ETV Bharat / state

Anish Khan Death Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান - Anish Khans father refuses SIT investigation

সিট ও সালেম খান সংঘাত চলছে ৷ কিন্তু কিছুতেই রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের কাছে মাথা নোয়াবেন না আনিশের বাবা (Anish Khan Death Case) ৷

Anish Father demands CBI probe
সিট নয়, সিবিআই তদন্তে অনড় সালেম খান
author img

By

Published : Feb 23, 2022, 7:43 AM IST

Updated : Feb 23, 2022, 11:32 AM IST

আমতা, 23 ফেব্রুয়ারি : সিট-এর তদন্ত মানছেন না, মানবেন না নিহত আনিশ খানের বাবা সালেম খান ৷ সোমবার রাতে বিশেষ তদন্তকারী দলের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে যান, কিন্তু তা বিফল হয় ৷ মঙ্গলবার দুপুরেও ফের তাঁর বাড়িতে যান সিট-কর্তারা ৷ কিন্তু এই তদন্তে কোনও বিশ্বাস নেই ছাত্রনেতা আনিশ খানের বাবার ৷ তাই সিট-এর তদন্ত না মেনে চেয়ার ছেড়ে উঠে যান তিনি (Anish Khans father refuses SIT notice ) ।

সিট-কর্তারা হাল ছাড়েননি ৷ তাঁরা মঙ্গলবার দুপুরের পর রাতেও সালেম খানের বাড়িতে যান । এবার সঙ্গে ছিল একটি নোটিস । যা দেখিয়ে আনিশের ব্যবহৃত মোবাইল তাঁরা নিজেদের হেফাজতে নিতে পারেন । সেই নোটিসকেও বুড়ো আঙুল দেখিয়ে আনিশ খানের মোবাইল ফোন দিতে সাফ অস্বীকার করেন সালেম খান ও আনিশের দাদা ।

সিট-এর সদস্যরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন, তদন্তের স্বার্থে ওই মোবাইল ফোনটি জরুরি । তাঁদের আইনি এক্তিয়ার রয়েছে ওই মোবাইল ফোনটি হেফাজতে নেওয়ার । কিন্তু প্রথমে সিট-এর নোটিস প্রত্যাখ্যান করেন এবং দ্বিতীয়ত, মোবাইল তিনি একমাত্র আদালত ও সিবিআই ছাড়া কাউকে দেবেন না, তা স্পষ্ট করে জানিয়ে দেন ।

আরও পড়ুন : Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা

বহুক্ষণ তাঁকে বোঝানোর চেষ্টা করে খালি হাতে ফিরে যায় সিট-এর সদস্যরা । সালেম খান জানান, তাঁকে মোবাইল জমা দেওয়া নিয়ে জোর করলেও তিনি পুলিশের হাতে মোবাইল তুলে দেবেন না । এতে সিট আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ।

ছেলেকে হারিয়েছেন ৷ তাই আর কোনও কিছুতেই ভয় নেই সালেম খানের ৷ ছেলের অপরাধীর শাস্তি চাইতে গিয়ে যদি তাঁকে গ্রেফতার হতে হয়, জেলে যেতে হয়, তিনি তাতে রাজি । তিনি বলেন, "বারবার পুলিশ আমাকে অযথা বিরক্ত করছে ।"

প্রসঙ্গত, সোমবার রাত থেকে বারে বারে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সালেম খানের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা চায় । তিনি সদস্যদের সহযোগিতা করার কথা জানালেও, এই তদন্ত মানবেন না বলে জানিয়েছেন । সিট কী তদন্ত করছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই সদ্য ছেলে হারানো বাবার । বরং বামপন্থী, আইএসএফ যুবনেতা ছেলের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে অটল ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিট প্রত্যাখ্যান করে সিবিআই তদন্তে অটল আনিশের বাবা

আমতা, 23 ফেব্রুয়ারি : সিট-এর তদন্ত মানছেন না, মানবেন না নিহত আনিশ খানের বাবা সালেম খান ৷ সোমবার রাতে বিশেষ তদন্তকারী দলের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে যান, কিন্তু তা বিফল হয় ৷ মঙ্গলবার দুপুরেও ফের তাঁর বাড়িতে যান সিট-কর্তারা ৷ কিন্তু এই তদন্তে কোনও বিশ্বাস নেই ছাত্রনেতা আনিশ খানের বাবার ৷ তাই সিট-এর তদন্ত না মেনে চেয়ার ছেড়ে উঠে যান তিনি (Anish Khans father refuses SIT notice ) ।

সিট-কর্তারা হাল ছাড়েননি ৷ তাঁরা মঙ্গলবার দুপুরের পর রাতেও সালেম খানের বাড়িতে যান । এবার সঙ্গে ছিল একটি নোটিস । যা দেখিয়ে আনিশের ব্যবহৃত মোবাইল তাঁরা নিজেদের হেফাজতে নিতে পারেন । সেই নোটিসকেও বুড়ো আঙুল দেখিয়ে আনিশ খানের মোবাইল ফোন দিতে সাফ অস্বীকার করেন সালেম খান ও আনিশের দাদা ।

সিট-এর সদস্যরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন, তদন্তের স্বার্থে ওই মোবাইল ফোনটি জরুরি । তাঁদের আইনি এক্তিয়ার রয়েছে ওই মোবাইল ফোনটি হেফাজতে নেওয়ার । কিন্তু প্রথমে সিট-এর নোটিস প্রত্যাখ্যান করেন এবং দ্বিতীয়ত, মোবাইল তিনি একমাত্র আদালত ও সিবিআই ছাড়া কাউকে দেবেন না, তা স্পষ্ট করে জানিয়ে দেন ।

আরও পড়ুন : Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা

বহুক্ষণ তাঁকে বোঝানোর চেষ্টা করে খালি হাতে ফিরে যায় সিট-এর সদস্যরা । সালেম খান জানান, তাঁকে মোবাইল জমা দেওয়া নিয়ে জোর করলেও তিনি পুলিশের হাতে মোবাইল তুলে দেবেন না । এতে সিট আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ।

ছেলেকে হারিয়েছেন ৷ তাই আর কোনও কিছুতেই ভয় নেই সালেম খানের ৷ ছেলের অপরাধীর শাস্তি চাইতে গিয়ে যদি তাঁকে গ্রেফতার হতে হয়, জেলে যেতে হয়, তিনি তাতে রাজি । তিনি বলেন, "বারবার পুলিশ আমাকে অযথা বিরক্ত করছে ।"

প্রসঙ্গত, সোমবার রাত থেকে বারে বারে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সালেম খানের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা চায় । তিনি সদস্যদের সহযোগিতা করার কথা জানালেও, এই তদন্ত মানবেন না বলে জানিয়েছেন । সিট কী তদন্ত করছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই সদ্য ছেলে হারানো বাবার । বরং বামপন্থী, আইএসএফ যুবনেতা ছেলের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে অটল ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিট প্রত্যাখ্যান করে সিবিআই তদন্তে অটল আনিশের বাবা

Last Updated : Feb 23, 2022, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.