বালি, 19 জুন : আত্মঘাতী ক্লাস টেনের ছাত্রী । নাম শিবানী সাউ । ঘটনাটি হাওড়ার বালি এলাকার নিশিন্দা রাজচন্দ্রপুরের । পরিবারের সদস্যরা জানিয়েছে, স্কুল বন্ধ ছিল শিবানীর । অনলাইনে ক্লাস চলছিল । কিন্তু, স্মার্টফোন না থাকায় ক্লাস করতে পারছিল না সে । সেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে সে । গতকাল বিকেলে ঘর থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ঝুলন্ত দেহ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।
মৃতার পরিবারের তরফে আরও জানা গেছে, শিবানীর মোবাইল ছিল । তবে সেটি খারাপ হয়ে পড়েছিল । দোকানপাট বন্ধ থাকায় সারানো হয়নি ৷ ফলে অনলাইন ক্লাসে যোগ দিতে পারছিল না সে । অথচ সামনেই পরীক্ষা । তার জেরে মানসিক অবসাদে ভুগছিল ।
শিবানীর বাবা সেন্টু সাও জানান, "আমরা লকডাউনের আগে বিহারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ৷ কিন্তু লকডাউনের জন্য সেখানে আটক যায় ৷ কলকাতায় আমার বড় ছেলে ও মেয়ে ছিল ৷ আমরা কাল জানতে পারি এই ঘটনা ৷ তারপরই কলকাতায় আসি ৷ শিবানী দাদাকে জানিয়েছিল, এই সময় অনলাইনে ক্লাস হচ্ছে ৷ ক্লাস করতে না পেরে ও চিন্তিত ৷"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷