্জি লেনে। তৃণমূলের সমস্ত প্রার্থীর ছবি দিয়েই চলে পুজো পাঠ পর্ব। 10 জন পুরোহিত নিয়ে এই বিরাট যজ্ঞের আয়োজন করে হাওড়া শহর তৃণমূল কংগ্রেস।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.