ETV Bharat / state

CCTV in Common Toilet: শৌচালয় সুরক্ষায় বসল সিসিটিভি ক্যামেরা - Howrah

বানিপুর এক নম্বর পঞ্চায়েতে ঘটল আজব কাণ্ড । শৌচালয় রক্ষা করতে সেখানে বসানো হল সিসিটিভি ক্যামেরা (CCTV in Common Toilet) ৷

CCTV in Common Toilet
CCTV in Common Toilet
author img

By

Published : Nov 14, 2022, 10:22 PM IST

হাওড়া, 14 নভেম্বর: এতকাল ব্যবসায়ী, নেতা-মন্ত্রী বা উচ্চবিত্ত মানুষদের ব্যবসার স্থান সুরক্ষিত রাখতে, কিংবা বাড়িতে নিজেদের সুরক্ষার জন্যে সিসিটিভি ক্যামেরা বসানো হত । তবে শৌচালয়কে সুরক্ষিত রাখার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । তাও আবার একটা নয়, একেবারে পাঁচটি সিসিটিভি ক্যামেরা (CCTV Cameras) বসানো হয়েছে ৷

হ্যাঁ এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বানিপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হোগলা পাড়া এলাকায় ৷ যা শুনে সকলকেই অবাক হচ্ছেন তো । কারণ এমন ঘটনা আজ অব্ধি কেউ শুনেছে বলে মনে হয় না । তাহলে খোলসা করে বলা যাক আসল ঘটনাটি ৷

এলাকার মানুষের উপকারের জন্য পঞ্চায়েত থেকে ওই এলাকায় একটি শৌচালয় তৈরি করা হয়েছে । তবে এই শৌচালয় নির্মাণ হওয়ায় এলাকার কয়েকজনের ঠিক পছন্দ হয়নি । তারা এখানে শৌচালয় হোক তাতে খুশি নন । তাই সুযোগ পেলেই শৌচালয়ের দরজা ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি । আর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের হাতেনাতে ধরার জন্য ও শৌচালয়টিকে সুরক্ষিত রাখতে বসানো হয়েছে এই সিসিটিভি ক্যামেরাগুলি (CCTV cameras installed to protect common toilet) ৷ এমনটাই জানা গিয়েছে পঞ্চায়েত সূত্রে ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজকুমার গুপ্তা বলেন, "এই শৌচালয় পঞ্চায়েত থেকে তৈরি করা হয়েছে স্থানীয় এলাকাবাসীদের সুবিধার জন্য । তবে সকলে এতে সাহায্য করলেও এলাকার কয়েকজন শুরুর দিন থেকেই এর বিরোধীতা করে আসছে । তারাই এই কাজ আটকানোর জন্য অনেক প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ দায়ের করে । যদিও সব বাধাকে উপেক্ষা করে এখানে শৌচালয়টি চালু করেছে পঞ্চায়েত । উদ্বোধনের দিনক্ষণ আগে থেকে জানা সত্ত্বেও ওই দিনেই উদ্বোধনের আগে শৌচালয়ের দেওয়ালে পানের পিক ফেলে নষ্ট করা হয় । এরপর সিসিটিভি ঠিকমতো কাজ করছে না জেনে শৌচালয়ের দরজা ভেঙে দেওয়া হয় ।"

শৌচালয় সুরক্ষায় বসল সিসিটিভি ক্যামেরা

তিনি আরও বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এলাকার মানুষের সুবিধার কথা ভাবে না । শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য । দরজা ভাঙার ঘটনার পর পুলিশ ও প্রশাসনকে ওই বিরোধীতাকারীদের নাম জানিয়ে দেওয়া হয়েছে । এরপর আইন অনুযায়ী তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷"

একই বক্তব্য এলাকার বাসিন্দা মুন্না সিংয়ের । তিনি বলেন, "এলাকার মানুষের সুবিধার জন্য এই শৌচালয় তৈরি হলেও, এলাকাতে কিছু অসাধু মানুষ আছে যাদের তা পছন্দ হয়নি । শনিবার রাত্রে অন্ধকারে তারাই ইঁট মেরে দরজা ভেঙেছে । পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের খুঁজে শাস্তি দেওয়ার আর্জি জানাচ্ছি । এর আগেও শৌচালয়ের কল, পাইপ ভেঙে ফেলা হয়েছিল । তারাই এই ঘটনা আগেও ঘটায় ৷"

আরও পড়ুন: 2 কোটিতে বিক্রি হচ্ছে একটা গ্রাম, কিনবেন নাকি!

তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দীপক ঠাকুর বলেন," থানার আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে । সোমবার পঞ্চায়েতের প্যাডে লিখিত অভিযোগ থানাতে জমা দেওয়া হবে ৷ পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে ৷" যদিও এভাবে সিসিটিভি ক্যামেরা বসিয়ে শৌচালয়ের সুরক্ষা করার বিষয়টি বেশ অভিনব বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।

হাওড়া, 14 নভেম্বর: এতকাল ব্যবসায়ী, নেতা-মন্ত্রী বা উচ্চবিত্ত মানুষদের ব্যবসার স্থান সুরক্ষিত রাখতে, কিংবা বাড়িতে নিজেদের সুরক্ষার জন্যে সিসিটিভি ক্যামেরা বসানো হত । তবে শৌচালয়কে সুরক্ষিত রাখার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । তাও আবার একটা নয়, একেবারে পাঁচটি সিসিটিভি ক্যামেরা (CCTV Cameras) বসানো হয়েছে ৷

হ্যাঁ এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বানিপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হোগলা পাড়া এলাকায় ৷ যা শুনে সকলকেই অবাক হচ্ছেন তো । কারণ এমন ঘটনা আজ অব্ধি কেউ শুনেছে বলে মনে হয় না । তাহলে খোলসা করে বলা যাক আসল ঘটনাটি ৷

এলাকার মানুষের উপকারের জন্য পঞ্চায়েত থেকে ওই এলাকায় একটি শৌচালয় তৈরি করা হয়েছে । তবে এই শৌচালয় নির্মাণ হওয়ায় এলাকার কয়েকজনের ঠিক পছন্দ হয়নি । তারা এখানে শৌচালয় হোক তাতে খুশি নন । তাই সুযোগ পেলেই শৌচালয়ের দরজা ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি । আর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের হাতেনাতে ধরার জন্য ও শৌচালয়টিকে সুরক্ষিত রাখতে বসানো হয়েছে এই সিসিটিভি ক্যামেরাগুলি (CCTV cameras installed to protect common toilet) ৷ এমনটাই জানা গিয়েছে পঞ্চায়েত সূত্রে ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজকুমার গুপ্তা বলেন, "এই শৌচালয় পঞ্চায়েত থেকে তৈরি করা হয়েছে স্থানীয় এলাকাবাসীদের সুবিধার জন্য । তবে সকলে এতে সাহায্য করলেও এলাকার কয়েকজন শুরুর দিন থেকেই এর বিরোধীতা করে আসছে । তারাই এই কাজ আটকানোর জন্য অনেক প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ দায়ের করে । যদিও সব বাধাকে উপেক্ষা করে এখানে শৌচালয়টি চালু করেছে পঞ্চায়েত । উদ্বোধনের দিনক্ষণ আগে থেকে জানা সত্ত্বেও ওই দিনেই উদ্বোধনের আগে শৌচালয়ের দেওয়ালে পানের পিক ফেলে নষ্ট করা হয় । এরপর সিসিটিভি ঠিকমতো কাজ করছে না জেনে শৌচালয়ের দরজা ভেঙে দেওয়া হয় ।"

শৌচালয় সুরক্ষায় বসল সিসিটিভি ক্যামেরা

তিনি আরও বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এলাকার মানুষের সুবিধার কথা ভাবে না । শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য । দরজা ভাঙার ঘটনার পর পুলিশ ও প্রশাসনকে ওই বিরোধীতাকারীদের নাম জানিয়ে দেওয়া হয়েছে । এরপর আইন অনুযায়ী তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷"

একই বক্তব্য এলাকার বাসিন্দা মুন্না সিংয়ের । তিনি বলেন, "এলাকার মানুষের সুবিধার জন্য এই শৌচালয় তৈরি হলেও, এলাকাতে কিছু অসাধু মানুষ আছে যাদের তা পছন্দ হয়নি । শনিবার রাত্রে অন্ধকারে তারাই ইঁট মেরে দরজা ভেঙেছে । পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের খুঁজে শাস্তি দেওয়ার আর্জি জানাচ্ছি । এর আগেও শৌচালয়ের কল, পাইপ ভেঙে ফেলা হয়েছিল । তারাই এই ঘটনা আগেও ঘটায় ৷"

আরও পড়ুন: 2 কোটিতে বিক্রি হচ্ছে একটা গ্রাম, কিনবেন নাকি!

তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দীপক ঠাকুর বলেন," থানার আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে । সোমবার পঞ্চায়েতের প্যাডে লিখিত অভিযোগ থানাতে জমা দেওয়া হবে ৷ পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে ৷" যদিও এভাবে সিসিটিভি ক্যামেরা বসিয়ে শৌচালয়ের সুরক্ষা করার বিষয়টি বেশ অভিনব বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.