ETV Bharat / state

এবার একসঙ্গে, ব্যানারে শুভেন্দু-রাজীব

author img

By

Published : Dec 12, 2020, 12:40 PM IST

Updated : Dec 12, 2020, 1:01 PM IST

শুভেন্দুর মতোই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অন্তত, হাওড়ার বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীদের টাঙানো পোস্টার-ব্যানার থেকে সেরকমই মনে করছে রাজনৈতিক মহল। এবার একই ব্যানারে দেখা গেল শুভেন্দু-রাজীবকে।

পোস্টারে শুভেন্দু ও রাজীব
পোস্টারে শুভেন্দু ও রাজীব

রামরাজাতলা, 12 ডিসেম্বর : এতদিন তাঁদের ছবি সম্বলিত পোস্টার পড়ছিল পৃথক পৃথকভাবে। অনুগামীদের সৌজন্যে। তবে, এবার আর আলাদা নয়। ব্যানারে ঠাঁই হল একসঙ্গে। কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলীয় প্রতীক ছাড়াই রামরাজাতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেল। এনিয়ে হাওড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর। তার জেরে মন্ত্রিত্বসহ বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি। সম্প্রতি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়ও। অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে তৃণমূল এবং দলের নেতৃত্বকে কার্যত তুলোধনা করেন তিনি। আক্ষেপ করেন, স্তাবকতা করলেই বেশি নম্বর পাওয়া যায়। সেজন্যই তাঁর নম্বর কম ।

চর্চার বিষয়ে যে পোস্টার

এর পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলার বেশ কয়েক জায়গায় পোস্টার পড়ে। সম্প্রতি শিবপুর বিধানসভার অন্তর্গত রামরাজাতলা এলাকায় বিধায়ক জটু লাহিড়ী পিকের বিরুদ্ধে মুখ খোলেন প্রকাশ্যে। তিনি সরাসরি সংবাদমাধ্যমের সামনেই দল ও পিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তারপরেই নবান্নসহ কোনা এক্সপ্রেসওয়ে, ডোমজুড়ের সলপ এলাকা, ফাঁসিতলাসহ বিভিন্ন জায়গাতেই বনমন্ত্রীর ছবিসহ পোস্টার পড়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি দল ছাড়তে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ?

এই সংক্রান্ত আরও পড়ুন: "দলে স্তাবকদের নম্বর বেশি", মুখ খুললেন রাজীব

রামরাজাতলা, 12 ডিসেম্বর : এতদিন তাঁদের ছবি সম্বলিত পোস্টার পড়ছিল পৃথক পৃথকভাবে। অনুগামীদের সৌজন্যে। তবে, এবার আর আলাদা নয়। ব্যানারে ঠাঁই হল একসঙ্গে। কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলীয় প্রতীক ছাড়াই রামরাজাতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেল। এনিয়ে হাওড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর। তার জেরে মন্ত্রিত্বসহ বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি। সম্প্রতি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়ও। অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে তৃণমূল এবং দলের নেতৃত্বকে কার্যত তুলোধনা করেন তিনি। আক্ষেপ করেন, স্তাবকতা করলেই বেশি নম্বর পাওয়া যায়। সেজন্যই তাঁর নম্বর কম ।

চর্চার বিষয়ে যে পোস্টার

এর পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলার বেশ কয়েক জায়গায় পোস্টার পড়ে। সম্প্রতি শিবপুর বিধানসভার অন্তর্গত রামরাজাতলা এলাকায় বিধায়ক জটু লাহিড়ী পিকের বিরুদ্ধে মুখ খোলেন প্রকাশ্যে। তিনি সরাসরি সংবাদমাধ্যমের সামনেই দল ও পিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তারপরেই নবান্নসহ কোনা এক্সপ্রেসওয়ে, ডোমজুড়ের সলপ এলাকা, ফাঁসিতলাসহ বিভিন্ন জায়গাতেই বনমন্ত্রীর ছবিসহ পোস্টার পড়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি দল ছাড়তে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ?

এই সংক্রান্ত আরও পড়ুন: "দলে স্তাবকদের নম্বর বেশি", মুখ খুললেন রাজীব

Last Updated : Dec 12, 2020, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.